প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
সারাদিন ডেস্ক
সীমান্তে আশা-নিরাশার দিবারাত্রি
যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন আইন ‘টাইটেল ফর্টি টু’র মেয়াদ শেষ হয়েছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে করা আইনটি তিন বছরের বেশি চালু থাকার পর অভিবাসন নীতিতে নাটকীয় একটা বদল ঘটতে চলেছে। বহুল সমালোচিত এ আইন উঠে যাওয়ায় ইতিমধ্যে আমেরিকা-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঢল নেমেছে। আমেরিকার দক্ষিণ সীমান্তে কড়া রোদের মধ্যে শুকনো বালুর বিরানভূমিতে এখনই শত শত মানুষ অপেক্ষায় প্রহর গুনছেন।
সীমান্তে কর্মকর্তারা বলছেন, তাদের প্রতিদিন ১০ হাজার করে অভিবাসীর ঢল নামবে সীমান্তে। তবে তারা এও বলেছেন, আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়া মানেই সীমান্ত খুলে দেওয়া নয়। এ কারণে সীমান্তে অপেক্ষারতরা আশা-নিরাশার দিনরাত্রি পার করছেন বলে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, গত মঙ্গলবারই প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে, কিছু সময়ের জন্য সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ মেক্সিকো থেকে আমেরিকায় ঢোকার জন্য বহু মানুষের অপেক্ষা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। অভিবাসন কর্মীরা দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চালু হওয়া এ আইনের কড়া সমালোচনা করেছেন এবং কিছু কিছু ডেমোক্র্যাট সদস্য বলেছেন, এ নীতির কারণে বহু আশ্রয়প্রার্থী আমেরিকায় ঢুকতে পারছেন না। সূত্র: দেশ রুপান্তর
কর্ণাটকে ‘মোদি ম্যাজিক’ কাজে লাগছে না
বাকি দিনটা কেমন যাবে, তা যদি সকাল দেখেই বোঝা যায়, তাহলে বলতে হয় আজ শনিবারের সকালটা কংগ্রেসের জন্য অন্য রকম বার্তা নিয়ে এসেছে। বিজেপিকে হারিয়ে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে সরকার গড়তে যাচ্ছে দলটি। বিধানসভায় পেতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা।কর্ণাটক বিধানসভায় মোট আসন ২২৪। সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কংগ্রেস এগিয়ে ১১৮ আসনে।
বিজেপি এগিয়ে আছে ৭৯টি আসনে। আর ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ২৪টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা পাঁচটি আসনে এগিয়ে আছে। রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ১১৩টি আসন।কর্ণাটকের বেঙ্গালুরুতে গত বুধবার ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা রাজ্যের ৩৬টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে, বিজেপির আটজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ভোটের লড়াইয়ে পিছিয়ে রয়েছেন। একমাত্র উপকূলবর্তী এলাকায় বিজেপি দখল ধরে রাখতে পেরেছে। রাজ্যের অন্যত্র দলটির মুঠো আলগা হয়ে গেছে। বিশেষ করে রাজধানী বেঙ্গালুরু ও শহরাঞ্চলে বিজেপি পিছিয়ে রয়েছে। কর্ণাটকের দক্ষিণাঞ্চলে ওল্ড মাইসুরু (মহীশূর) এলাকায় ভোটের ফল অনেককেই অবাক করেছে। এখানকার ৬৪টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে আছে ৩৫টিতে। অথচ একসময় এসব আসনে জেডিএসের প্রভাব ছিল প্রশ্নাতীত। এবারের নির্বাচনে এই ৬৪ আসনের মধ্যে বিজেপি ১১টিতে এগিয়ে রয়েছে। পাঁচ বছর আগেও এখানে বিজেপির অবস্থান ছিল না বললেই চলে। সূত্র: প্রথম আলো
বাখমুত দখলে লড়াই জোরদার
ইউক্রেনের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার দাবি করল মস্কো
পূর্ব ইউক্রেনের কৌশলগত বাখমুত শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। এর আগে ইউক্রেনের দিক থেকে দাবি করা হয়, তারা বাখমুতের কিছু এলাকা আবার দখলে নিতে সক্ষম হয়েছে। রাশিয়া বলেছে, তাদের সেনারা বাখমুত শহরের কাছে ৯৫ কিলোমিটার সম্মুখরেখা বরাবর ইউক্রেনের আক্রমণ রুখে দিয়েছে।ইউক্রেনের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার দাবি করল মস্কোবৃহস্পতিবার রণাঙ্গনের অনেক সাংবাদিক ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর খবর দিয়েছিলেন। এর পরদিন গতকাল কিয়েভ জানায়, বাখমুতের কাছে সম্মুখরেখা বরাবর দুই কিলোমিটারজুড়ে দখল প্রতিষ্ঠা করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বাখমুতে রুশদের দখলে থাকা এলাকা পুনর্দখলের দাবি করেন। সম্প্রতি তিনি বসন্তের শুরুতেই মস্কোর বিরুদ্ধে পাল্টা আক্রমণের কথা জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবারই তিনি বলেন, এতে কিছুটা সময় লাগবে। নতুন এলাকা দখলের কথা জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, শত্রুপক্ষ ব্যাপক মাত্রায় সেনা হারিয়েছে। এ সপ্তাহে ইউক্রেন একটি অবস্থানও হারায়নি। সূত্র: কালের কণ্ঠ
৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন। খবরে বলা হয়েছে, শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। নিহত কমান্ডারের আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। সূত্র: যুগান্তর
রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্যবিষয়ক চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাকেইন। ১৮ মে এ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিশ্বকে খাদ্যের জোগান দেওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। সিন্ডি বলেন, ‘চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। তবে তার এ শঙ্কার মধ্যেই ইতিবাচক খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। গতকাল সংস্থাটি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শস্য চুক্তির মেয়াদ ১৮ মে শেষ হওয়ার কথা থাকলেও তা আরেক দফায় চুক্তিটির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে। মেয়াদ বাড়ানোর ঘোষণাটি দিতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত বছরের জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় এ শস্য চুক্তি স্বাক্ষর হয়েছিল। শুরুতে ১২০ দিনের জন্য চুক্তিটি সই হয়। পরে কয়েক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।
চিপের মূল্য নিয়ে প্রতিযোগিতা
কমতে পারে ফাইভজি স্মার্টফোনের দাম
কভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে গ্রাহক পর্যায়ে কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্যের চাহিদা অনেক কমেছে। এ কারণে চিপ উৎপাদনকারী কোম্পানিগুলোও বাজার ধরতে সেমিকন্ডাক্টরের দাম কমানোর প্রতিযোগিতায় রয়েছে। ফলে ভারতের বাজারে স্মার্টফোন ক্রেতারা সুবিধা পেতে পারে। বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে ফাইভজি ডিভাইসের দাম ১০ হাজার রুপির নিচে নেমে আসতে পারে। খবর ইটি টেলিকম। তাইওয়ানের মিডিয়াটেক ও যুক্তরাষ্ট্রের কোয়ালকমের মধ্যে এ দ্বৈরথ চলমান। স্বাধীন সেমিকন্ডাক্টর বিশ্লেষক শ্রাবণ কুন্দোজ্জলা বলেন, ‘চিপ উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর ধারণা বর্তমানে গ্রাহক থেকে প্রযুক্তি কোম্পানিগুলোর চাহিদায় যে মন্দা ভাব রয়েছে, সেপ্টেম্বরের পর তা স্বাভাবিক হবে। যে কারণে চীনের অরিজিনাল ইকুইপমেন্ট মেকাররা মিডরেঞ্জে আরো একাধিক চিপ বাজারজাত করবে।’তিনি জানান, সরবরাহ চেইনে যে সংকট চলমান সেটি স্বাভাবিক হলে চিপসেট উৎপাদনকারীরা পণ্যের দাম কমাতে পারবে ও তা বাজার হিস্যা বাড়াতে সহায়তা করবে। সূত্র: বণিক বার্তা।
এখনও ৩০০ কোটি মানুষ ব্যবহার করেন ফেসবুক, কিন্তু তরুণরা ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্মটি
ফেসবুক বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এটি এখনো নিষ্প্রাণ হয়ে যায়নি। একইসঙ্গে এটির দাবি, কেবল ‘বুড়ো মানুষেরা’ই ফেসবুক ব্যবহার করছেন না। যদিও কয়েক বছর ধরে ফেসবুককে বুড়োদের প্ল্যাটফর্ম হিসেবেই দেখছে হালের তরুণ প্রজন্ম।বর্তমানে ফেসবুককে টিকটকের সঙ্গেও পাল্লা দিতে হচ্ছে। আর তরুণ ব্যবহারকারীরাও ক্রমশ ফেসবুক ছেড়ে চলে যাচ্ছেন। ডেভিন ওয়ালশ এরকম একজন তরুণী। ‘শেষবার কবে ফেসবুকে লগইন করেছি, সেটাও মনে নেই আমার। খুব সম্ভবত কয়েক বছর আগে,’ বলেন ম্যানহাটনের ২৪ বছর বয়সী এ জনযোগাযোগ কর্মী।তার বদলে তিনি এখন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ব্যবহার করেন। দিনে পাঁচ-থেকে ছয়বার ইনস্টাগ্রামে প্রবেশ করেন তিনি। আর দৈনিক ঘণ্টাখানেক টিকটকে স্ক্রল করে কেটে যায় তার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ।
পাকিস্তানে ২ সেনা সদস্যসহ নিহত ৪
পাকিস্তানের বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) ক্যাম্পে হামলায় দুই সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, ‘একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শুক্রবার (১২ মে) পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) ডন পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনার সময় প্রচুর ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে দুই সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়।গত বছরের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) পাকিস্তানের সাথে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের পুলিশকে লক্ষ্য করে আক্রমণ তীব্র করেছে। সূত্র: চ্যানেল আই অনলাইন।
যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধ বিমান কি ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে
নিচে থেকে ইউক্রেনের নির্দেশনাটা ছিল পরিষ্কার – রাশিয়ান এসইউ-৩৫ যুদ্ধবিমান তাদের সিলকা এয়াক্র্যাফটের দিকে মিসাইল ছুঁড়েছে। পাইলট জানে যে জীবন বাঁচাতে তার এখন এই মিশন পরিত্যাগ করা ছাড়া উপায় নেই।ইউক্রেনের পাইলট যার সাংকেতিক নাম ‘সিল্ক’ তার মিগ-২৯ বিমানটি দ্রুত নিচের দিকে নামিয়ে আনেন। এটা এতটাই নিচ দিয়ে উড়তে থাকে যে গাছের উপরটা পরিষ্কার দেখা যায়। সোভিয়েত আমলে পুরনো এই বিমানে যখন সর্বোচ্চ গতিবেগ তোলা হয় তখন বিমানটি কাঁপতে থাকে।সিল্ক বিভিন্ন টাওয়ার ও পাহাড় টপকে উড়ে চলে যায়, এই জায়গাগুলি সে আগেই মানচিত্রে দেখে রেখেছিল যাতে জরুরী প্রস্থান করা যায়। “মাটি থেকে সামান্য উচ্চতায় উড়াটা সবচেয়ে কঠিন, সর্বোচ্চ মনোযোগ রাখতে হয়। আর যেহেতু খুব নিচ দিয়ে চলে তাই হঠাৎ নিরাপদে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় ও স্থান কোনটাই পাওয়া যায় না।”—বলেন সিল্ক। সূত্র: বিবিসি বাংলা।
কী এই রহস্যজনক বস্তু
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহর এলাকার একটি বাড়ির ছাদে একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে। ধাতব বস্তুটি উল্কাপি- হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো। সূত্র: দৈনিক আমাদের সময়