প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মে ১, ২০২৩
সারাদিন ডেস্ক
আর দশজন সাধারণ শিক্ষার্থীদের মতো এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও দিদিহার গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাইমুনের (১৬) । তা আর হলো।
মর্মান্তিক দুর্ঘটনায় হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন সাইমুন। গরীব অসহায় বাবা-মা মেয়ের এই অবস্থায় পাগলপ্রায়। না পারছেন মেয়ের উন্নত চিকিৎসা করতে, না পারছেন নিজেদের স্বাভাবিক জীবন যাপন করতে।
পরীক্ষার তিন দিন পূর্বে অটোবাইক দুর্ঘটনায় আহত সাইমুন এখন ঢাকায় মোহম্মদপুরে আল-মানার হসপিটালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মেয়ের উন্নত চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করবেন সেই দুঃশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন মাটি কাটা শ্রমিক সাইদুল ইসলাম ।
এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কাান্তি বিশ্বাস বলেন, মানবিক বিভাগের মেধাাবী শিক্ষার্থী সাইমুনের বাইশারী পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
তার এ মর্মান্তিক দুর্ঘটনায় সহপাঠি, শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকার সবাই মর্মাহত। রাইটারের মাধ্যমে তার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও গুরুতর অসুস্থতার কারনে তা সম্ভব হয়নি। মেধাবী দরিদ্র এ শিক্ষার্থীর এখন সুচিকিৎসার প্রয়োজন। এদিকে মেয়ের উন্নত চিকিৎসার জন্য হতদরিদ্র দিনমজুর সাইদুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।