প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৩
সারাদিন ডেস্ক
১৫ দেশের রাজা তৃতীয় চার্লস, কিন্তু কত দিন
আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। এর মধ্য দিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসছেন তিনি। শুধু যুক্তরাজ্য নয়, সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা হচ্ছেন চার্লস। কিন্তু প্রশ্ন উঠেছে, কত দিন চার্লস এসব দেশের রাজা বা রাষ্ট্রপ্রধান থাকতে পারবেন? মায়ের মতো গ্রহণযোগ্যতা তাঁরও থাকবে নাকি একে একে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের আলংকারিক এই পদ ছাড়তে হবে একসময়ের ঔপনিবেশিক দেশটির রাজাকে? ৬ মে লন্ডনে যুক্তরাজ্যের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক। এর মধ্য দিয়ে চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালু, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন। সূত্র: প্রথম আলো
পুতিনের বাসভবনে ‘ড্রোন হামলা’
যুক্তরাষ্ট্রকে হোতা বলল ক্রেমলিন অস্বীকার হোয়াইট হাউসের
রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে কথিত ড্রোন হামলাকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে নতুন বিতণ্ডায় জড়িয়েছে ওয়াশিংটন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য তাঁর বাসভবনের ওপরে ড্রোন পাঠানো হয়েছিল দাবি করে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো। যুক্তরাষ্ট্র এ অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো রাশিয়াকে মিথ্যাচারের জন্য অভিযুক্ত করেছে। রাশিয়া গত বুধবার দাবি করে, আগের রাতে পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে দুটি ব্যর্থ ড্রোন হামলার ঘটনা ঘটে। রাডার দিয়ে চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। মস্কো প্রথমে ইউক্রেনের দিকে আঙুল তুললেও গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ ধরনের হামলার সিদ্ধান্ত কিয়েভে হয়নি, হয়েছে ওয়াশিংটনে। কিয়েভকে যা বলা হয়েছে, তারা কেবল সেটাই কার্যকর করেছে। বিষয়টি যে আমরা জানি, তা ওয়াশিংটনের স্পষ্টভাবে বোঝা উচিত।’ সুত্র: কালের কণ্ঠ
তুরস্কে রুশ প্রতিনিধিকে কিল-ঘুষি মারলেন ইউক্রেনের এমপি (ভিডিও)
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন চলাকালে রাশিয়ার প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া পতাকা কেড়ে নেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। খবর: নিউজউইক’র। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ওই অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। রাশিয়ার ওই ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে নেন। ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি তেড়ে গিয়ে রুশ ব্যক্তিকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন। কিয়েভ পোস্টের বিশেষ সংবাদদাতা জ্যাসন জে স্মার্ট তাঁর ভেরিফায়েড টুইটার একাউন্টে বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ লাখ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তা শেয়ার দিয়েছেন। সূত্র: সমকাল
পুতিন ‘হত্যা ছকে’ যুক্তরাষ্ট্র
ক্রেমলিনের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের
ক্রেমলিনে পুতিনকে হত্যার নীলনকশা বানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার মূলহোতা তারাই। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট পুতিনের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিনে ব্যর্থ ড্রোন হামলার পরদিন বৃহস্পতিবার এ অভিযোগ আনল মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিন বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে দুটো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ধরনের হামলার পরিকল্পনা কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’ রাশিয়ার এ দাবিকে ফুঁ মেরে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা মিথ্যা ও বানোয়াট। হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে এতে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। আমরা এ ঘটনায় জড়িত নই।’ হামলার পর থেকে মস্কোতে পুতিনের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ড্রোন হামলার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো রুশ টেলিভিশনে দেখানো হয়। হামলার পর থেকে মস্কোতে পুতিনের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।ক্রেমলিনে হামলার পরই কিয়েভজুড়ে বিস্ফোরণ : ক্রেমলিনে ড্রোন হামলার পরই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম। কিয়েভে অন্তত একটি বিস্ফোরণ হয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী। রয়টার্স। সূত্র: যুগান্তর
লাইসেন্স চাইতেই বাইকের চাকায় পিষিয়ে হত্যা!
ঘটনাটি ভারতের। দেশটির বিহার রাজ্যের বৈশালী জেলার হরিপ্রসাদ চকে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। জানা গেছে, হরিপ্রসাদ চকে রাস্তায় গাড়ি থামিয়ে লাইসেন্স দেখছিলেন পুলিশ সদস্যরা। সে সময় হেলমেটহীন দুই বাইক আরোহীকে দেখে হাত তুলে তাদের থামতে বলেন পুলিশের সহযোগী হোমগার্ডের এক সদস্য। কিন্তু বাইক না থামিয়ে গতি বাড়িয়ে সেই হোমগার্ড কর্মীকে পিষে দেন বাইকাররা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের সহযোগী ওই কর্মীর। এ ঘটনায় অভিযুক্ত ওই বাইক আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্ডিয়া টিভি নিউজের খবরে জানা যায়, জনদহ থানায় কর্মরত ছিলেন হোমগার্ড ব্রজেশ উপাধ্যায়। আরও কয়েকজনের সঙ্গে বৈশালীর হরিপ্রসাদ চকে ডিউটি করছিলেন তিনি। ওই এলাকা দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করছিলেন তারা। এ সময় ব্রজেশ দেখতে পান মুজাফফরপুরের দিক থেকে দুই বাইক আরোহী আসছেন। তাদের মাথায় হেলমেট নেই। তাই তাদের থামতে বলেন ব্রজেশ। কিন্তু পুলিশ দেখে বাইক থামানোর পরিবর্তে গতি আরও বাড়িয়ে দেন তারা। তীব্র গতিতে বাইক সোজা এসে ধাক্কা দেয় ব্রজেশকে। অভিঘাত এতই তীব্র ছিল যে, বেশ খানিকটা দূরে ছিটকে পড়েন ব্রজেশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সূত্র: বিডি প্রতিদিন
রাজধানীর আকাশে নিজেদের ড্রোন ধ্বংস করল ইউক্রেন
নিজস্ব একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। মধ্য কিয়েভের আকাশে মনুষ্যবিহীন যানটি (ইউএভি) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ ব্যবস্থা নেয়া হয়। খবর বিবিসি। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে একটি এলাকায় ড্রোনটিকে গুলি করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে যানটিকে বিস্ফোরিত হতে দেখা যায়। প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক প্রাথমিকভাবে বলেছিলেন, একটি শত্রু ড্রোনকে গুলিতে ভূপাতিত করা হয়েছে। তবে বিমান বাহিনী জানায়, ড্রোনটির মালিকানা ইউক্রেনের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ধ্বংস করা হয়েছিল। যানটি স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় নির্ধারিত উড়ানের সময় কিয়েভে নিয়ন্ত্রণ হারায়। বিবৃতিতে বলা হয়, রাজধানীর আকাশে ইউএভির অনিয়ন্ত্রিত উপস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে গুলি করার সিদ্ধান্ত নেয়া হয়। ড্রোনের পতন থেকে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। প্রযুক্তিগত ত্রুটির নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে বলে বিবৃতিতে বলা হয়। ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করার পরেঘটনাটি ঘটল। রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য হামলা করা হয়েছিল। যদিও তখন তিনি বাসভবনে ছিলেন না। সূত্র; বণিক বার্তা।
২০ হাজার বছরের পুরনো হার, ডিএনএ পরীক্ষায় বের হলো কে পরত এই হার
প্রত্নতাত্ত্বিক প্রমাণ ছড়িয়ে থাকা এক সাইবেরিয়ান গুহা থেকে বিজ্ঞানীরা এল্কের দাঁত থেকে বানানো একটি হার খুঁজে পেয়েছেন। খুবই সাবধানে মাটি খনন করে বের করে আনা এই হারটির বয়স ২০ হাজার বছর বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স-এর।বিজ্ঞানীরা জানিয়েছেন প্রাচীন যুগের ডিএনএ বের করার জন্য তারা এক নতুন পদ্ধতির আশ্রয় নিয়েছেন, যার মাধ্যমে তারা এই হারের মালিককে বের করতে পেরেছেন। রাশিয়ার আলতাই পর্বতমালার পাদদেশে সাইবেরিয়ার পূর্বাঞ্চলের কাছে বসবাস করা এক ‘শিকারী-সংগ্রহকারী’ গোত্রের সাথে সম্পর্কিত প্রস্তর যুগের এক নারীই জীবিতাবস্থায় এই হার পরেছিলেন। এই পদ্ধতির মাধ্যমে হাড় আর দাঁতের মতো পদার্থের ভেতর থেকে (ক্ষুদ্রাকার ফুটোযুক্ত এমন কঠিন পদার্থ যার ভেতর দিয়ে তরল বা বায়ু প্রবাহিত হতে পারে) স্কিন সেল, ঘাম এবং শরীর থেকে নির্গত অন্যান্য তরলে থাকা ডিএনএ আলাদা করা যায়। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।
শি-জেলেনস্কি ফোনালাপ, ইউক্রেইন যুদ্ধ অবসানের পথ কি খুলবে?
ইউক্রেইন যুদ্ধ শুরু পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ হলো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘দীর্ঘ এবং অর্থপূর্ণ’ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসণ শুরুর পর এই প্রথম শি-জেলেনস্কি যোগাযোগ হলো বলে জানায় বিবিসি।এক টুইটে জেলেনস্কি বলেন, ‘‘আমি বিশ্বাস করি এই ফোনালাপ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।’’ ফোনালাপে উভয় নেতা বেইজিং এ ইউক্রেইনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।চীনের পক্ষ থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তারা সবসময় ‘শান্তির পক্ষে দাঁড়িয়েছে’।গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের প্রথম কয়েকমাস এ বিষয়ে চুপচাপ থাকলেও সম্প্রতি চীন ইউক্রেইন যুদ্ধ অবসানে নানা উদ্যোগ নিচ্ছে।চীন বার বার বলে আসছে, ইউক্রেইন যুদ্ধে পশ্চিমাদের মত তারা একটি পক্ষকে বেছে নেয়নি। বরং নিরপেক্ষ অবস্থানে রয়েছে। সূত্র: বিডি নিউজ
ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করবে না রাশিয়া
ভারতের সঙ্গে রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য করবে না রাশিয়া। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রচেষ্টা স্থগিত করেছে দেশ দুটি।দীর্ঘ কয়েক মাস আলোচনার পর মস্কোকে তার কোষাগারে রুপি রাখতে রাজি করাতে ব্যর্থ হয় ভারত। যার কারণে এই প্রচেষ্টা স্থগিত করতে হয়।এই বিষয়ে অবগত ভারতীয় দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সিদ্ধান্তটি রাশিয়া থেকে কম দামে তেল এবং কয়লার ভারতীয় আমদানিকারকদের জন্য একটি বড় ধাক্কা হবে। বৈদেশিক মুদ্রা রূপান্তর খরচ কমাতে সাহায্য করতে ব্যবসায়ীরা রুপির স্থানীয় লেনদেন ব্যবস্থার অপেক্ষায় ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার পক্ষে উচ্চ বাণিজ্য ব্যবধানের কারণে মস্কোর বার্ষিক চার হাজার কোটি ডলারের বেশি রুপি উদ্বৃত্ত থাকবে। তাদের বিশ্বাস, বিপুল অংকের এই রুপি জমা হওয়া ‘কাঙ্ক্ষিত নয়’। সূত্র; বাংলানিউজ
এরদোয়ানের বিরোধী প্রার্থী সাবেক এই সরকারি কর্মকর্তার পরিচয় কী?
বিশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান এবারের নির্বাচনে বিরোধীদের দিক থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তুরস্কে ১৪ই মে-র প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির ছয়টি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে তাদের একক প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে বিরোধী নেতা কেমাল কুলুচদারুলু-কে।আর এই সাবেক সরকারি কর্মকর্তা মি. এরদোয়ানের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। ছয়-দলীয় বিরোধী জোটের সমর্থনপুষ্ট মি. কুলুচদারুলু বলছেন, তিনি জিতলে যে কোন মূল্যে তিনি তুরস্কে গণতন্ত্র ও মুক্তি আনবেন। সূত্র: বিবিসি বাংলা