Print

সারাদিন

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

সাভার প্রতিনিধি:

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ সায়েম মোল্লা ওরফে ফেন্সি সায়েদকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পে ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে ভোরে সাভারে আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো: সায়েম মোল্লা ওরফে ফেন্সি সায়েদ (৪৫) সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত রাশেদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট তল্লাশি চালিয়ে হাতে থাকা পলিথিনের মধ্যে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: পলাশ (৩২) ও মোঃ শান্ত ২৫ নামে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে পলাতক মাদক কারবারিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Nagad
Nagad

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি জানায় সে পলাতক মাদক কারবারিদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।