প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
বিনোদন ডেস্ক
বলিউড ভাইজান সালমান খানের ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সালমান-ক্যাটরিনা অভিনীত ‘টাইগার-থ্রি’ এর পোস্টার বেশ সাড়া ফেলেছে। জানা গেছে, চলতি বছর হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলিতে সিনেমাটি মুক্তি পাবে।
‘টাইগার-থ্রি’ মুক্তির দিনক্ষণ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সালমান খান। সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করে বলিউড ভাইজান লিখেছেন, “টাইগার-থ্রি’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।”
ওই পোস্টারে দেখা গেছে, সালমান খানের সাথে আছেন ক্যাটরিনা কাইফ। দুইজনের চোখমুখ ক্ষিপ্র। তাদের হাতে শক্তিশালী বন্দুক। অনুমান করা হচ্ছে, নতুন মিশনে অ্যাকশন-থ্রিলে চমক দেখাবেন তারা।
সালমান খানের টাইগারে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও। জানা গেছে, চলতি বছর নভেম্বরে দিওয়ালি উপলক্ষে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মা। এতে খলচরিত্রে থাকবেন ইমরান হাশমি। আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।
সারাদিন/০৪ সেপ্টেম্বর/এমবি