প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ম্যাচটা রূপ নেয় নকআউটে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটিশদের ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। এর আগে শ্রীলংকা পায় ভারত আসরের টিকিট।
বৃহস্পতিবার (৬জুলাই) শুধু বিশ্বকাপ নিশ্চিত করা নয়, ইতিহাসও লিখে ফেললো নেদারল্যান্ডস। ২০২৩ বিশ্বকাপে আইসিসির একমাত্র সহযোগী সদস্য হিসেবে খেলবে ডাচরা। শেষবার তারা ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ২০১১ সালে। কাকতালীয়ভাবে সে আসরও ছিল ভারতে।
২৭৮ তাড়া করতে নেমে ৪৩ বল বাকি থাকতে ৪ উইকেটের জয়। পুরো কৃতিত্বই বেস ডি লিডের। ৫২ রানে ৫ উইকেট নেওয়ার পর ৯২ বলে ১২৩ রানের ইনিংস। কী অতিমানবীয় পারফরম্যান্সই না দেখালেন এই অলরাউন্ডার!
সুপার সিক্স পর্ব শেষে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড উভয় দলের পয়েন্ট সমান ৬ হলেও নেট রানরেট ডাচদেরই বেশি। তাদের শূন্য দশমিক ১৬০, স্কটল্যান্ডের শূন্য দশমিক ১০২।
বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নেয়। ‘এ’ গ্রুপ থেকে তিনটি ও ‘বি’ গ্রুপ থেকে তিনটি দল ওঠে সুপার সিক্স পর্বে। সেখান থেকে শ্রীলংকা ও নেদারল্যান্ডস পেল বিশ্বকাপের টিকিট। বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
বিশ্বকাপের ১০ দল—বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। ৭ অক্টোবর প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।