প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
সারাদিন ডেস্ক
ইরাকে বোমা হামলার দায়ে ৩ জনের ফাঁসি কার্যকর
ইরাকের রাজধানী বাগদাদে ২০১৬ সালে এক ভয়াবহ বোমা হামলায় ৩২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সাত বছর আগের সেই হামলার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর- এএফপি ও বিবিসির। সূত্র: সমকাল
বাগদাদে ৭ বছর আগের ভয়াবহ বোমা হামলার দায়ে ৩ জনের ফাঁসি
ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগের এক বোমা হামলার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বাগদাদে ২০১৬ সালের ওই হামলায় ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল।২০১৬ সালের ৩ জুলাই পবিত্র রমজান মাসে বাগদাদের মানুষ আসন্ন ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল। চলছিল কেনাকাটা। বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়। এতে প্রাণ যায় অন্তত ৩২৩ জনের।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি। ইরাকের ইতিহাসেও এটা সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা। সূত্র: প্রথম আলো
সবুজ জ্বালানিতে লক্ষ্যমাত্রা ছাড়াচ্ছে ভারত
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য তথা সবুজ জ্বালানি উৎপাদন ৫০০ গিগাওয়াটে উন্নীত করতে পারে ভারত। আন্তর্জাতিক সৌরশক্তিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) মহাপরিচালক অজয় মাথুর এ কথা বলেন। তিনি বলেন, ভারত ২০৩০ সালের মধ্যে কেবল ৫০০ গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনই নয়, বরং ২০২৫ সালের মধ্যে ব্যাটারির দাম কাঙ্ক্ষিতভাবে কমিয়ে আনার মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতেও প্রস্তুত। অজয় মাথুর বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সূত্র; কালের কণ্ঠ
হঠাৎ আলোচনায় সিঙ্গাপুর
হঠাৎ করে আবারও আলোচনায় এসেছে সিঙ্গাপুর। বিএনপির শীর্ষস্থানীয় চার নেতা এখন অবস্থান করছেন সেখানে। তাঁদের মধ্যে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা হচ্ছে। ঢাকায় কথা ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে তারেক রহমানের প্রতিনিধি ও বিদেশি রাষ্ট্রের এজেন্টদের সঙ্গে সশরীরে বৈঠক করতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু সেখানে গেছেন। সেখান থেকে তারেক রহমানের সঙ্গে চলছে দফায় দফায় যোগাযোগ এবং আলাপ-আলোচনা। দৃশ্যত বিএনপির এই চার নেতা চিকিৎসার কথা বলে সিঙ্গাপুর গেলেও এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত দলটির সর্বোচ্চ ফোরামের চারজন নেতা একই সময়ে একই সঙ্গে একই দেশে অবস্থান করছেন। এটাকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে ‘বিএনপির সিঙ্গাপুর মিশন’ বলেও আখ্যা দিচ্ছেন। চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ নেই। বিএনপিকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছেন সরকারি দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নামে অপপ্রচার করা হয়েছে। সূত্র; বিডি প্রতিদিন।
নির্বাচনে তাগিদ নেই জেলেনস্কির
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা অর্থায়নে সহায়তা করলে তবেই ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে
সাংবিধানিক আইন অনুযায়ী গুনে গুনে ৬২ দিন বাকি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের। অর্থাৎ ক্যালেন্ডারের পাতা আর মাত্র দু’বার উলটালেই পরের পাতায় ‘নির্বাচন’। রেওয়াজ মেনে পাঁচ বছরের মেয়াদ শেষে চলতি বছরের অক্টোবরের শেষ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। কিন্তু চলমান যুদ্ধ এবং মার্শাল ল’র কারণে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পিছিয়েছে। যুদ্ধকালীন আবহে নির্বাচন হবে কি হবে না, সেটা পরের কথা। কিন্তু তার চেয়েও বড় কথা হলো-দেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে মোটেই তাগিদ নেই ইউক্রেনের রঙ্গমঞ্চের কৌতুক অভিনেতা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (৪৫)। ২৪ আগস্ট হঠাৎ করেই যেন তাকে জাগিয়ে তুলল ৯,১৫৩ কিলোমিটার দূরের বন্ধু যুক্তরাষ্ট্র। তিন দিন পর দেওয়া উত্তরে আগের মতোই সেই গাছাড়া ভাব। ঘুম ভাঙলেও যেন কাটছে না যুদ্ধতন্দ্রা। ইউরো নিউজ, পলিটিকো, সিএনএন, এএফপি।কিয়েভের এক প্রেস কনফারেন্সে সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘আমরা যুদ্ধ চালিয়ে যাব যাতে আপনার (জেলেনস্কির) কাছে অস্ত্র আসতে পারে এবং আপনি যুদ্ধে জয়লাভ করতে পারেন। কিন্তু আপনাকে একই সঙ্গে দুটি কাজ করতে হবে। আগামী বছর ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি চাই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।’ রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রশ্নের জেরে গ্রাহামের সেই আহবানের প্রতিক্রিয়া জানান জেলেনস্কি। বলেন, যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা অর্থায়নে সহায়তা করে তবেই ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সূত্র; যুগান্তর
ইউক্রেনের সদস্যপদ আলোচনা করতে শিগগির সম্মেলন আয়োজন করবে ইইউ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনসহ বেশ কয়েকটি দেশের সদস্যপদের বিষয়টি নিয়ে আলোচন করতে সম্মেলনের আয়োজন করা হবে। আগামী অক্টোবরেই এই সম্মেলন আয়োজিত হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার স্লোভেনিয়ায় ব্লেড শহরে অনুষ্ঠিত ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামের বৈঠকে আলবেনিয়া, বুলগেরিয়াসহ সাবেক যুগোস্লাভিয়াভুক্ত দেশগুলোর প্রতিনিধির উপস্থিতিতে চার্লস মিশেল এ কথা বলেন। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে গ্রহণ করার বিষয়টি নিয়ে বলেন, বিষয়টি এখন আর কেবল স্বপ্ন নয়। মিশেল বলেন, ‘ইইউর পরবর্তী কৌশলগত এজেন্ডা প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই একটি স্পষ্ট লক্ষ্যে নির্ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি, ২০৩০ সাল নাগাদ আমাদের উভয় পক্ষকে (বলকান দেশগুলো এবং ইইউ) এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটি উচ্চাভিলাষী মনে হতে পারে, তবে এটি প্রয়োজনীয় এবং এটি দেখায় যে আমরা বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছি।’ সূত্র: আজকের পত্রিকা ।
সৌদি আরবের পারমাণবিক যাত্রা
পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনে চীনের প্রস্তাবে সৌদি আরব ইতিবাচক সাড়া দিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। রিয়াদের পারমাণবিক শক্তিধর হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই সৌদি আরব এই তৎপরতা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলছে সংবাদমাধ্যমটি।ওয়াল স্ট্রিটের জার্নাল নাম প্রকাশ না করে সৌদি কর্মকর্তাদের বরাতে জানায়, চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান চায় না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনসিসি) সৌদি আরবকে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাবিত এই কেন্দ্রটি কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত এলাকায় নির্মিত হতে পারে। সংবাদমাধ্যমটি বলছে, চীনের এই প্রস্তাবে সাড়া দেওয়ার মাধ্যমে সৌদি সরকার যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনকে চাপে ফেলতে চাইছে। পারমাণবিক খাতে সৌদির নবযাত্রায় যুক্তরাষ্ট্রের কিছু শর্ত রয়েছে, এগুলো হলো সৌদি যেন ইরানের মতো নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে না হাঁটে এবং নিজেদের ইউরেনিয়াম ভাণ্ডার থেকে খনন শুরু না করে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, সৌদি এরকম শর্তাদি মেনে চলুক চীন তা নাও চাইতে পারে। তবে সম্ভাব্য পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন নিয়ে এখনো সিএনসিসি কিংবা সৌদি সরকারের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বলে জানায় সংবাদমাধ্যমটি। সূত্র: দেশ রুপান্তর
ইসরায়েলের সাথে যোগাযোগের জেরে লিবিয়ায় সহিংস বিক্ষোভ
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনানুষ্ঠানিক এক সাক্ষাতের কারণে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি অধিকারের কট্টর সমর্থক লিবিয়া কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।ফলে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাংগুশ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোয়েনের সাথে দেখা করেছেন – এই খবর জানাজানি হওয়ার পর লিবিয়ায় সহিংস বিক্ষোভ শুরু হয়ে যায়।আরব ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য অনেকদিন ধরেই সচেষ্ট ইসরায়েল। সে কারণেই লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর উৎফুল্ল প্রতিক্রিয়া দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: বিবিসি বাংলা।
আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ, মৃত্যু বেড়ে ১৫
উজানে অবিরাম বৃষ্টিপাতে আসামে নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যটির এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে নতুন করে আরেকজনের মৃত্যু হওয়ায় আসামে এবারের বন্যায় মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাজ্যটির অধিকাংশ নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন এলাকায় বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে সরকারি বুলেটিনে বলা হয়েছে।ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পেতে থাকায় গুয়াহাটি ও জোড়হাটের নেমাটিঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সূত্র: বিডি নিউজৎ
অস্ট্রেলিয়ান নারীর মস্তিষ্কে পাওয়া গেল ৮ সেন্টিমিটারের জীবন্ত কৃমি
৬৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান এক নারীর মস্তিষ্কের মধ্যে একটি জীবন্ত পরজীবী কৃমি পাওয়া গেছে। মানবদেহে এই সংক্রমণ প্রথমবার দেখা গেল। খবর আল জাজিরা।অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক ও গবেষকরা এই কৃমি ওই নারীর মস্তিষ্কে পান। জীবন্ত কৃমিটি ৮ সেন্টিমিটার (৩ দশমিক ১৫ ইঞ্চি) দীর্ঘ। ওফিডাসকারিস রবার্টসি নামের কৃমির পোষক হলো কার্পেট পাইথন নামক অজগর। ওই নারীর মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় কৃমিটিকে জীবন্ত এবং কিলবিল করা অবস্থায় পাওয়া যায়। কৃমির লার্ভা ফুসফুস ও লিভারসহ ওই নারীর শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও আক্রান্ত করেছে বলেও সন্দেহ করা হচ্ছে। সূত্র; বাংলানিউজ