প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
সারাদিন ডেস্ক
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিজয়ী ১০ সংরক্ষিত নারী কাউন্সিলরকে সংবর্ধনা (সন্মাননা) প্রদান করা হচ্ছে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির (সদর রোড) সড়ক বিডিএস মিলনায়তন সভা কক্ষে ‘সাপ্তাহিক জাগো নারী’ পত্রিকাটি নবম বর্ষে পদার্পন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভপতিএম আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর সহধর্মীনী, নারীনেত্রী লুনা আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
বক্তারা বলেন, সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকাটি বিগত ৯ বছর যাবৎ নারীর ক্ষমতায়ন, নারী জাগরণ ও নারী বিষয়ক সকল প্রকার সংবাদ প্রকাশে অগ্রনী ভুমিকা পালন করে আসছে।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিসিসি নির্বাচনে বিজয়ী ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নগরীর বিশিষ্টজন, প্রিন্ট ও ইলেক্টট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।