প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩
সারাদিন ডেস্ক
বরিশালের বানারীপাড়ায় পারিবারিক কলোহের জেরে হামলার ঘটনায় তিন জন আহত হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের হাফিজ সরদারের সাথে একই বাড়ির ফয়জুল সরদার গংদের সাথে ১ লা মে সন্ধ্যায় পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় হাফিজ সরদার বাদী হয়ে কাইয়ুম ( ৩০), লিপি বেগম(৫০), লাকি বেগম(২৬),লিমা বেগম(১৮) কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন প্রতিপক্ষরা কথার কাটাকাটির এক পর্যায়ে পরিকল্পিতভাবে জনতাবদ্ধ হয়ে লাঠি সোঠা নিয়ে হাফিজ সরদারের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কাজল বেগমের উপর হামলা চালায়। হামলায় আহত কাজল বেগমের ডাক চিৎকারে নারগিস বেগম,লাইজু বেগম ও আরজু এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে প্রতিপক্ষরা। উপস্থিত লোকজন ও অন্যান্য স্বাক্ষিদের সহায়তায় আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে কাজল বেগমের অবস্থা খারাপ হওয়ায় তাকে ভর্তি রেখে বাকি দের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়।
উল্লেখ্য প্রকৃত ঘটনাকে আড়াল করতে প্রতিপক্ষরা এস এস সি পরীক্ষার্থী গুরুত্বর আহত হবার নাটকের পায়তারা করতেছে। বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সুস্থ শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার নাম করে মিথ্যা মামলা সাজিয়ে বাদী পক্ষদের ফাসাতে চায় বলে বাদী হাফিজ সরদার জানায়।
তিনি আরো বলেন এলাকার কতিপয় খারাপ চিন্তা চেতনার মানুষ সত্য ঘটনাকে আড়াল করতে প্রতিপক্ষের পক্ষ অবলম্ভন করে তাদেরকে ফাঁসাতে চাচ্ছে।
অভিযোগের পর পরই বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।