Print

সারাদিন

বৃক্ষরোপণে জাতীয় পদক পেল ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশন

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

‘বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পদক ২০২১’ পেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।

বৃক্ষরোপণ আন্দোলনকে একটি চলমান স্থায়ী এবং স্বতঃস্ফূর্ত কার্যক্রমে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণে বিশেষ কৃতিত্বের জন্য মোট ০৭ টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পদক ২০২১ প্রদান করা হয়।

সোমবার (৫জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, এমপি।

উক্ত পুরস্কারের ‘ঙ’ ক্যাটাগরিতে বাড়ির ছাদে বাগান সৃজনের জন্য ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন প্রথম হয়। ডিভিশনের ছাদে দৃষ্টি নন্দন বাগানটিতে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, সবজি, ভেষজ উদ্ভিদ এবং বিলুপ্তপ্রায় ও দুস্প্রাপ্য প্রায় ৪০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।

ডিভিশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন।

Nagad
Nagad