Print

সারাদিন

একই ছাদের নীচে ৬৪ জেলার বিখ্যাত সব খাবার ও পণ্য

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ৬৪ জেলার খাবার ও বিখ্যাত সব পন্য নিয়ে চলছে উদ্যক্তা মেলা। ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশান হলে ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

এসময় প্রতিমন্ত্রী ব্যাতিক্রমী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার সব স্টল পরিদর্শন করেন।

উদ্যক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের (এনবিএমইজিএফ) উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপি এই মেলা শেষ হবে ২৬ আগস্ট। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মেলা।

মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান, ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও ৬৪ জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে আমাদের এই মেলা। এখানে আপনি যেমন আপনার জেলার সেরা খাবারটি খেতে পারবেন একইভাবে খেতে পারবেন অন্য যে কোন জেলার স্বাদের খাবারটি।

তিনি বলেন, জেলা পর্যায়ের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্বাদের খাবার ও পণ্য নিয়ে ঢাকায় মেলা খুবই কম হয় তাও আবার ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে একই ছাদের নীচে। মুলত প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন এবং একই সাথে জেলা ব্র্যান্ডিং করা। জেলা পর্যায়ের বিখ্যাত খাবার ও বিখ্যাত পণ্য গুলোকে সারা দেশে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এখন থেকে এই রকম মেলা প্রতি বছর ২ বার করা হবে।

উল্লখ্য, “নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। এটা দেশের তরুণদের উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহার এর নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী কাজ। লিডারশীপ, একটিভিটি, সম্পর্ক ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে এটি বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও ব্যতিক্রমি উদ্যোক্তা সংগঠন।
শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও নেই যা এই প্লাটফর্মে “প্রতিদিন” “বিনামূল্যে” উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ে এ একটা ব্যাচে “টানা ৯০ দিন” অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ দেয়া হয়। করেছে টানা ২০০০ দিন অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড।

Nagad
Nagad