Print

সারাদিন

আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

সারাদিন ডেস্ক

ইউক্রেনের ‘গুচ্ছবোমা’ হামলায় রুশ সাংবাদিক নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেন এ হামলায় চলতি মাসে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্লাস্টার বোমা তথা গুচ্ছবোমা ব্যবহার করেছে। নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভসহ চার সাংবাদিক আহত হন। তাঁদের উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান। সূত্র: প্রথম আলো

ক্রিমিয়ায় রুশ অস্ত্রভাণ্ডারে ড্রোন হামলা

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার এক অস্ত্রভাণ্ডারে গতকাল শনিবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী সেতুতে ড্রোন হামলার পাঁচ দিন পর ক্রিমিয়ার ভেতরে এ হামলা করা হলো। ইউক্রেনের এই উপদ্বীপটি ২০১৪ সালেই নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছিল রাশিয়া। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রিমিয়ায় অনেকবার বিস্ফোরণ ও হামলার মতো ঘটনা ঘটেছে। কোনো কোনোটির জন্য ইউক্রেনকে দায়ী করা হলেও তারা সাধারণত এর দায়িত্ব স্বীকার করেনি। সম্প্রতি এ ধরনের হামলার সংখ্যা বেড়েছে। সূত্র: কালের কণ্ঠ

দুই নারীকে বিবস্ত্র করে মারধর তোলপাড় পশ্চিমবঙ্গে
মমতা ব্যানার্জি এখন কোথায়?- সংবাদ সম্মেলনে অনুরাগ ঠাকুর

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে দুই মহিলাকে বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনার পর পশ্চিমবঙ্গের মালদহ জেলায় দুই নারীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এতে তোলপাড় হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। মালদহের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। মণিপুরে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে ওই ঘটনায় আটক হয়েছেন চার অভিযুক্ত। গত মঙ্গলবার মালদহের পাকুয়াহাটে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই আদিবাসী নারীকে বিবস্ত্র করে পিটিয়েছে। মারধরের ভিডিও সামনে আসে শনিবার সকালে। জানা গেছে, মঙ্গলবার পাকুয়ায় গ্রাম্য হাট বসে। হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন ওই দুই নারী। ভিডিওতে দেখা যায়, তাদের চুরির অপবাদ দিয়ে পায়ের জুতো খুলে, চুলের মুঠি ধরে গ্রামের মহিলারা ওই দুই নারীকে মারধর করছেন। কেউ আবার পেছন দিক থেকে হ্যাঁচকা টান মারছেন। অবিরাম চলছে কিল, চড়, ঘুসি। এরই মধ্যে কিছু উন্মত্ত ব্যক্তি ওই দুই নারীর পোশাক ধরে টেনে ছিঁড়ে ফেলে। মারধরের কারণে একসময় নিস্তেজ হয়ে যান তারা। তারা হাউমাউ করে কান্নাকাটি করলেও জনতার রোষ থামেনি। পাশে থাকা সিভিক পুলিশও ছিল কার্যত নিরুপায়। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযোগ উঠেছে, মহিলা নির্যাতনের ঘটনায় দোষীদের না ধরে উল্টো ওই দুই নারীকেই গ্রেফতার করা হয়েছে। শেখ পারভেজ নামে এক গ্রামবাসী বলেন ‘পুলিশ গ্রামের বাসিন্দাদের কথা শোনেনি, বরং যারা নির্যাতিত হয়েছে মানিকচক থানা পুলিশ তাদেরই আটক করেছে। পুলিশ অন্যায় করেছে।’ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মালদহের এ ঘটনা নিয়ে শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে জানান, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে নারী নির্যাতনের ঘটনা দেখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের দায়িত্ব থেকে পালাতে পারেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হৃদয়ে কি মমতা আছে? হাওড়ার পাঁচলায় মহিলাকে নির্যাতন করা হয়েছে, মালদহে দুই মহিলাকে মারধর করে অর্ধনগ্ন করা হয়েছে। মমতা ব্যানার্জি এখন কোথায়? কোথায় তদন্ত?’ সূত্র: বিডি প্রতিদিন।

Nagad
Nagad

বুকে অস্ত্রোপচার করাতে হাসপাতালে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে একটি পেসমেকার বসানো হবে। দেশটির প্রধানমন্ত্রীর বুকে পেসমেকারটি বসাতে একটি অস্ত্রোপচার করানো হবে।
রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।বিবৃতিতে বলা হয়েছে, তেল হাশোমারের শেবা মেডিক্যাল সেন্টারে আজ রাতে অস্ত্রোপচারটি করানো হবে। এ সময় সেখানে দেশটির আইনমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেনিন সেখানে উপস্থিত থাকবেন।
এক সপ্তাহ আগে ৭৩ বছর বয়সী নেতানিয়াহু মাথা ঘোরানো ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা শেষে তাকে একই মেডিকেল সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। সূত্র: সমকাল

তাপের তীব্রতা বাড়ছে সমুদ্রেও

স্থলভাগের পর এবার অপ্রত্যাশিতভাবে সমুদ্রপৃষ্ঠেও বাড়ছে তাপের তীব্রতা। চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরাও। কারণ সামুদ্রিক তাপপ্রবাহ সমুদ্রের জীবন, মৎস্য সম্পদ ও আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে। যার ফলে প্রাণী ও উদ্ভিদ জগত ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডিরেক্টর কার্লো বুওনটেম্পো বলেন, বিশেষজ্ঞরা প্রশান্ত মহাসাগরে বৃহৎ তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে অনুমান করছেন। যা এল নিনোর আবহাওয়া প্যাটার্নের সঙ্গে যুক্ত। বিজ্ঞানীরা মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিম উপকূলে সামুদ্রিক তাপপ্রবাহের ওপর নজর রাখছেন। উত্তর-পূর্ব আটলান্টিকে তাপপ্রবাহ কমলেও, তীব্রতা বাড়ছে পশ্চিম ভূমধ্যসাগরে। বিশেষ করে জিব্রাল্টার প্রণালীর পাশের দিকে। দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকার উপকূলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সম্প্রতি আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও বাল্টিক সাগরের পাশাপাশি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছাকাছি অঞ্চলেও সামুদ্রিক তাপমাত্রার তীব্রতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া ল্যাব্রাডর সাগরে গ্রিনল্যান্ডের দক্ষিণে সম্ভাব্য তাপপ্রবাহের সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বর্তমান সামুদ্রিক তাপপ্রবাহ আরও খারাপ হতে পারে। গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বৃদ্ধি সাম্প্রতিক তাপপ্রবাহের মূল কারণ। নৃতাত্ত্বিক জলবায়ু পরিবর্তনের কারণে উৎপন্ন অতিরিক্ত তাপের প্রায় ৯০ ভাগ সমুদ্রে সঞ্চিত হয়। গত দুই দশকে পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় তাপ জমা হওয়ার হার দ্বিগুণ হয়েছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের উপকূলের দুই হাজার কিলোমিটারেরও বেশি জুড়ে সামুদ্রিক তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে; যা সামুদ্রিক প্রবালের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। সূত্র: যুগান্তর

বৈশ্বিক জলবায়ু নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরা

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ও অ্যান্টার্কটিকা অঞ্চলের বরফ গলনের হার বিজ্ঞানীদের শঙ্কিত করে তুলেছে। প্রতিটি ক্ষেত্রেই নতুন রেকর্ড স্থাপিত হয়েছে চলতি বছর। বিপজ্জনক তাপপ্রবাহ ইউরোপকে নাকাল করে দিতে পারে আগামী দিনগুলোয়।
বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, জলবায়ুসংক্রান্ত গবেষণা চলমান থাকলেও বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। লন্ডন স্কুল অব ইকোনমিকসের ভূ-বিজ্ঞানী থমাস স্মিথ বলেছেন, ‘‌আমি এমন কোনো সময়ের ব্যাপারে জানি না, যখন জলবায়ু সব দিক থেকেই এতটা নেতিবাচক দিকে ঝুঁকে পড়েছে।’ ইমপেরিয়াল কলেজ লন্ডনের প্রভাষক পাওলো চেপির জানিয়েছেন, পৃথিবী বর্তমানে এক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বেড়েছে বৈশ্বিক তাপমাত্রা। একই সময় এল নিনোর কারণে আবহাওয়াজনিত পরিবর্তনের স্বাক্ষী হচ্ছে পৃথিবী। চারটি জলবায়ু রেকর্ড অতিক্রম করতে যাচ্ছে এবারের গ্রীষ্মকাল। উষ্ণতম দিনের রেকর্ড, বৈশ্বিকভাবে উষ্ণতম জুনের রেকর্ড, তীব্র সামুদ্রিক তাপপ্রবাহ ও অ্যান্টার্কটিকার ন্যূনতম বরফ। জুলাইয়ে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দিন লিপিবদ্ধ হয়েছে। প্রথমবারের মতো গড় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করেছে। ৬ জুলাই গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বণিক বার্তা

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় ৭ এআই কোম্পানি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষার অঙ্গীকার করেছে এ খাতের সাত শীর্ষস্থানীয় কোম্পানি। স্থানীয় সময় গত শুক্রবার আমাজন, অ্যানথ্রপিক, গুগল, ইনফেকশন, মেটা, মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের মুখপাত্রদের নিয়ে এমন ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে উভয় পক্ষই এ-সংক্রান্ত একটি চুক্তি সই করে। বিবিসি বলছে, এআই প্রযুক্তির সক্ষমতা নিয়ে বেশ কয়েকবার সতর্কবার্তা আসার পরপরই এমন একটি ঘোষণা এলো। এই অঙ্গীকারের মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা এবং এর ফলাফল পরে জনসম্মুখে প্রকাশ করা। স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে কোম্পানিগুলো যেসব শর্তে একমত হয়েছে, সেগুলো হলোÑ কোনো এআই ব্যবস্থা উন্মোচনের আগে কোম্পানির ভেতরের ও বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে এর নিরাপত্তা পরীক্ষা করা। লোকজন যেন জলছাপ দেখে এআইয়ের তৈরি কনটেন্ট চিহ্নিত করতে পারে, সেটি নিশ্চিত করা। এআইয়ের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা। এবং পক্ষপাত, বৈষম্য ও প্রাইভেসি লঙ্ঘনের মতো ঝুঁকি নিয়ে গবেষণা করা। হোয়াইট হাউজ বলছে, তাদের লক্ষ্যমাত্রা হলো মানুষ যেন সহজেই বুঝতে পারে যে কোনো অনলাইন কনটেন্টগুলো এআইয়ের মাধ্যমে তৈরি। সূত্র: দেশ রুপান্তর

বারে ককটেল নিক্ষেপ মাতাল যুবকের, আগুনে পুড়ে নিহত ১১

মেক্সিকোতে একটি বারে সন্দেহভাজন এক ব্যক্তির অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সান লুইস কলোরাডোরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে। ওই বার থেকে বের করে দেওয়া এক ব্যক্তি মোলোটভ ককটেল (দাহ্য পদার্থভর্তি বোতল) দিয়ে সেখানে অগ্নিসংযোগ ঘটান। খবর রয়টার্সের। সোনোরা রাজ্যের প্রসিকিউটররা বলেছেন, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, শনিবার ভোরে হামলা চালান সন্দেহভাজন এক যুবক। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। নারীদের অসম্মান করায় তাঁকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। সূত্র: আজকের পত্রিকা।

‘বিউটি পার্লারগুলো ছিল আফগান নারীদের দুঃখ ভোলার জায়গা’

তালেবানের আদেশে সোমবার ২৪শে জুলাই আফগানিস্তানের সব বিউটি পার্লার বন্ধ হয়ে যাচ্ছে। তালেবান-শাসিত আফগানিস্তানের নারীদের জন্য এসব বিউটি পার্লার শুধুই রূপচর্চার জায়গা ছিল না – ছিল তার চাইতে অনেক বেশি কিছু। তাই আগামী দিনগুলোতে এগুলোর অভাব তীব্রভাবে বোধ করবেন তারা। এ রিপোর্টে বিবিসির সংবাদদাতার সাথে কথা বলেছেন তিনজন আফগান নারী, বর্ণনা করেছেন এই বিউটি পার্লারগুলোর বন্ধ হয়ে যাওয়া তাদের জীবনে কী প্রভাব ফেলবে এবং কীসের অভাব তারা সবচেয়ে বেশি অনুভব করবেন। “আমার একা বাড়ির বাইরে যাবার অনুমতি ছিল না, কিন্তু আমি আমার স্বামীকে বোঝাতে পেরেছিলাম। ফলে বছরে দু-তিনবার আমাকে বিউটি সালোঁ বা পার্লারে যেতে দেয়া হতো।”আফগানিস্তানের মত নিপীড়িত এবং গভীরভাবে পিতৃতান্ত্রিক সমাজে ২৩-বছরের জারমিনার জন্য বিউটি পার্লারে যাওয়া, এবং রূপচর্চাবিদদের সাথে খোশগল্প করাটা তাকে মানসিকভাবে চাঙ্গা রাখতো, তাদের একটা স্বাধীনতার স্বাদ এনে দিতো। সূত্র: বিবিসি বাংলা।

এ বছর ডেঙ্গুর প্রকোপ হতে পারে মারাত্মক, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বে এ বছর ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। আর সেজন্য অংশত দায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো পৃথিবীজুড়েই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল, সেই সংখ্যা আটগুণ বেড়ে ২০২২ সালে ৪২ লাখে উন্নীত হয়েছে।এ বছর মার্চে সুদানের রাজধানী খার্তুমে প্রথমবারের মত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ইউরোপে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। পেরুর বেশিরভাগ অঞ্চলে ডেঙ্গুর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।গত জানুয়ারিতে ডব্লিউএইচও সতর্ক করে বলেছিল, গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর মধ্যে বর্তমানে ডেঙ্গুই বিশ্বে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মহামারীতে পরিণত হওয়ার শঙ্কা তৈরি করছে। সূত্র: বিডি নিউজ