প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
বিনোদন ডেস্ক
টানা এক দশকের বেশি সময়ে না খেয়ে রাত কাটিয়েছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মনোজ বাজপেয়ী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেখতে দেখতে ১৪ বছর রাতে কিছু না খেয়েই থাকেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। স্বাস্থ্যের জন্যই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আজও নিজেকে ভালো রাখতে সেই নিয়ম মেনে চলছেন!
মনোজ বাজপেয়ী কেন নৈশভোজ খাওয়া ছেড়ে দিয়েছেন, তা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। কেন তিনি গত ১৪ বছর ধরে রাতে কিছু খান না। অভিনেতা জানালেন তার দাদুর থেকে তিনি এটা শিখেছেন তিনিও একই জিনিস করতেন।
মনোজ বাজপেয়ী বলেন, “১৩-১৪ বছর হয়ে গেল যে আমি ডিনার করি না। আমার দাদু খুব রোগা ছিলেন। কিন্তু হলে কী হবে উনি ভীষণ সুস্থ থাকতেন, খুব ফিট ছিলেন। ওর থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছিলাম। আমি তখনই ঠিক করে নেই, আমার দাদু যা যা খেতেন আমিও তাই তাই খাব। তারপর আমি যখন তাকে দেখা দেখি রাতে খাওয়া ছেড়ে দিলাম আমার ওজন কমতে শুরু করল। একই সাথে এনার্জি যেন অনেক বেড়ে গেল। নিজেকে স্বাস্থ্যবান বলে মনে হতে থাকে। একবার যখন এটা দেখলাম কাজ করছে, তখন সেই থেকেই এটা মেনে চলি।”
ভারতীয় এই অভিনেতা আরও বলেন, “আমি কখনও ১২ ঘণ্টা না খেয়ে থাকি, কখনও ১৪ ঘণ্টা। রাতের খাবার খাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিতে থাকি। দুপুরের খাবার পর আমার রান্নাঘরে আর কোনও কাজ হয় না। কেবল আমার মেয়ে হোস্টেল থেকে ফিরলে তখন নিয়মের কিছু বদল হয়।”
সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম প্রথম খুব কষ্ট হতো। তাই খিদে কমানোর জন্য তিনি তখন প্রচুর পরিমাণে পানি খেতেন, সাথে কিছু বিস্কুট খেতেন।
সারাদিন/১১ মে/এমবি