প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৩
সারাদিন ডেস্ক
চিপস, কৃত্রিম পানীয়ের মতো অস্বাস্থ্যকর খাবার খায় ৫০% শিশু
ওরা যমজ ভাই। থাকে রংপুরে। বয়স প্রায় চার। ওদের বয়স যখন আরও কম ছিল, তখন থেকেই চিপস, চকলেট ও নানা ধরনের কৃত্রিম পানীয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। এখন অবস্থা এমন যে সকালবেলায় সাধারণ খাদ্যের বদলে অনেক সময় ওদের দিতে হয় এসব খাবার। শিশু দুটির মা বলছিলেন, তাঁর দুই সন্তানকে এসব খাবার থেকে কোনোভাবেই দূরে রাখতে পারছেন না। শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ তার জন্য প্রধান খাদ্য। ছয় মাস বয়স হওয়ার পর শিশুকে বাড়িতে তৈরি সুষম, পুষ্টিকর খাওয়ার দেওয়ার কথা বলেন পুষ্টিবিদ ও শিশুবিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২–এ দেখা যাচ্ছে, ৬ থেকে ২৩ মাস বয়সী দেশের প্রায় ৫০ শতাংশ শিশু কোমল পানীয়, অতিরিক্ত লবণ ও চিনিসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে।জরিপেই এসব খাবারকে অস্বাস্থ্যকর বলা হয়েছে। চিকিৎসাবিদ, পুষ্টিবিদ ও গবেষকদেরও মতামত তাই। তাঁদের কথা, পরিস্থিতিটি ভয়াবহ। কারণ, এসব অস্বাস্থ্যকর খাবার শিশুদের স্থূলকায় করে তোলে এবং নানা রোগের কারণ হয়। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২ প্রকাশিত হয় গত মাসে, অর্থাৎ এপ্রিলে। জরিপটি করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। জরিপে দেশের ৩০ হাজার ৩৭৫টি পরিবারের কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়। খাদ্য গ্রহণসংক্রান্ত তথ্য নেওয়া হয় ৬ থেকে ২৩ মাস বয়সী ২ হাজার ৫৭৮টি শিশুর।
জরিপে উঠে আসে, ৩২ শতাংশ শিশু তথ্য সংগ্রহের আগের দিন কোমল পানীয় পান করেছে। ৪৯ শতাংশ শিশু অতিরিক্ত চিনি ও লবণজাতীয় অস্বাস্থ্যকর খাবার খেয়েছে। সূত্র: প্রথম আলো
ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানে তুমুল বিক্ষোভ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে ইন্টারনেট ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দেশজুড়ে মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সমর্থকদের অবরোধের কারণে পুরো দেশই কার্যত অচল হয়ে পড়েছে। কোয়েটা শহরে পুলিশের গুলিতে ইমরানের এক সমর্থক নিহত হয়েছে। ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানে তুমুল বিক্ষোভইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী গোহার অভিযোগ করেন, গ্রেপ্তারের পর পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ককে নির্যাতন করা হয়েছে। তাঁর (ইমরান) মাথায় আঘাত করেন রেঞ্জারস সদস্যরা এবং তিনি পায়ে ব্যথা পেয়েছেন।
পাকিস্তানের গণমাধ্যম থেকে জানা যায়, ইমরানকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর সমর্থকরা রাস্তায় বের হয়ে এলে বেলুচিস্তানে ১৪৪ ধারা জারি করা হয়। প্রদেশটির কোয়েটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। ইমরান সমর্থকরা শহরের বিমানবন্দর অভিমুখী সড়ক অবরোধ করে। সেখানকার ক্যান্টনমেন্টের সামনে পিটিআইকর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা বলেছেন, পিটিআইয়ের জমায়েতে গুলি ছোড়া হয়েছে। দেশজুড়ে হতাহতের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। সূত্র: কালের কণ্ঠ
নাৎসিবিরোধী যুদ্ধজয়ের দিনে ভ্লাদিমির পুতিনের বক্তব্য
মাতৃভূমির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে
রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু হয়েছে’ এবং সেই যুদ্ধে জয় রুশ সেনাদেরই হাতে—এভাবেই নিজ দেশের সেনাদের উদ্দীপিত করার চেষ্টায় ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৮ বছর পূর্তিতে মস্কোর রেড স্কয়ারে গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সভ্যতা আজ আবার অবধারিত এক বাঁকে এসে দাঁড়িয়েছে। আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে।’ অবসরে থাকা বয়োজ্যেষ্ঠ সেনা ও ইউক্রেন অভিযানে অংশ নেওয়া একদল রুশ সেনার সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে পুতিন বিজয় কামনা করে সেনাবাহিনীর উদ্দেশে আরো বলেন, ‘আমাদের রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎ আপনাদের ওপরই নির্ভর করছে।’ প্রেসিডেন্ট পুতিন যেখানে রুশ সেনাদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, সেখানে রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগজিন উগরে দিয়েছেন ক্ষোভ। বর্তমানে ইউক্রেন যুদ্ধের কেন্দ্রে থাকা বাখমুত থেকে রুশ সেনাদের পিছু হটার অভিযোগ করে তিনি বলেন, ‘ফ্রন্ট ছেড়ে দিয়ে তারা সবাই পালিয়েছে।’ ৯ মের মধ্যে গোলাবারুদ না পেলে ওয়াগনার সেনারা বাখমুত ছেড়ে চলে যাবে—এমন হুমকি প্রিগজিন দিয়ে আসছেন আগে থেকেই। বেঁধে দেওয়া সেই সময়সীমার শেষ দিন গতকালও ওই হুমকির পুনরাবৃত্তি করেন ওয়াগনারপ্রধান। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করলেন পুতিন
বিশ্ব আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাশিয়ার বিরুদ্ধে আবারও ‘সত্যিকারের যুদ্ধ’ শুরু হয়েছে। মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ দেখতে চায়। গোটা দেশই এখন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর পেছনে রয়েছে উল্লেখ করে পুতিন এতে জয়লাভের অঙ্গীকার করেন এবং বলেন, ইউক্রেনে লড়াই করা সেনাদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ভাষণে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের সমতুল্য বলেও উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত যেমন নাৎসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখন সেভাবেই রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে। পুতিন তাঁর ভাষণে বলেন, রাশিয়া একটা ‘শান্তিপূর্ণ’ ভবিষ্যৎ চায় এবং ‘ঘৃণা ও রাশিয়াভীতি’র বীজ বপনের জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব এমনকি পারিবারিক মূল্যবোধও ধ্বংস করে দিচ্ছে।
মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজ এ বছর আগের তুলনায় কিছুটা ম্লান হলেও বেলারুস এবং মধ্য এশিয়ার কিছু দেশসহ সাবেক সোভিয়েত দেশগুলোর কিছু নেতা তাতে যোগ দেন। বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক জানান, এবারের কুচকাওয়াজে অংশ নেওয়া সৈন্যের সংখ্যা ছিল কম। গত বছর কুচকাওয়াজে অংশ নেয় ১১ হাজার সৈন্য, এবার সেই সংখ্যা ছিল ৮ হাজার। সূত্র: বিডি প্রতিদিন।
জরুরি কমিটির হাতে পিটিআই
ইমরান খানের অভিযোগ ‘ভিত্তিহীন’ : সেনাবাহিনী
পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার। তবু দলনেতা ছাড়াই পুরো পাকিস্তানে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছেন পিটিআই-এর নেতাকর্মী-সমর্থকরা। ইমরান খানের পূর্বনির্দেশনা অনুযায়ী চরম এ দুঃসময়ে দলের নেতৃত্ব দিচ্ছেন তারই তৈরি করে যাওয়া ‘জরুরি কমিটি’র ছয় সদস্য। এরপর কী হবে, সেই ঘোষণাও তারাই করবেন। কমিটিতে রয়েছেন পিটিআই নেতা সাইফুল্লাহ নিয়াজি, আজম স্বাতি, ইজাজ চৌধুরী, মুরাদ সাইদ, আলী আমিন ও কুরেশি। ডন।মঙ্গলবার ইমরান খানকে গ্রেফতারের পর ফুঁসে উঠেছে পাকিস্তান। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে পিটিআই কর্মীদের বিক্ষোভ। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ারসহ বিভিন্ন স্থানে এসব বিক্ষোভের খবর পাওয়া যায়। পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষও শুরু হয়েছে।পিটিআই কর্মীরা খাইবার পাখতুনখোয়া থেকে প্রাদেশিক পার্টির সভাপতি ড. মুহাম্মদ ইকবালের নেতৃত্বে লাকি মারওয়াত জেলার রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন। সমর্থকরা টায়ার জ্বালিয়ে সিন্ধু হাইওয়ে বন্ধ করে দেন। কোয়েটা ক্যান্টনম্যান্টের ক্যাম্পের বাইরেও জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। আসকারি চেকপোস্টের কাছে তাদের জড়ো হতে দেখা যায়। করাচিতে পিটিআই এমএনএ এবং এমপিএ-এর সদস্যরা রাস্তা অবরোধ করার পর শারা ফয়সালের দুটি লেন অবরুদ্ধ করে রেখেছে। পুরোনো সবজি মান্ডি, বেনারস চক ও আল-আসিফ স্কয়ারের কাছে প্রধান ইউনিভার্সিটি রোডেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। অন্যদিকে লাহোরে সিনেটর এজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআই সমর্থকরা লিবার্টি চকে জড়ো হয়েছে। ঘটনাস্থলে থাকা ডন ডটকমের প্রতিবেদক জানান, দলের কর্মীরা আকবর চক, পেকো রোড, মেইন ক্যানাল রোড এবং ফয়সাল টাউনও বন্ধ করে দিয়েছে। এ সময় বিক্ষোভকারীদের টায়ার জ্বালিয়ে জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পুলিশ করাচি এবং লাহোরে খান সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান থেকে পানি ছুড়ছে। করাচিতে নার্সারির কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তারা পাথর ছুড়ে পুলিশের গাড়িতে আগুন দেয়। রাস্তার বাতি ছিঁড়ে ফেলে এবং একটি বাস ভাঙচুর করে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে। রাওয়ালপিন্ডির মুরি রোডে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। এক বিবৃতিতে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি বলেন, গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং পার্টি প্রধানের দ্বারা গঠিত জরুরি কমিটির সদস্যদের একটি বৈঠক ডাকা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন করে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সূত্র: যুগান্তর।
মেসির সৌদিযাত্রা: কোনটা সত্য, কোনটা মিথ্যা
লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তাকে রেকর্ড ৪০০ মিলিয়ন ডলার বেতন দেবে। সংবাদ মাধ্যম এএফপি এমনটিই জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। আগামী মৌসুমে লিও সৌদি লিগে খেলবেন। এদিকে কাতালোনিয়া রেডিও জানাচ্ছে, মেসিকে আনার জন্য লা লিগার সঙ্গে যে আলোচনা করেছে বার্সা, সেটা ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে লিগপ্রধান তেবাস সবুজ সংকেত দিয়েছেন। আর তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পেয়ে অর্থ জোগানে নেমেছে কাতালানরা।মেসির দলবদল নিয়ে স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো জানাচ্ছে, মেসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর প্রথম পছন্দ বার্সায় ফিরে আসা। আমি বলব, এমন সম্ভাবনা প্রায় ৮০ ভাগ। দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি। আমি যত দূর জেনেছি, চূড়ান্ত সিদ্ধান্ত তিনি একেবারে মৌসুমের শেষ দিকে নেবেন। তবে আল হিলাল জোর চেষ্টা চালাচ্ছে আর বার্সাও তাদের আর্থিক অসঙ্গতি দূর করে মেসিকে নিতে চাইছে। সূত্র: সমকাল
পুতিনের ভাষ্য ‘সন্ধিক্ষণে’ বিশ্ব
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৯ মার্চ নাৎসি জার্মানিকে পরাজিত করে সোভিয়েত ইউনিয়ন। এ দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। প্রতিবারের মতো এবারও মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে আয়োজন করা হয় বিজয় দিবস প্যারেড। এতে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের বিজয় দিবসের প্যারেডে নিরাপত্তাজনিত সংক্ষিপ্ততা থাকলেও বিপুল সেনা সমাবেশ এবং আন্তঃমহাদেশীয় পারমাণবিক অস্ত্রসহ, ট্যাংক, সাঁজোয়া যানের সমারোহ ঘটায় মস্কো। রেড স্কয়ারে জাতির উদ্দেশে পুতিন বলেন, ‘বিশ্ব আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাশিয়ার বিরুদ্ধে আবারও “সত্যিকারের যুদ্ধ” শুরু হয়েছে।’
তিনি দৃঢ়কণ্ঠে বিশ্বায়নবাদী পশ্চিমাদের সমালোচনা করেন এই ভাষণে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পুতিন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চান তাদের ইচ্ছা, শাসনব্যবস্থা অন্যের ওপর চাপিয়ে দিতে। তিনি পশ্চিমাদের হুঁশিয়ার করে বলেন, ‘তারা (পশ্চিম) হয়তো ভুলে গেছে নাৎসিদের পরিণতির কথা। তাদের হয়তো মনে নেই যে কারা সেই দানবদের পরাজিত করেছিল।’ সূত্র: দেশ রুপান্তর
বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক পুনরুদ্ধার
চীনের আমদানি ও রফতানি খাতে শ্লথগতি
নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আন্তঃসীমান্ত সংযোগ খুলে দিয়েছে চীন। মহামারীতে যে ক্ষতি হয়েছে তা পূরণে কাজ করছে দেশটি। তার পরও এপ্রিলে দেশটির আমদানি ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। অন্যদিকে রফতানিও বেড়েছে শ্লথগতিতে। মূলত অভ্যন্তরীণ পর্যায়ে চাহিদা কমে যাওয়ার বিষয়টিই এখানে প্রতিফলিত হচ্ছে। খবর রয়টার্স।চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি দ্রুতগতিতে বেড়েছে। মূলত নাগরিক পর্যায়ে বিভিন্ন পরিষেবা গ্রহণের হার বাড়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা গেছে। কিন্তু দেশটির শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি বর্তমানে যে ট্রেড নাম্বার রয়েছে সেটি কভিড-১৯-পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে আরো লম্বা সময়ের ইঙ্গিত দিচ্ছে। দেশটির কাস্টমস বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে অভ্যন্তরীণ শিপমেন্ট আগের বছরের এপ্রিলের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। যেখানে এক মাস আগে এর হার ছিল ১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে রফতানি ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মার্চে যার হার ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। যেখানে রয়টার্সের এক ভোটে যুক্ত হয়ে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, আমদানিতে জাপানের কোনো প্রবৃদ্ধি হবে না এবং রফতানি ৮ শতাংশ বাড়বে। সূত্র: বণিক বার্তা।
ইমরান খানের গ্রেফতারে অগ্নিগর্ভ পাকিস্তান, ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও বিদ্যুৎ সংকটসহ নানা খবর
দৈনিক সংবাদ পত্রিকার প্রধান খবর “বন্ধের পথে পায়রা: বিদ্যুৎ উৎপাদনে বড় সংকটের আশঙ্কা”। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ডলার সংকটে আমদানি করা কয়লার বকেয়া পরিশোধ করতে পারছে না দেশের সবচেয়ে বড় কয়লা-ভিত্তিক বিদ্যুতকেন্দ্র পায়রা।মজুদ কয়লা দিয়ে এ মাসের মাঝামাঝি পর্যন্ত চালানো যাবে বিদ্যুৎ কেন্দ্রটি। এর মধ্যে কয়লা আনা না গেলে জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ উৎপাদন।বিদ্যুৎ উৎপাদন নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে, “A third of power capacity unutilised”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ মৃদু ও মাঝারি তাপপ্রবাহ সহ্য করে গেলেও দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা রয়েছে, সেটির প্রায় এক-তৃতীয়াংশ অব্যবহৃত থেকে যাচ্ছে। উদাহরণস্বরূপ, ৮ই মে, ৭১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকট এবং রক্ষণাবেক্ষণের অভাবসহ নানা কারণে ব্যবহার করা হয়নি, বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির তথ্যে এমনটা দেখা গিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
গদিচ্যুতি, গুলির পর গ্রেপ্তার ইমরান
গদি হারানোর ভয় শাহবাজের : অশোক সোয়াইন
গদিচ্যুতির সাত মাসের মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। গুপ্তহত্যা চেষ্টার সাত মাসের মাথায় হলেন গ্রেপ্তার। তবে ইমরান খান একটু একটু করে আরও বেশি ‘ভয়ঙ্কর জনপ্রিয়’ নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। তার কাছে হেরে যাওয়ার ভয়েই তথা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার লোভে ইতোমধ্যে অজনপ্রিয় শাহবাজ শরিফ সরকার কয়েক দফা ব্যর্থ চেষ্টার পর অবশেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে গতকাল গ্রেপ্তার করেছে। আমাদের সময়কে ইমেইলে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতীয় বংশোদ্ভূত সুইডিশ রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. অশোক সোয়াইন এমন মন্তব্য করেছেন।পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক দুর্নীতির একটি মামলায় পিটিআই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের সময় তার ওপর শারীরিক পীড়ন ও লাঞ্ছনার অভিযোগ তুলেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। দলটির ডাকে এরই মধ্যে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু বিক্ষোভ বড় হতে না দেওয়ার জন্য এরই মধ্যে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে সরকার। যদিও পেশোয়ারে সেনা সদর দপ্তরের সামনে বিশাল ভিড় জমিয়েছে ইমরানের সমর্থকরা। গত রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভে অন্তত পাঁচ নিরাপত্তাকর্মী জখম ও ৪৩ বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। ২২ গজের মাঠে যেমন গর্জে উঠতেন, ২২তম প্রধানমন্ত্রী হিসেবেও সেরকমই পাকিস্তানের অধিনায়কত্ব করছিলেন ইমরান খান। কিন্তু দেশটির ইতিহাসে প্রথম নেতা হিসেবে অনাস্থা ভোটে হেরে ২০২২ সালের ১০ এপ্রিল গদিচ্যুত হন তিনি। শাসনের শেষ ওভারের বেশ আগেই তার এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল বলে তিনি একাধিকবার জোরালো কণ্ঠ শুনিয়েছেন। ২০২২ সালের ৩ নভেম্বর এক রাজনৈতিক প্রচারসভায় তিনি বন্দুক হামলার শিকার হন, পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ৯ মে তাকে গ্রেপ্তার করা হয়েছে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায়। সূত্র:দৈনিক আমাদের সময়
যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায়
নিউ ইয়র্কের এক ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ১৯৯০ এর দশকে লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ম্যানহটন ফেডারেল আদালতের জুরিরা মঙ্গলবার এই রায়ে বলেছেন, অভিযোগকারী ক্যারলকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার মানহানিও করেছেন ট্রাম্প। এসব অপরাধে ক্যারলকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছে আদালত।রায়ের পর এক বিবৃতিতে ক্যারল (৭৯) বলেছেন, “বিশ্ব আজ চূড়ান্তভাবে সত্যটা জানতে পারল। এই জয় শুধু আমার না, তাদের বিশ্বাস করা হয়নি বলে দুর্ভোগ পোহানো প্রত্যেকটি নারীর।”যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ফের হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রচারণারত ট্রাম্প (৭৬) এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জোসেফ টাকোপিনা সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র: বিডি নিউজ