প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
বিনোদন ডেস্ক
কলকাতা থেকে বাংলা সংগীতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। কলকাতায় অনুষ্ঠিত ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড পান তিনি।
অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা নিয়েই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার। তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাপ্পা মজুমদার।
সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য, আমি ২০তম টেলিসিনে এওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি। গতকাল (৪ জুন) কলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
বাপ্পা মজুমদার আরও লিখেছেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।
সারাদিন/০৫ জুন/এমবি