প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জাহাজটি বন্দরে ভেড়ে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। জাহাজটি সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাকোরেজে ভিড়েছে।
দুপুর থেকে কয়লা খালাস করে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
সারাদিন. ১৩জুলাই