প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৩
সারাদিন ডেস্ক
সুইডেনকে দ্রুত ন্যাটোতে চান বাইডেন, জানালেন এরদোয়ানকে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন আশা প্রকাশ করেন, ‘যত দ্রুত সম্ভব’ তিনি সুইডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চান। সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে আটকে রয়েছে। কেননা, ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্যদেশের সম্মতির প্রয়োজন হয়।এ পরিস্থিতিতে সামরিক জোটটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বললেন বাইডেন। দুই নেতার ফোনালাপের বিষয়টি গতকাল রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মধ্য দিয়ে তুরস্কের চাওয়া পূরণে উদ্যোগ নিয়েছে স্টকহোম। কিন্তু সুইডেনে এখনো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সমর্থকেরা বিক্ষোভ করছেন। এ কারণে স্কটহোমের এসব উদ্যোগ ফলপ্রসূ হচ্ছে না। ফোনালাপে বিষয়টি বাইডেনকে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সূত্র: প্রথম আলো
সেরা ধনী : বাংলাদেশের জিডিপির অর্ধেক আছে যার
ইউক্রেনে ক্লাস্টারবোমা সরবরাহ
অস্বস্তিতে যুক্তরাষ্ট্রের মিত্ররা
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বা গুচ্ছবোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ অস্বস্তি প্রকাশ করেছে। যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও স্পেন প্রকাশ্যে বাইডেন সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত শুক্রবার ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টারবোমা দেওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে অনেক ভাবনা-চিন্তার পর নেওয়া ‘কঠিন সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসার কারণেই তা করা হয়েছে।ক্লাস্টারবোমার গুচ্ছে যেসব বোমা থাকে অনেক সময় তার সব বিস্ফোরিত হয় না। সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকে। সূত্র: কালের কণ্ঠ
শ্রীলংকায় ভয়াবহ হয়ে উঠেছে খাদ্য সংকট
কাঁঠাল খেয়ে বেঁচে আছে লাখ লাখ মানুষ
শ্রীলংকায় ভয়াবহ হয়ে উঠেছে খাদ্য সংকট। একসময় ফল হিসাবে সবচেয়ে অবজ্ঞা করা হতো যে কাঁঠালকে সেটাই এখন প্রাণ রক্ষাকারী আহার। শ্রীলংকার নিম্নমধ্যবিত্ত মানুষের তিন বেলার আহার। দ্বীপরাষ্ট্রটিতে কাঁঠাল গাছের আরেক নাম ‘ভাত গাছ’ বা ‘রাইস ট্রি’। এক বছর আগে ৯ জুলাই নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পদত্যাগ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সরকার ভেঙে যায়। ১২ জুলাই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সরকার পতনের সেই লঙ্কাকাণ্ডের সময় থেকেই দারিদ্র্যতাই ধুঁকছে দ্বীপরাষ্ট্রটি। খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছে দেশটির বড় একটা জনগোষ্ঠী। ‘কাঁঠাল খেয়ে আমরা লাখ লাখ মানুষ প্রাণে বেঁচে আছি। অনাহারের হাত থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে এই কাঁঠাল,’ বলছিলেন দিনমজুর তিন সন্তানের বাবা কারুপ্পাইয়া কুমার। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ১৫ কেজি কাঁঠাল পাওয়া যায় প্রায় এক ডলার সমমূল্যে। ‘অর্থনৈতিক সংকটের আগে প্রতিটি মানুষের ভাত বা পাউরুটি কেনার ক্ষমতা ছিল। কিন্তু এখন খাবারের দাম এতটাই নাগালের বাইরে চলে গেছে যে বহু মানুষ প্রায় প্রতিদিন কাঁঠাল খেয়ে আছে,’ বলছিলেন ৪০ বছর বয়সি মি. কুমার। শ্রীলংকার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে রয়েছে। এখন প্রতি দুই পরিবারের মধ্যে একটিকে বাধ্য হয়ে তাদের আয়ের ৭০ শতাংশের বেশি ব্যয় করতে হচ্ছে খাবারদাবারের ওপর। ‘আগে আমরা তিন বেলা খেতাম। এখন খাচ্ছি দুবেলা। ১২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম গত বছর পর্যন্ত ছিল ৫ ডলার,’ বলছিলেন তিন সন্তানের মা নাদিকা পেরেরা। ‘সিলিন্ডারের দাম এখন দ্বিগুণের বেশি বেড়ে গেছে। সূত্র; যুগান্তর
স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী
অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। একটি সহায়তা সংস্থার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডার্স রোববার জানায়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।ওয়াকিং বর্ডার্সের কর্মী হেলেনা মালেনো রয়টার্সকে জানান, তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা সেনেগাল থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জনের মতো আরোহী ছিল। তিনি জানান, তৃতীয় নৌকাটি প্রায় ২০০ আরোহী নিয়ে গত ২৭ জুন সেনেগাল থেকে রওনা হয়। সূত্র: সমকাল
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
আলোচনায় ক্লাস্টার বোমা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার আলোচনার বিষয়বস্তু হিসেবে দাঁড়িয়েছে ক্লাস্টার বোমা। গত শুক্রবার যুক্তরাষ্ট্র বিতর্কিত ওই অস্ত্রটি ইউক্রেনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে। কিন্তু তা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে অস্বস্তি বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্তকে ‘খুবই কঠিন সিদ্ধান্ত’ বলে বর্ণনা করেছেন। প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং স্পেন বলেছে, তারা এ অস্ত্র ব্যবহারের বিরোধী। ১০০টিরও বেশি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে, কারণ তা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে। ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেক ছোট ছোট বোমাকে বোঝায়, যা লক্ষ্যবস্তুতে একসঙ্গে নিক্ষেপ করা হয়। এতে বিস্তৃত অঞ্চলজুড়ে নির্বিচারে হত্যা করা যায়। যুদ্ধে এই অস্ত্রের ব্যর্থতা নিয়েও বিতর্ক রয়েছে। কারণ একটি ক্লাস্টার বোমা থেকে অনেকটা গ্রেনেড আকৃতির যে ছোট ছোট বোমাগুলো বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে, তার অনেক অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। ছোট ছোট ওইসব বোমা বছরের পর বছর ধরে মাটিতে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে এবং যে কোনো সময় বিস্ফোরিত হয়ে বেসামরিক মানুষের প্রাণনাশের কারণ হতে পারে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে পাঠানো আমেরিকান ক্লাস্টার বোমাগুলো ইতোমধ্যে সংঘাতে রাশিয়া যেগুলো ব্যবহার করছে তার চেয়ে অনেক কমবার ব্যর্থ হয়েছে। সূত্র; বিডি প্রতিদিন।
ন্যাটোর কাছ থেকে ‘স্পষ্ট ও দ্ব্যর্থহীন’ আমন্ত্রণ চায় ইউক্রেন
ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন৷ জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ ন্যাটোকে এ বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন ৷ তাঁর কথা, ‘ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট, দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা আশা করি৷ ‘২০০৮ সালে বুখারেস্টে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় যে ভুল হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না হয়, এমনটাই বলেন মাকেইয়েভ৷ ’শীর্ষ সম্মেলনের সময়, জোট যখন কিইভের সদস্যপদ আকাঙ্ক্ষাকে স্বাগত জানায়, তখন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জোটে দেশটির দ্রুত যোগদানের বিরোধিতা করেন৷ সূত্র: আজকের পত্রিকা।
হাই-টেক যুদ্ধের নতুন যুগের সূচনা
বড় যুদ্ধে যেসব দেশ জড়ায় — তাদের জনগণকেই চোকাতে হয় চরম মূল্য, তাদের বিয়োগান্তক পরিণতিরও অন্ত থাকে না। বৃহৎ সংঘাত পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ প্রস্তুতিতেও প্রভাব ফেলে; যার অবধারিত পরিণতি দেখা যায় বৈশ্বিক নিরাপত্তায়। ইতিহাস বলে, বিশ্ব শক্তিগুলো সংঘাতের এই শিক্ষাকে আগ্রহের সঙ্গে গ্রহণ করে। সে অনুযায়ী নিজ সামরিক বাহিনী, প্রযুক্তিতে আনে নানান সংযোজন বা পরিবর্তন। যেমন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালে গেটিসবার্গের মতো মোড় পরিবর্তনকারী লড়াইগুলো অধ্যয়নে পর্যবেক্ষকদের পাঠিয়েছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। ১৯৭৩ সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘটিত হয় ইয়ম-কিপুর যুদ্ধ; যেখানে উভয় পক্ষের ট্যাংক বেশকিছু প্রচণ্ড লড়াইয়ে একে-অপরের মুখোমুখি হয়। এই যুদ্ধার্জিত শিক্ষা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে আমেরিকান সেনাবাহিনীতে; যা তৎকালে ভিয়েতনামে পরাজিত বাহিনীটিকে ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে জয়ী হওয়ার শক্তি যুগিয়েছিল। উপসাগরীয় যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর প্রযুক্তি ও কৌশল থেকে শিক্ষা নিয়েছিল চীন। তারই ধারাবাহিকয়, চীনের গণমুক্তি ফৌজ আজ বিশ্বের অন্যতম দুর্বার শক্তি হিসেবে গড়ে উঠেছে।১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ইউক্রেন যুদ্ধই ইউরোপের বুকে সর্ববৃহৎ যুদ্ধ। আগামী কয়েক দশক ধরে সংঘাতের বোঝাপড়া বদলাতে এটি ভূমিকা রাখবে। আধুনিক যুদ্ধ কেবল বিদ্রোহী দমনের অভিযান বা সাইবারস্পেসে সীমিত রক্তপাতের দ্বৈরথ — এমন অনেক ভুল ধারণাকেই ইতোমধ্যেই চূর্ণ করেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
চীন সফরে গিয়ে বেইজিংয়ের সমালোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী
উত্তেজনাকর সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়ে চীন সফরে গিয়ে সেদেশেরই সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। বিবিসি জানায়, শুক্রবার চীনকে বাজার সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করায় চীনের সমালোচনা করেছেন ইয়েলেন।বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছান মার্কিন অর্থমন্ত্রী। সম্পর্ক মেরমত করতে চীনে গেলেও জনসম্মুখে এক বক্তব্যে তিনি বলেছিলেন, চীনের অন্যায় বাণিজ্যচর্চার বিরুদ্ধে ওয়াশিংটন ও এর পশ্চিমা মিত্ররা নিজেদের অবস্থানে অটল থাকবে।শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন ইয়েলেন। সেখানে তিনি লি কে বলেন, “আমরা ষুষ্ঠূ নিয়মবিধি মেনে চীনের সঙ্গে সুস্থ (বাণিজ্য) প্রতিযোগিতা চাই। যেখানে কোনও এক পক্ষ সুবিধা নেবে না বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দেশই লাভবান হতে পারবে।” সূত্র: বিডি নিউজ
স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এসব নৌকায় তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ২০০ অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ক্যানেরি দ্বীপপুঞ্জে নিখোঁজ হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে ওই নৌকাগুলো ক্যানেরি দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। আফ্রিকার দেশ সেনেগালের অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ওই নৌকার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে স্পেনের উদ্ধার কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনও আশার খবর শুনাতে পারেনি তারা। খবর বিবিসি।গণমাধ্যমটি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার। ওয়াকিং বর্ডারসের কর্তৃপক্ষ হেলেনা ম্যালেনো রয়টার্সকে জানিয়েছেন, একটি নৌকায় ৬৫ এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। সেনাগাল ছাড়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ। তৃতীয় নৌকাটিতে গত ২৭ জুন ২০০ আরোহী নিয়ে সেনাগাল ছেড়ে যায় বলে জানা গেছে। স্পেনের উদ্দেশে নৌকায় রওনা হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো। সূত্র: বণিক বার্তা।
সাগর পাড়ি দিয়ে স্পেন যাত্রা, ৩ শতাধিক অভিবাসী নিখোঁজ
সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে তিনটি নৌকা। এতে প্রায় তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আজ সোমবার একটি সহায়তা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডার জানায়, সেনেগালের উপকূলীয় শহর কাফোন্তিন থেকে একটি মাছ ধরার নৌকায় করে অভিবাসীরা রওনা হয়েছিলেন। সেই নৌকায় অনেক শিশুও রয়েছে। নৌকাগুলো ২৭ জুন ক্যানারি দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।স্পেনের সমুদ্রে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, উদ্ধার অভিযানে একটি বিমানও অংশ নিয়েছে। তবে নিখোঁজ হওয়া অন্য দুটি নৌকা সম্পর্কে খুব কমই তথ্য জানা গেছে। সূত্র: দৈনিক আমাদের সময় ।