প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
এমআরপি নীতিমালা বাস্তবায়নে সবার প্রচেষ্টায় সফলতা আসবেই-বলে জানিয়েছেন-এমআরপি ও অনলাইন নীতিমালা স্থায়ী কমিটি‘র সদস্য সচিব ও বিসিএস এর সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া।
তিনি বলেন, বিসিএস ২০১৮ সালে এমআরপি নীতিমালা প্রণয়ন করে। ২০২২ এ আমরা দায়িত্ব গ্রহণ করার পর এমআরপি নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালনাগাদ করি। এই নীতিমালা আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছেও হস্তান্তর করি।
বুধবার (১০মে) বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং নেতৃস্থানীয় অনলাইন প্রযুক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিসিএস ইনোভেশন সেন্টারে সন্ধ্যা ৭টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে তিনি এসব কথা বলেন।
তার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়াসহ স্বনামধন্য অনলাইন প্রযুক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অনলাইনে এমআরপি বাস্তবায়নের পক্ষে প্রতিটি ব্যবসায়ীরা একযোগে সম্মতি প্রদান করেন। ডিস্ট্রি্বিউটরদের সহযোগিতা পেলে এমআরপি নীতিমালা সকলের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন প্রযুক্তি ব্যবসায়ীরা।
সভায় অনলাইনে এমআরপি নীতিমালা অনুসরণের বিষয়ে প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত, পরামর্শ এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এমআরপি অনলাইন নীতিমালা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার পাশাপাশি প্রযুক্তি পণ্য পরিবেশকদের এমআরপি স্টিকার প্রণয়ন, অনলাইনে এমআরপি মূল্য ঘোষণা এবং স্ব স্ব পণ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে বিসিএস এমআরপি নীতিমালা অনুসারে বাজার তদারকি এবং বিসিএস এর নিয়োগকৃত কর্মকর্তাদের সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা গেলে এমআরপি নীতিমালা বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র বলে উল্লেখ করেন বিসিএস সহ-সভাপতি রাশেদ আলী ভূইয়া।
বিসিএস মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া বলেন, বিসিএস এমআরপি নীতিমালা সর্বস্তরে বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। ডলারের মূল্যের উচ্চগতি, পরিবর্তনশীল মূল্য এবং সার্বিক পরিস্থিতির কারণে আমাদের কিছুটা সময় লেগেছে সত্য তবে এমআরপি নীতিমালা বাস্তবায়নের ব্যবসায়ী এবং ক্রেতারা শিগগিরই সুফল ভোগ করবেন। ‘একতাই শক্তি’ এই নীতিতে এমআরপি নীতিমালা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করে যাবো বলে এই সভায় আগত সবাই দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে ডিস্ট্রিবিউটরদের সুদৃষ্টি কামনা করেছেন অনলাইন প্রযুক্তি ব্যবসায়ীরা। ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের আগত প্রতিনিধিরা প্রযুক্তি ব্যবসায়ীদের সঙ্গে থাকবেন বলে মন্তব্য ব্যক্ত করেন।