প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
“বাইক হবে তার, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার” ক্যাম্পেইনের মোটরবাইক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিকাশ। এছাড়াও, দুই পর্বের ক্যাম্পেইনে মোট ১,২০০ গ্রাহক জিতে নেন ক্যাশব্যাক, কুপনসহ বিভিন্ন পুরস্কার।
আজ রবিবার (২৮মে) বিকাশের প্রধান কার্যালয়ে মোটরবাইক বিজয়ীর হাতে প্রতিকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী।
বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা মোবাইল রিচার্জে গ্রাহকদের আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কারণে ২৩-২৯ মে, ২০২৩ পর্যন্ত তৃতীয়বারের মত ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। এবারও বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জে বাইকসহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।