প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্রিন গাউন অ্যাওয়ার্ড ২০২৩-এর ১১টি বিভাগের মধ্যে চারটি বিভাগের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে।
এআইইউবি ২০২২-এ ২টি ভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছিল। ২০২৩ সালে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ২০৩০ ক্লাইমেট এ্যাকশন, বেনিফিটিং সোসাইটি, ক্রিয়েটিং ইমপ্যাক্ট, নেক্সট জেনারেশন লার্নিং এ্যান্ড স্কিল্স এই চারটি বিভাগে এআইইউবি চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে।
ইন্টারন্যাশনাল গ্রিন গাউন অ্যাওয়ার্ড সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় বা কলেজে সমূহের জন্য উন্মুক্ত।
জাতিসংঘের বৈশ্বিক লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক গ্রিন গাউন অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের উদ্যোগ সমূহকে স্বীকৃতি দিয়ে আসছে।
বিজয়ীদের নামের তালিকা আগামী ১৭ই জুলাই ২০২৩ তারিখে টেকসই উন্নয়ন সম্পর্কিত জাতিসংঘের উচ্চ ফোরামে ঘোষণা করা হবে। এবারের চূড়ান্ত পর্বে বিশ্বের ২৫টি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজসমুহ বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে।