প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী কালুখালীর এক ধান ক্ষেত থেকে রুবেল মন্ডল মকা (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মন্ডল (মকা) কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের খলিল মন্ডলের ছেলে।
স্থানীয়রা সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের উপর হয়ে মরদেহ পরে থাকতে দেখে পুলিশ খবর দেয়। নিহতের গলায় দাগের চিহ্ন দেখা গেছে। আরও জানা যায় নিহত মকা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।