প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
সারাদিন ডেস্ক
খাদ্যনিরাপত্তায় নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
নাইজেরিয়ায় খাদ্যদ্রব্যের মূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি ও ঘাটতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খাদ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব ও ঘাটতি মোকাবিলায় সরকার এ পদক্ষেপ নিয়েছে। । খবর বিবিসিরনাইজেরিয়ার প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে খাদ্যের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, আবাদি জমি বৃদ্ধি, কৃষি সেচের উন্নয়ন, কৃষকদের শস্যবীজ ও সার সরবরাহ করা, শস্য পরিবহন এবং বাণিজ্যে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন।নাইজেরিয়া প্রেসিডেন্ট বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি যে, এ পদক্ষেপে কেউ পিছিয়ে থাকবে না। নাইজেরিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২১ সালের শুরু থেকে নাইজেরিয়ার মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে উচ্চ স্তরে রয়েছে। চলতি বছরের মে মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় খাদ্যের দাম বাড়ে ২৪ দশমিক ৮ শতাংশ। সূত্র; সমকাল
কণ্ঠস্বর কেন বদলায়
বাঁধনের বয়স সবে ১৩ পেরোচ্ছে। নাকের নিচে গোঁফের রেখা উঁকি দিচ্ছে। পরিবারের সদস্যদের বাইরে ছোট্ট বন্ধুজগৎ হয়েছে তার। তাদের সঙ্গেই মাঠে বিকেলটা কাটিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরে। এরই মধ্যে হঠাৎ একদিন পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তার কণ্ঠস্বর ভারী হয়ে গেছে। কিছুটা ভাঙা ভাঙা, কর্কশ কণ্ঠস্বর। নিজের এই কণ্ঠস্বরের পরিবর্তন নিজে বুঝতে পারে না বাঁধন। বয়ঃসন্ধি এর একটা কারণ—কমবেশি সবাই এটা জানে। কিন্তু বয়ঃসন্ধি ছাড়াও নানা বয়সে, নানা পরিস্থিতিতে বদলাতে পারে কণ্ঠস্ব। খুব ভরাট গলার স্বর হয়ে যেতে পারে মিহি। আবার খুব মিষ্টি গলার স্বরও ভেঙে যেতে পারে।যেমন বাঁধন নিজেই বুঝতে পারে না বড়দেরও তো গলার স্বর এক নয়। মুখ ফুটে বলতে পারে না, ‘মায়ের কণ্ঠস্বর কী শান্ত আর মিষ্টি। কিন্তু বাবা তোমার কণ্ঠস্বর এত বাজখাই কেন?’বাঁধন এ প্রশ্ন ছুড়ে দিলে হয়তো তার মা-বাবাও সঠিক উত্তর দিতে পারবেন না। তবে বাঁধন ও তার পরিবারের সদস্যেদের মতো এসব প্রশ্নের জবাব দিয়েছেন যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ও ক্লিনিক্যাল অ্যানাটমি লার্নিং সেন্টারের পরিচালক অ্যাডাম টেলর। তিনি বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে। সূত্র: প্রথম আলো
অসহনীয় তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে সতর্কতার আওতায় ৯ কোটি মানুষ
যুক্তরাষ্ট্রে চলমান তাপপ্রবাহ অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। আরো তীব্র হওয়ার আশঙ্কার মাঝে দক্ষিণ-পশ্চিমে ওয়াশিংটন রাজ্য পর্যন্ত জারি হয়েছে সতর্কতা। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হচ্ছে, আবহাওয়া অফিসের দেয়া পরামর্শের আওতায় থাকছে ফ্লোরিডা থেকে টেক্সাস হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত কমপক্ষে নয় কোটি ৩০ লাখ আমেরিকান।এয়ার কন্ডিশনারের কারণে টেক্সাসে বিদ্যুৎ ব্যবহার আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। যা গতকাল শুক্রবার (১৪ জুলাই) আরো বেড়েছে।জাতীয় আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস সতর্ক করে বলেছে, চলতি মাসে তাপপ্রবাহের তীব্রতা বিপজ্জনক হতে পারে। সামনের দিকে প্রায় দুই কোটি ৭০ লাখ মানুষ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করবে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, যুক্তরাষ্ট্রে তাপ-সম্পর্কিত কারণে প্রতি বছর প্রায় ৭০০ মানুষ মারা যায়। সূত্র; বনিক বার্তা ।
ব্লিনকেনের উদ্দেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
আসিয়ান প্রতিযোগিতার জায়গা নয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানকে জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে ঐক্য গড়ার ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি গতকাল শুক্রবার এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করে এ আহ্বান জানান। কিন্তু আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজক দেশ ইন্দোনেশিয়া ব্লিনকেনের অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করে। আসিয়ান প্রতিযোগিতার জায়গা নয় গতকাল আসিয়ানসহ অন্যান্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের উপস্থিতিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ‘আসিয়ান কোনো প্রতিযোগিতার জায়গা হতে পারে না। সূত্র: কালের কণ্ঠ
বিদ্রোহী প্রিগোজিন কি বেঁচে আছেন?
বিদ্রোহী ‘পুতিনের রাঁধুনি’ প্রিগোজিনকে ঘিরে রহস্য ক্রমেই দানা বাঁধছে। রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন ভাড়াটে সেনা ওয়াগনার বাহিনীর প্রধান। তবে, পুতিনের চাপের মুখে কয়েক ঘণ্টা পরেই রণে ভঙ্গ দেন তিনি কিন্তু তারপর থেকে তার সন্ধান আর মেলেনি। এর মাঝে অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল বিদ্রোহ ঘটনার চার দিন পর প্রিগোজিনকে প্রেসিডেন্ট পুতিন ডেকেছিলেন। ৩ ঘণ্টা তাদের মধ্যে বৈঠক হয়। এরপর আর কোনো খোঁজ নেই প্রিগোজিনের। এ অবস্থায় আমেরিকা সেনার অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস ইঙ্গিত দিলেন, ‘আর কখনো প্রিগোজিনকে প্রকাশ্যে দেখা যাবে কি না, সে বিষয়ে আমার গুরুতর সন্দেহ রয়েছে।’ তিনি কি বেলারুশে, নাকি রাশিয়ায় ফিরেছেন, নাকি আদৌ রাশিয়া ছাড়েননি এমন নানা গুঞ্জন রয়েছে। এ পরিস্থিতিতে সাবেক জেনারেল রবার্ট আব্রামস আশঙ্কা প্রকাশ করলেন, সম্ভবত আর বেঁচেই নেই প্রিগোজিন। অথবা এমনও হতে পারে, তাকে বন্দি করে রাখা হয়েছে। রাশিয়া যে দাবি করেছে, বিদ্রোহের পাঁচ দিন পরে ২৯ জুন পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার সাক্ষাৎ হয় প্রিগোজিনের। কেবল তিনিই নন, তার দলের অন্য কমান্ডাররাও সেই বৈঠকে ছিলেন। বৈঠক সম্পর্কে আব্রামসের মত, ‘পুরোটাই সাজানো।’ সূত্র: বিডি প্রতিদিন।
হরমুজ প্রণালিতে ইরানকে দমাতে উপসাগরে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।
সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালির কাছে দুটি তেল ট্যাংকার আটকের চেষ্টা করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে। মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে। সূত্র: আজকের পত্রিকা
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায়বিচার, জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।শুক্রবার (১৪ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান ৫৩তম অধিবেশনে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে অরগানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়।মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির প্রেক্ষাপটে প্রস্তাব উত্থাপনের পর বিভিন্ন ইস্যুতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। এ সময় মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসে। সূত্র: কালবেলা
ভূমধ্যসাগরে ইউরোপ পাড়ি
বছরের প্রথম ছয় মাসে প্রায় ৩০০ শিশুর ডুবে মৃত্যু: ইউনিসেফ
চলতি বছরের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রথম ছয় মাসে কমপক্ষে ২৮৯ শিশু সমুদ্রে ডুবে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ)। এ সংখ্যাটি ২০২২ সালের প্রথমার্ধে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ বলছে সংস্থাটি। শুক্রবার এ তথ্য জানায় সংস্থাটি। অভিবাসী এসব শিশুদের মৃত্যুকে প্রতিরোধযোগ্য অর্থাৎ শিশুদের মৃত্যগুলো ঠেকানো যেত বলে অভিহিত করেছে ইউনিসেফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।সংস্থাটির মতে, মূলত বিভিন্ন দেশজুড়ে সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে এসব শিশুরা ভূমধ্যসাগরে এ ধরনের বিপজ্জনক যাত্রা করে থাকে।অভিবাসন এবং স্থানচ্যুতি সংক্রান্ত ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়া ভেরেনা নাউস বলেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে আনুমানিক ১১ হাজার ৬০০ শিশু ভূমধ্যসাগর পারাপার করেছে, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে দ্বিগুণ।তিনি আরও বলেন, মধ্য ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণে সত্যিকারের পরিসংখ্যান বেশি হতে পারে। কারণ সেখানে ডুবে যাওয়া অনেক নৌকার কেউ বেঁচে নেই বা রেকর্ড করা হয়নি। সূত্র: দেশ রুপান্তর।
ওয়াগনার ইউক্রেনে এখন আর গুরুত্বপূর্ণ নয়, বলছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার এখন আর ইউক্রেনের রণক্ষেত্রে “বলার মত কোনো ভূমিকা রাখছে না”, বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র। রুশ এই বাহিনীর ব্যর্থ এক বিদ্রোহের সপ্তাহ তিনেক পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিবৃতি শোনা গেল। ওয়াগনারের ঐ বিদ্রোহ ছিল সম্ভবত প্রেসিডেন্ট পুতিনের জন্য এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাশিয়া গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বেশ কতগুলো রক্তক্ষয়ী লড়াইতে ওয়াগনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।কিন্তু মি. পুতিন এখন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ নেই।“ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই,” মি. পুতিন সম্প্রতি রাশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কোমেরসান্টের সাথে এক সাক্ষাৎকারে বলেন। ওয়াগনারকে একটি যোদ্ধা বাহিনী হিসাবে রাখা হবে কিনা – এই প্রশ্নে রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ায় বেসরকারি কোনো সামরিক সংস্থা গঠন আইনসিদ্ধ নয়, ফলে এটির কোনো অস্তিত্ব নেই।“ সূত্র: বিবিসি বাংলা।
এশিয়ার বিভিন্ন দেশে তুমুল বর্ষণ, বন্যা, মৃত্যু
চলতি মাসে এশিয়ার বিভিন্ন দেশে বর্ষা ঋতু তীব্র আকার ধারণ করায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক পক্ষকাল ধরে তুমুল বৃষ্টি ভারত, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে বন্যা ও ভূমিধসের কারণ হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশগুলোর লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।শুক্রবার রাজধানী সিউলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়া উচ্চ সতর্কাবস্থায় ছিল, এ দিন ফিলিপিন্সের কর্মকর্তারা একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করেন।গত সপ্তাহের প্রথমদিকে জাপান তাদের কিউশু দ্বীপে রেকর্ড ভাঙা বন্যার কথা জানায়। এ বন্যায় স্থানীয় এক রাজনীতিকসহ অন্তত আটজনের মৃত্যু হয়, আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। সূত্র: বিডি নিউজ