প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
সারাদিন ডেস্ক
জনপ্রশাসন
ভোটের আগে ‘খুশি রাখতে’ পদোন্নতি
পদ না থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের আগে বিপুলসংখ্যক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসনের কর্মকর্তাদের ‘খুশি রাখতে’ সামনে আরও পদোন্নতি আসছে বলে জানা গেছে। তবে অনুমোদিত পদের চেয়ে অনেক বেশিসংখ্যক পদোন্নতি দেওয়ায় এসব কর্মকর্তার বেশির ভাগকে আগের পদে কাজ করতে হবে। অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে থাকতে হবে। বিশ্লেষকদের মতে, আগের দুই জাতীয় নির্বাচনের মতো এবারও ভোটের আগে জনপ্রশাসনে পদোন্নতি দেওয়া হচ্ছে।গত সোমবার রাতে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। এর আগে গত মে মাসে ১১৪ জন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। আগামী মাসে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচকে (চাকরিতে যোগদান ২০১১) পদোন্নতি দেওয়া হবে বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে। সূত্র: প্রথম আলো
সাজা হয় না হুন্ডি কারবারিদের
♦ চার্জশিট ও নিম্ন আদালতে রায়ের আগেই জামিন নেয় সবাই ♦ সবচেয়ে বেশি টাকা পাচার লন্ডন দুবাই মালয়েশিয়া ও সিঙ্গাপুরে, হুন্ডি বন্ধ হলে স্বাভাবিক হবে ডলার বাজার
হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের ঘটনা যেন থামছেই না। সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো ব্যাপক নজরদারি, নিয়মিত অভিযান পরিচালনা, নানা প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে হুন্ডিবাণিজ্য। দীর্ঘদিন ধরে অর্থ পাচার ব্যক্তিপর্যায়ে থাকলেও কয়েক বছর ধরে ভয়ংকর এ অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন বড় প্রতিষ্ঠান। নানা কৌশলের আশ্রয় নিয়ে তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। হতাশার খবর হলো, কোনো কোনো মামলায় অপরাধের প্রমাণাদিসহ আদালতে চার্জশিট দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত অপরাধীদের বিরুদ্ধে সাজার রায়ও দিয়েছেন। তবে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া এসব ভয়ংকর অপরাধী। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতিবাজরা অনেক শক্তিশালী, তবে রাষ্ট্র থেকে নয়। তারা বড় বড় আইনজীবী নিয়োগ করে উচ্চ আদালতে মামলা ‘স্টে’ করিয়ে রাখছেন। সূত্র: বিডি প্রতিদিন
আদালতকেন্দ্রিক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি
সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আদালতকেন্দ্রিক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এ পর্যায়ে আদালতের বিভিন্ন রায়ের প্রতিবাদে সমাবেশ, সেমিনার এবং আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, সরকার আদালতকে ব্যবহার করে বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। নির্বাচনের আগে বিরোধী নেতাদের সাজা দিতে দ্রুত বিচারকাজ শেষ করা হচ্ছে। তাঁরা মনে করেন, এর প্রতিবাদ জানাতে কর্মসূচি দেওয়ার এখনই উপযুক্ত সময়। সূত্র: কালের কণ্ঠ
কৃষিবিদ হয়ে মহাকাশ গবেষণার চেয়ারম্যান, সরানো হলো সেই আবদুস সামাদকে
নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. আবদুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার জাতীয় সংসদ সচিবালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের মাধ্যমে ইতিহাস গড়ে ভারত। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে এবং দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে মহাকাশযানের সফল অবতরণের মাধ্যমে ইতিহাস স্থান করে নেয় ভারত। ওই খবর আসার পর পরই আলোচনায় আসে বাংলাদেশের স্পারসো। ভারতের এই সাফল্যের পেছনে সব অবদান দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস সোমনাথ একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদ একজন কৃষিবিদ। সূত্র: যুগান্তর
ফ্রিল্যান্সিংয়ে বিদেশি প্রতারকের খপ্পরে ৫ হাজার মানুষ
অ্যামাজন পদ্ধতির পর আরেক ফাঁদ
ফ্রিল্যান্সিং বা ঘরে বসে অনলাইনে আয়ের সুযোগ খোঁজেন দেশের অনেকেই। আর তাদের টার্গেট করে প্রযুক্তিগত প্রতারণার সুনিপুণ ফাঁদ পেতে রেখেছে বিদেশি একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই চোখে পড়ে তাদের লোভনীয় বিজ্ঞাপন। আগ্রহী কেউ বিজ্ঞাপনে ক্লিক করলেই তাঁর সঙ্গে যোগাযোগ করে চক্রের সদস্যরা। কাজ পাওয়ার জন্য শুরুতেই বিশেষ অ্যাপে নিবন্ধন করতে বলা হয়। এর পর ভার্চুয়ালি পণ্য কেনাবেচার বিনিময়ে কমিশন দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয় টাকা। অনলাইনে আয়প্রত্যাশীরা ভার্চুয়াল ওয়ালেটে কমিশন জমা হতে দেখেন; বাস্তবে কখনোই তা হাতে পান না। সংশ্লিষ্টরা জানান, চক্রটি প্রথমে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের নামে এ ধরনের প্রতারণা শুরু করে। বিষয়টি অনেকে জেনে যাওয়ায় এখন তারা দারাজ ও ফ্লিপকার্টের নামে একইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে বেকার যেমন আছেন; তেমনি আছেন ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলীও। এক স্কুলশিক্ষকই খুইয়েছেন ৫ লাখের কিছু বেশি টাকা। কথিত কমিশনসহ তাঁর ভার্চুয়াল ওয়ালেটে জমেছিল ১৯ লাখ টাকা, যার কিছুই তিনি পাননি। অনলাইনে আয় করতে গিয়ে উল্টো টাকা খুইয়ে আসা এমন ভুক্তভোগীর সংখ্যা দেশে অন্তত পাঁচ হাজার বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। সূত্র: সমকার
অক্টোবরে শেষ দেখার আশায় বিএনপি
ঢাকাকেন্দ্রিক লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। শেষ ধাপের এই কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী অক্টোবর মাস সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর নেতারা জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী নভেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা হওয়ার কথা। তাই যা করার, অক্টোবরের মধ্যেই করতে হবে। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত আন্দোলন অক্টোবরে করলেও এর আগে মাঠ গরম রাখতে ঢাকা এবং ঢাকার বাইরে যুগপৎ আন্দোলনের বেশ কিছু কর্মসূচি পালন করবে বিরোধী দলগুলো। এর অংশ হিসেবে আগামী শুক্রবার থেকে আবারও যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি মাঠে গড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন নেতারা। সূত্র: আজকের পত্রিকা।
ভারতে ‘জিততে চান’ প্রধানমন্ত্রী
জাতীয় নির্বাচনের আগে বিদেশিদের, বিশেষ করে পরাশক্তিগুলোর রাজনীতির ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ‘নজিরবিহীন’ তৎপরতার কারণে সরকারও চাপে আছে।দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকেন্দ্রিক হয়ে উঠেছে। ভারত ও চীন আপাতত রাজনীতি নিয়ে উল্লেখযোগ্য হস্তক্ষেপ না করলেও যুক্তরাষ্ট্রের তৎপরতা বিতর্কের সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জি-২০ সম্মেলনে যোগ দিতে সফরে যাচ্ছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো অবস্থায় প্রতিবেশী ভারতকে পাশে চায় সরকার। শুধু পাশে আছে সেটাই নয়, ভারত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে আছে এটি প্রকাশ্যে নিয়ে আসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রবিরোধী সমালোচনা বেড়েছে। অন্যদিকে চীনকে ইস্যু করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আড়চোখে দেখছে, এমন দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন নিজেও। ভারতও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি দৃষ্টি কুঁচকে রেখেছে, এমন তথ্য জানিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। তারা মনে করেন, বাংলাদেশ ইস্যুতে ভারতের দৃষ্টি কুঁচকে রাখার সময় এখন আর নেই। সূত্র: দেশ রুপান্তর
তৈরি পোশাক রপ্তানির নামে অর্থ পাচারের আসল চিত্র কী?
তৈরি পোশাক রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে ৮২১ কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচারের ঘটনা শনাক্তের পর বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা বলছেন, এটি পুরো ঘটনার ছোট একটি অংশ মাত্র। পাচারের আসল চিত্র আরও অনেক বড়। প্রায় ছয় মাস ধরে তদন্তের পর বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা এটি শনাক্ত করলেও এই পাচারের ঘটনা ঘটেছে গত ছয় বছর ধরে। এই অর্থ পাচারের সঙ্গে একাধিক চক্র জড়িত বলে কর্মকর্তারা জানতে পেরেছেন, যাদের মধ্যে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তির যোগসূত্রও তারা পেয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে আরও গভীর ও বিস্তৃত তদন্ত সাপেক্ষে অনুকম্পা বা ভয়ের ঊর্ধ্বে থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এর আগেও বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলোর একাধিক গবেষণায় দেখা গেছে, আমদানি-রপ্তানির সময় পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানোর মাধ্যমে অর্থ পাচার করা হয়ে থাকে। তবে নমুনা পণ্যের নামে অর্থ পাচারের ঘটনা এর আগে শোনা যায়নি। সূত্র: বিবিসি বাংলা।
ঘুন ধরছে বাঁশ গবেষণা কেন্দ্রে
জনবলের অভাবে থমকে আছে নীলফামারীর ডোমারের আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। গবেষণা কর্মকর্তাসহ কেন্দ্রে ২৬ জন থাকার কথা থাকলেও রয়েছে ১২ জন। এতে কাঙ্ক্ষিত গবেষণা হচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ। সূত্র জানায়, ২০১৬ সালে ১৭ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে নীলফামারীর ডোমারে দুই একর জমির ওপর নির্মিত হয় আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে রংপুর বিভাগের আট জেলায় আধুনিক পদ্ধতিতে বাঁশ চাষের ওপর এক হাজার ৮০০ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেজন্য ১০টি প্রদর্শনী প্লটের মধ্যে আটটি তৈরি হয়। ১৯ গবেষণা কার্যক্রমের মধ্যে ১৩টি সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। সূত্র: জাগোনিউজ
এনার্জি ড্রিংকস : ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটানোর পাশাপাশি আড্ডা, পার্টি, পিকনিক কিংবা বাসাবাড়ির যে কোনো অনুষ্ঠানে অনুষঙ্গ হয়ে উঠেছে এনার্জি ড্রিংকস ও সফট ড্রিংকস (কোমল পানীয়)। কেউ কেউ ভাত-মাংস, এমনকি পানির মতো গ্রহণ করেন এগুলো। স্কুলের টিফিনে শিশুদের খাবার কিংবা কোমল পানীয় দিয়ে অতিথিকে আপ্যায়ন— যেন মানুষের রীতি বা অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বড়দের জন্য এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অথচ শিশুদের ক্ষেত্রে? এটি নিয়ে কেউ কি চিন্তা করেছেন? এসব পানীয়ের প্রতি আসক্তির বিষয়টি উঠে আসে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০২২)। সেখানে দেশের ৩০ হাজার ৩৭৫টি পরিবারের কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়। খাদ্য গ্রহণসংক্রান্ত তথ্য নেওয়া হয় ছয় থেকে ২৩ মাস বয়সী দুই হাজার ৫৭৮টি শিশুর কাছ থেকে। জরিপের ফলে উঠে আসে, ৩২ শতাংশ শিশু তথ্য সংগ্রহের আগের দিন কোমল পানীয় পান করেছেন। ৪৯ শতাংশ শিশু অতিরিক্ত চিনি ও লবণজাতীয় অস্বাস্থ্যকর খাবার খেয়েছেন। সূত্র; ঢাকা পোস্ট