Print

সারাদিন

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

সারাদিন ডেস্ক

ডলারের অভাবে গ্যাসের দাম বকেয়া, দিতে হচ্ছে জরিমানা
বিল না পেয়ে এলএনজি বিক্রি বন্ধের হুমকিও দিয়েছে বিদেশি কোম্পানি। উদ্বেগ জানিয়ে জ্বালানি বিভাগকে চিঠি পেট্রোবাংলার।

মার্কিন ডলারের অভাবে নিয়মিত গ্যাসের দাম পরিশোধ করতে পারছে না সরকারি সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা। বিল বকেয়া রাখায় জরিমানা দিতে হচ্ছে তাদের। পেট্রোবাংলা দেশীয় খনি থেকে উত্তোলিত গ্যাস বিদেশি কোম্পানির কাছ থেকে কেনে। আবার বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দামও তারাই দেয়। দুই ক্ষেত্রেই মূল্য পরিশোধ করতে হয় ডলারে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে বিল দিতে না পারলে নির্ধারিত হারে জরিমানা দিতে হয়।অবশ্য কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিল না পেলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে বিদেশি কোম্পানি। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, এতে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে। সূত্র: প্রথম আলো

ভোটে জাপার জামানত বাঁচে না

পর পর দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দলের দায়িত্বে থাকা জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা সাম্প্রতিক নির্বাচনগুলোতে জয়ী হওয়া তো দূরের কথা, জামানতই বাঁচাতে পারছেন না। সর্বশেষ গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জামানত হারিয়েছেন।সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেও চারটিতে জামানত হারিয়েছেন দলটির প্রার্থীরা। নির্বাচনী আইন অনুসারে কোনো নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ৮ শতাংশের কম পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত হারান। সর্বশেষ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনেও এই দলের প্রার্থীদের সাফল্যের হার তলানিতে। ব্যতিক্রম শুধু এরশাদের নিজ এলাকা রংপুর সিটি করপোরেশন নির্বাচন। গত ডিসেম্বরে এই নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। সূত্র: কালের কণ্ঠ

অপরাধের শেষ নেই, দেন নৈতিকতার সবক
সাইবার অপরাধীদের আয়নাবাজি

নিজেদের অপরাধের অন্ত নেই। হত্যা, ধর্ষণ, মানি লন্ডারিংসহ নানা অপরাধে দণ্ডিত আসামি তাদের অনেকেই। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গোপনে দেশ ছেড়েছেন। রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে বিভিন্ন দেশে নিয়েছেন রাজনৈতিক আশ্রয়। পালিয়ে যাওয়া এসব অপরাধীই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নীতি-নৈতিকতার ছবক দিয়ে বেড়াচ্ছেন। ফেসবুক, ইউটিউবে একাধিক অ্যাকাউন্ট খুলে নিজেকে সুশীল হিসেবে উপস্থাপন করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছেন নিয়মিত। ধর্মীয়, সামাজিক অনুভূতিতে আঘাত করছেন মাঝেমধ্যেই। সরকারপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, আবার কখনো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা কোনো দিবস বা আইন নিয়ে বিষবাষ্প ছড়াচ্ছেন অহরহই। বিভিন্ন দেশে থাকা এসব ব্যক্তিকে আইনের আওতায় আনতে না পারার জন্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীসহ অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, এসব ভয়ংকর অপরাধীর বিষয়ে সমন্বিত উদ্যোগ নেই। একে অপরের ওপর দায় চাপিয়েই নিজেদের দায়িত্ব শেষ করছেন তারা। যদিও বিদেশে থাকা এসব অপরাধীর বর্তমান এবং অতীত কর্মকাণ্ডের ফিরিস্তি তাদের কাছে রয়েছে। কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সংশ্লিষ্ট দেশকেও আমরা তাদের বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারছি না। এসব ব্যর্থতার কারণেই তাদের রোখা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে সোশ্যাল মিডিয়ায় কাল্পনিক, বানোয়াট গল্প সাজিয়ে ‘ব্ল্যাকমেল’ করে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ’৭৫-এর আগেও দেশে দেশে অনেক গুজব তৈরি করা হয়েছিল। মাঝেমধ্যে সে রকম আশঙ্কাও দেখতে পাই আমরা। এখন ভিন্ন দেশ থেকে এসব প্রচার করা হচ্ছে। বিদেশে বসে তাদের অনেকেই সস্তা জনপ্রিয়তার আশায় এমন ভয়ংকর তৎপরতা চালাচ্ছে। এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বহির্বিশ্বে। তাই আমাদের কর্তৃপক্ষের উচিত সমন্বিতভাবে বিষয়টির মোকাবিলা করা। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad
Nagad

দুই দলের বড় শোডাউন : ২৭ জুলাইয়ে নজর সবার
রাজপথে সহিংসতার আশঙ্কা

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছেই। দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অনড় অবস্থানে সংকট সমাধানের সম্ভাবনা ক্ষীণ। রাজপথ দখলে ব্যস্ত দুদল। কয়েক মাস ধরে একইদিনে কর্মসূচি পালন করে আসছেন তারা। এতে বাড়ছে উত্তেজনা। ২৭ জুলাই রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দুদল। এতে রাজপথে সহিংসতার আশঙ্কা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা।

শাপলা চত্বরের পুনরাবৃত্তি চায় না আওয়ামী লীগ

রাজপথের দখল ছাড়বে না আওয়ামী লীগ। তারা মনে করছে, সরকারের পতন ও জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের লক্ষ্যে ২৭ জুলাই বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। ২০১৩ সালের মে মাসে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সরকারের পতন ঘটানোর যে চেষ্টা চালিয়েছিল, তাও মাথায় আছে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের। এসব বিষয় সামনে রেখেই ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পালটা কর্মসূচি দেওয়া হয়েছে। এদিন শাসক দল ঢাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে। এ নিয়ে চলছে সর্বাত্মক প্রস্তুতি। এছাড়াও বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিএনপির পরবর্তী পদক্ষেপ দেখে তারা সেই কর্মসূচি ঘোষণা করবে। সূত্র: যুগান্তর

মালির প্রতিরক্ষা মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মালির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও দুজন সামরিক কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। খবর আলজাজিরার।নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন মালির প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল সাদিও কামারা, বিমানবাহিনীর প্রধান কর্নেল আলু বই দিয়ারা এবং সহকারী প্রধান লেফটেন্যান্ট কর্নেল আদাম বাগায়োকো। তাদের বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটিয়া সেনা ওয়াগনারের পশ্চিম আফ্রিকায় উত্থানে সহযোগিতার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্লিঙ্কেন অভিযোগ করেন, তারা তিনজন ২০২১ সালের ডিসেম্বর থেকে মালিতে ওয়াগনারকে সুবিধা ও তাদের বিস্তৃতিতে সহযোগিতা করছে। রাশিয়ার এ ভাড়াটিয়া সেনারা দেশটিতে প্রবেশের পর সেখানে প্রাণহানির সংখ্যা ২৭৮ শতাংশ বেড়েছে। ওয়াগনার গ্রুপ ও মালির সেনাবাহিনীর যৌথ অভিযানের কারণে তাদের অনেকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন ব্লিঙ্কেন। সূত্র: কালবেলা।

উদ্যোগ
কর্ণফুলীর তীরে হবে পার্ক মুক্তমঞ্চ, সাম্পান জাদুঘর

দখল-দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদী রক্ষায় একগুচ্ছ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নদীর তীরে দখল হয়ে যাওয়া সরকারি খাস জায়গা পুনরুদ্ধার করে সেখানে পার্ক, ওয়াকওয়ে, ফুটবল ও ভলিবল খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। থাকছে স্বতন্ত্র টেনিস ও বাস্কেটবলের কোর্ট। শিশুদের জন্য হবে আলাদা জোন; যেখানে শিশু-কিশোররা তাদের মতো করে খেলাধুলার সুযোগ পাবে। নদীপাড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তৈরি হবে মুক্তমঞ্চ। এছাড়াও হবে কর্ণফুলীর ঐতিহ্য সাম্পান জাদুঘর; বসবে ফেরিস হুইল। জেলা প্রশাসন বলছে, চট্টগ্রাম নগরীর প্রাণদায়ী নদী কর্ণফুলীকে দখলদারদের হাত থেকে বাঁচাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে মাঠ ও মুক্তমঞ্চ করা হচ্ছে, সেখানে সারা বছর ধরে চলবে নানা আয়োজন। থাকবে দর্শক গ্যালারিও। নদীর তীর ঘিরে নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে কর্ণফুলী রক্ষায় যেমন সচেতনতা বাড়বে, তেমনি বেগবান হবে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড। একইসঙ্গে নেওয়া যাবে নতুন আরও পদক্ষেপ। এই উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে নগরীর ফিরিঙ্গিবাজারে নদীতীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী। সূত্র: সমকাল

সব সচিবকে নিয়ে বৈঠক
উন্নয়ন প্রচারে এবার মাঠে নামছে প্রশাসন

জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ আগে থেকেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন আমলারাও। এ নিয়ে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষ আমন্ত্রণে প্রায় সব সচিবই উপস্থিত ছিলেন। বৈঠক থেকে সরকারের সাফল্য ও উন্নয়নগাথা প্রচারে ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।কী নির্দেশনা দেওয়া হয়েছে, জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে ২০০৯ সালের পর হতে আজ পর্যন্ত সরকারের যা যা অর্জন, তা দ্রুত বই আকারে প্রকাশ করতে বলা হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

‘ঢাকার মহাসমাবেশ টার্নিং পয়েন্ট বিএনপির’

বৃহস্পতিবার বড় দুই দলের সমাবেশ নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, “রাজপথে সহিংসতার আশঙ্কা, মহাসমাবেশ টার্নিং পয়েন্ট বিএনপির”। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার পতনের এক দফা দাবিতে সাম্প্রতিক সময়ে বিএনপি যেদিন কর্মসূচি দিচ্ছে, সেদিনই ক্ষমতাসীনদের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে পালটা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিনে ঘোষণা করা হয়েছে।দেশের বড় দুই দল অনড় অবস্থানে থাকায় সংকট সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচন যতো ঘণিয়ে আসছে ততোই রাজনৈতিক উত্তেজনা বাড়ছেই। এতে রাজপথে সহিংসতার আশঙ্কা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা।এদিকে সরকারের পদত্যাগে একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে রয়েছে বিএনপি। ২৭ জুলাই ঢাকায় নেতাকর্মীদের ঢল নামাতে চান তারা। এ কর্মসূচিকে টার্নিং পয়েন্ট হিসাবে দেখছেন দলটির হাইকমান্ড ও নীতিনির্ধারকরা। সূত্র: বিবিসি বাংলা।

পুলিশের অভিযানের মধ্যে তরুণীর ‘আত্মহত্যা’, মধ্যরাতে পল্লবীতে তুলকালাম
ওই তরুণীকে পুলিশ গলাটিপে হত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারা পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। ঢাকার পল্লবীর আদর্শনগর এলাকায় একটি বাড়িতে পুলিশের ‘মাদকবিরোধী’ অভিযানের মধ্যে এক তরুণীর মৃত্যুর পর ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে, ভাংচুর হয়েছে পুলিশের কয়েকটি গাড়ি। সোমবার রাতে অভিযানের সময় ওই তরুণীকে পুলিশ গলাটিপে হত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারা পুলিশকে অবরুদ্ধ করে ফেলে।পুলিশ বলছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। আত্মহত্যা মানলেও তাতে প্ররোচনার জন্য পুলিশকেই দায়ী করেছে তার স্বজনরা।এই ঘটনার তদন্ত হবে বলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, যে তরুণী মারা গেছেন, সেই বৈশাখী বেগম এবং তার মা লাভলী বেগম মাদক বিক্রি করেন। তাদের বাড়ি থেকে ২ কেজি গাঁজা ও কয়েকশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লাভলীকে গ্রেপ্তার করে থানায় আনার পথে তিনি পালিয়ে যান। সূত্র: বিডি নিউজ