প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৩
কুষ্টিয়া সংবাদদাতা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (সোমবার) ২৫ বৈশাখ (৮ মে) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজরিত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিনদিনের অনুষ্ঠানমালা। সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় হানিফ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়িসহ তাঁর সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যহত রয়েছে।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে সূচনা সঙ্গীত পরিবেশিত হয়।
এদিকে তিনদিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে।