Print

সারাদিন

কলকাতায় জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

সারাদিন ডেস্ক

এবার বলিউড অভিনেত্রী জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের শিয়ালদা আদালত। এ নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতারণার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ান জারি হয়েছে বলিউড এ অভিনেত্রীর বিরুদ্ধে।

জানা গেছে, জারিন খান লক্ষ লক্ষ রুপি নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল তার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত এক সংবাদে জানা গেছে, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপূজার ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে এ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে।

নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ।

তাদের অভিযোগ এই ঘটনার পরই মুম্বইতে কাজ পেতেও অসুবিধা হয় ওই সংস্থার। পরবর্তী পদক্ষেপ হিসেবে জারিন খানকে নোটিশ দেওয়া হতে পারে। তাতেও অভিনেত্রীর তরফে সাড়া না মিললে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে।

জেরিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Nagad
Nagad