প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সারাদিন ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহে উত্তর আমেরিকার এই দেশটিতে তিনি যেতে পারেন এবং সে সময়ই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং মার্কিন কংগ্রেসে যাবেন।
জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই হাজার ১০০ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।
এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন। তবে, এই সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি ওই কর্মকর্তা।
আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলেনস্কির জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবে। তবে, এ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভলোদিমির জেলেনস্কি শেষবার লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় সরাসরি আলোচনা করেছিলেন। এর আগে তারা মে মাসে জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে বৈঠকে বসেছিলেন।
এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির যুক্তরাষ্ট্রে এটিই দ্বিতীয় সফর হতে চলেছে। যুক্তরাষ্ট্রে তার প্রথম সফর নিরাপত্তা উদ্বেগের কারণে ব্যাপক গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। মূলত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের বাইরে সেটিই ছিল জেলেনস্কির প্রথম কোনও সফর।