প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩
সিলেট প্রতিনিধি:
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, মাননীয় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহোদয়কে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বিনিময় আজ শনিবার (২৯ এপ্রিল) সিলেট পুলিশ লাইন অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎতে উপস্থিত ছিলেন সিলেট- চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া প্রমুখ।
অল্প সময়ের সৌজন্য সাক্ষাৎতে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের কথাগুলো মনদিয়ে শোনেন। বিশেষ করে বিগত সিলেটের বন্যা সুনামগঞ্জে আমাদের মানবিক উপহার বিতরণ কার্যক্রমগুলো আইজিপি মহোদয়কে অবহিত করলে সুনামগঞ্জের সন্তান হিসেবে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে সংগঠনের সফলতা কামনা করেন।