প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৩
সারাদিন ডেস্ক
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ রোববার (৪ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানে ১৬ হাজার ৯৪১ পিস ইয়াবা, ১১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা, ১৫৭.৪ গ্রাম হেরোইন, ১৭০ বোতল ফেন্সিডিল, ৬ বোতল বিদেশি মদ, ৩০ লিটার দেশি মদ, ৩ হাজার পিস প্যানটাডল ট্যাবলেট ও ৩০টি ইনজেকশন জব্দ করা হয়েছে।