Print

সারাদিন

দুই-এক দিনের মধ্যেই বৈঠকে বসবেন তামিম-পাপন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

খেলাধুলা ডেস্ক

এশিয়া কাপের বাকি আর মাত্র একমাস। তারপরও এখন যত কথা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন কি পিঠের ব্যাথামুক্ত হয়ে এশিয়া কাপ খেলতে পারবেন? লন্ডনে চিকিৎসার সবশেষ আপডেট কী? নাকি তার পরিবর্তে অন্য কাউকে দলের নেতৃত্ব দেবেন? অনেকের মনেই এইসব প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে।

গত ৩০ জুলাই বিকেলে লন্ডন থেকে দেশেও ফিরলেন তামিম। তবে ধারণা করা হচ্ছে, আগামী দুই-এক দিনের মধ্যে তামিম ইস্যুর জট খুলবে।

বুধবার (০২ অগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই তামিমের সাথে বসবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তখন তামিমের সর্বশেষ আপডেট জানতে চাওয়া হবে।

জালাল ইউনুস আরও জানান, তামিম লন্ডনে যে চিকিৎসা করালেন, তার খবর কী? চিকিৎসক কী বলেছেন? তার আলোকে তামিম কী ভাবছেন এবং আগামী দিনে নিজেকে নিয়ে তামিমের পরিকল্পনাই বা কী? এসব নিয়ে খোলামেলা আলোচনা হবে ওই বৈঠকে।

সারাদিন/০২ আগস্ট/এমবি 

Nagad
Nagad