Print

সারাদিন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় জয়িতা দেবনাথ নামে আট বছরের এক শিশু মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিড়বাড়ির ঢালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, জয়িতা বাবার সাথে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নিহত জয়িতা হবিরবাড়ির আওলাতলী এলাকার সুজীত দেবনাথের মেয়ে।

Nagad
Nagad