প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩
সারাদিন ডেস্ক
গ্যাবনে অভ্যুত্থান
সেনা শাসনের সমর্থনে রাস্তায় মানুষ
ধ্য আফ্রিকার দেশ গ্যাবনে গত বুধবার সেনা অভ্যুত্থানের পর রাজধানী লিব্রেভিলসহ বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে সেনাদের সঙ্গে উল্লাস করছে। প্রভাবশালী বঙ্গ পরিবারের ৫০ বছরের বেশি সময়ের শাসন থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির কথা বলছে তারা। এদিকে বিভিন্ন বিশ্বনেতার পাশাপাশি আফ্রিকার কয়েকটি আঞ্চলিক জোট অভ্যুত্থানের সমালোচনায় সরব হয়েছে। তবে পশ্চিমারা গ্যাবনের নির্বাচনপ্রক্রিয়ার সমালোচনার সঙ্গে সঙ্গে দেশটির অভ্যুত্থানের বিরুদ্ধেও কথা বলেছে।
গত বুধবার নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত আলী বঙ্গকে ক্ষমতাচ্যুত করার পর গ্যাবনের সামরিক বাহিনী ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ইসিসিএএস) গঠন করেছে। সূত্র; কালের কন্ঠ
জম্মু-কাশ্মীর সমস্যা
রাজ্যের মর্যাদা এখনই ফেরানো সম্ভব নয়, আদালতে জানাল কেন্দ্র
ভারতের জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনই দেওয়া সম্ভব নয়। দেশটির শীর্ষ আদালতকে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। তবে এটাও জানিয়েছে রাজ্যটিতে যে কোনো দিন নির্বাচন হতে পারে। কেন্দ্র আরও জানিয়েছে, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করার বিষয়টি একটি অস্থায়ী প্রক্রিয়া।জম্মু-কাশ্মীরকে কবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে- গতকাল এই সম্পর্কিত একটি মামলার শুনানি চলছিল দেশটির সুপ্রিম কোর্টে। মামলাটির শুনানি হচ্ছে দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। কেন্দ্র এবং জম্মু-কাশ্মীর সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ২০১৯ সালের ৫ আগস্ট সংসদে ঘোষণা দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। এই ধারার অধীন ৩৫এ ধারায় ভারতীয় ভূখণ্ডে থেকেও জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা যে বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতেন তা খারিজ হয়ে যায়। পাশাপাশি জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করা হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার শীর্ষ আদালত কেন্দ্রের কাছে নির্দিষ্ট করে জানতে চেয়েছিল জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য কোনো সময়সীমা বা গতিপথ তৈরি করা হয়েছে কি না। সূত্র: বিডি প্র্রতিদিন।
চীনের নয়া মানচিত্রে ক্ষুব্ধ প্রতিবেশীরা
দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের নয়া মানচিত্র প্রত্যাখ্যান করেছে ফিলিপাইন-মালয়েশিয়া ও স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ান। এদিকে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করে সম্প্রতি চীন যে ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে, তাতে ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীন গত সোমবার যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে ইংরেজি অক্ষর ‘ইউ’ আকারের মত লাইনে সাগরের ৯০ শতাংশ এলাকা কভার করা হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত ও প্রতিযোগিতপূর্ণ বাণিজ্য জলপথ দক্ষিণ চীন সাগর ঘিরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ রয়েছে। প্রতি বছর ৩ লাখ কোটি টাকার বানিজ্যপণ্য চলাচল করে এই জলপথ দিয়ে। এ ছাড়া এখানে মৎস্য সম্পদও আছে প্রচুর। পুরো অঞ্চলের লাখ লাখ মানুষ এই সাগরে মাছ ধরে জীবন চালায়। বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা চলে এখানে। এছাড়া সাগরের প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের আশেপাশে খনিজসম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরে একক আধিপত্য দাবি করে বেইজিং। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়াও দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করেছে। সূত্র : দৈনিক বাংলা।
মানচিত্র বিতর্কে কূটনৈতিক সংকট
সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার পর সীমান্ত উত্তেজনা প্রশমনের কথা জানায় দুপক্ষ। অথচ এর মাত্র চার দিন পরই চীনের প্রকাশিত নতুন মানচিত্রে অরুণাচলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়। এ ছাড়া বিতর্কিত আকসাই চীনকে ওই মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়। ইতিমধ্যে চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ভারত। এ পরিস্থিতিতে বিবিসিতে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীন ভারতকে এ নিয়ে অতিরিক্ত উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিবিসি বলছে, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তা সংস্থা রয়টার্স বলছে, জিনপিং কেন ভারতে যাচ্ছেন না তা স্পষ্ট করা হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, মানচিত্র বিতর্কের প্রেক্ষাপটে ভারত সফর এড়াতে চেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবিসি বলছে, তারা রয়টার্সের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। মানচিত্র বিতর্ক নিয়ে দুই বড় প্রতিবেশীর নতুন উত্তেজনা তুলে ধরে বিবিসি জানায়Ñ অরুণাচল, আকসাই চীনকে দক্ষিণ তিব্বত হিসেবে মানচিত্রে দেখিয়েছে চীন। এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মঙ্গলবার বলেন, মঙ্গলবার এনডিটিভিকে তিনি বলেন, ‘চীন অতীতেও মানচিত্র প্রকাশ করে অন্য দেশের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস।’ এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘তাদের দাবি আমরা নাকচ করছি। এর কোনো ভিত্তি নেই। চীনের এ ধরনের পদক্ষেপ শুধু সীমান্ত-সংক্রান্ত প্রশ্নকে আরও জটিল করবে।’ ভারতের এমন প্রতিক্রিয়ার জবাব দিয়েছে চীন। বিবিসির গতকালের প্রতিবেদনে জানানো হয়, ভারতকে এ ব্যাপারে ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দিল্লিকে এ মানচিত্র নিয়ে ‘অতি ব্যাখ্যা দাঁড়’ করানো থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে বেইজিং। সূত্র: দেশ রুপান্তর
মূল্যস্ফীতি রুখতে চালের দাম বেঁধে দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চালের দাম বেঁধে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপিনোদের জীবনযাত্রার ব্যয় কমাতে, বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার এক নির্বাহী আদেশে চালের দাম নির্ধারণ করে দেন মার্কোস জুনিয়র।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত নির্বাহী আদেশে বলা হয়েছে, ফিলিপিনোদের ওপর চলমান উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের কারণে এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সুবিধা দিতে চালের মূল্য বেঁধে দেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কার্যালয়ের নির্বাহী আদেশ অনুসারে সাধারণ মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ ফিলিপিনো পেসো এবং তুলনামূলক উন্নতমানের মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ পেসো। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মূলত মজুত এবং ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে অবৈধভাবে চালের মূল্য বাড়ানো, কম ফলন এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ভারতের চাল-সূত্র: আজকের পত্রিকা।
এবার সিয়েরা লিওনের নির্বাচন নিয়ে মার্কিন ভিসানীতি ঘোষণা
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার অভিযোগে ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই নতুন ভিসানীতি ঘোষণা করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।চলতি বছরের জুনে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৬ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জুলিয়াস মাদা বায়ো। যদিও প্রধান বিরোধী দল নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সিয়েরা লিওনসহ সারা বিশ্বে গণতন্ত্রকে সহায়তা ও এগিয়ে নিয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের জুনে সিয়েরা লিওনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার দায়ে অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় দেশটির জন্য একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি। সুত্র; কালবেলা।
শ্রীলংকা পারলে বাংলাদেশ পারেনা কেন?
হার দিয়েই নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলংকা অনায়াসে পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। েপাল্লেকেলেতে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই টার্গেটে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি শ্রীলংকার।ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যর্থতার জন্য আঙুল তুলেছেন ব্যাটসম্যানদের দিকে। তিনি বলেন, ব্যাটসম্যানরা ভালো টার্গেট দিতে না পারাতেই এ পরাজয় হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশের দলের পারফরম্যান্স ঘিরে উঠেছে বেশ কিছু প্রশ্ন।টস জিতে ব্যাটিং কেন?পাল্লেকেলেতে এদিন টস জেতেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টস জেতার পর তার ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিস্মিত করে অনেককেই। সূত্র; বিবিসি বাংলা।
কঙ্গোতে জাতিসংঘ মিশনবিরোধী বিক্ষোভ, নিহত ৪৮
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। সংবাদ মাধ্যম বাংকক টাইমস জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় ইউএন মিশনবিরোধী বিক্ষোভে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ জন এবংআহত কমপক্ষে ৫৬ জন।জাতিসংঘবিরোধী হিংসাত্মক এই বিক্ষোভ কঙ্গোর সেনাবাহিনী কঠোরভাবে দমন করা শুরু করলে বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে।বিক্ষোভের সময় একজন পুলিশ সদস্যের ওপর হামলার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে কঙ্গোলিজ সৈন্যরা ক্র্যাকডাউন শুরু করে। সূত্র: চ্যানেল আই অনলাইন
চীনের মানচিত্রে অরুণাচল; ভারতকে ‘শান্ত থাকতে’ বলল বেইজিং
চীন সরকার গত সোমবার (২৮ আগস্ট) দেশটির মানচিত্রের নতুন সংস্করণে প্রথমবারের মতো ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচলকে নিজেদের অঞ্চল হিসেবে দেখিয়েছে। সেই সঙ্গে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বিরোধপূর্ণ আকসাই চীনকেও। এতে করে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন। খবর বিবিসির। বিতর্কিত মানচিত্রটি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লঞ্চও করা হয়েছে। চীনের এমন কর্মকাণ্ডে ভারত প্রতিবেশী শক্তিধর দেশটির তীব্র সমালোচনা করেছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে কূটনৈতিক ভাষায় ভারতকে ইস্যুটিকে ‘অতিমূল্যায়ন’ থেকে বিরত থাকতে এবং ‘শান্ত থাকতে’ বলা হয়েছে। এদিকে আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন। ঐ সম্মেলনে এতদিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিতই ছিল। তবে গতকাল (বৃহস্পতিবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস কনফারেন্সে সম্মেলনটিতে জিনপিংয়ের যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলার ঘটনায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সূত্র: জাগো নিউজ