প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সারাদিন ডেস্ক
শস্য আমদানি বন্ধ রাখা তিন দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা
স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) মামলা করেছে ইউক্রেন। মূলত ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করায় এই তিন দেশের বিরুদ্ধে কিয়েভের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কিয়েভের অভিযোগ, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইউক্রেনের প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। যদিও তিনটি দেশের দাবি, ইউক্রেন থেকে সস্তায় অতিরিক্ত আমদানির জেরে কৃষিপণ্যের দাম পড়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই নিজেদের কৃষকদের রক্ষায় তারা এই উদ্যোগ নিয়েছে।গতকাল সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ইউলিয়া সুভয়ুরয়ুদেঙ্কো বলেন, ‘এটা আমাদের জন্য প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ, কোনো দেশ এককভাবে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিতে পারে না। এ জন্য আমরা তাদের (স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরি) বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করেছি।’ সূত্র: প্রথম আলো
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন
নিউ ইয়র্কে জলবায়ুকর্মীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের আগে শহরটির রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার জলবায়ু আন্দোলনকর্মী। স্থানীয় সময় রবিবার তাঁরা জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহবান জানান।নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে প্রায় ৭০০টি সংগঠন ও অধিকার আন্দোলনকর্মীরা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে আন্দোলনকর্মীরা ‘বাইডেন, জীবাশ্ম জ্বালানির ইতি টানো’, ‘জীবাশ্ম জ্বালানি আমাদের খুন করছে’, ‘আমি আগুন ও বন্যার জন্য ভোট দিইনি’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় অধিকারকর্মীদের। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সূত্র: কালের কণ্ঠ
জাতিসংঘ অধিবেশন
পরিবেশ ও যুদ্ধই এবার প্রাধান্য পাবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হচ্ছে আজ। ধারণা করা হচ্ছে- এবারের অভিবেশনে জলবায়ু সংকট ও ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে। এবারের অধিবেশনে অন্তত ১৪০ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি অংশ নেবেন। দুই সপ্তাহের এ অধিবেশনে একাধিক বৈঠকে এসব বিষয় নিয়ে বিতর্ক শুরু হবে। জাতিসংঘের বার্ষিক আয়োজনের মধ্যে এ বিতর্কের প্রতি নজর থাকে বিশ্ববাসীর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এটি হলো এমন একটি মুহূর্ত যখন প্রতি বছর বিশ্বের সব প্রান্তের নেতারা শুধু যে বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করেন তা নয়, সাধারণ কল্যাণের জন্য কাজ করেন। এ মুহূর্তের বিশ্বের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এবারের সাধারণ বিতর্ক ‘আস্থা পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুজ্জীবিত করা : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং স্থায়িত্বের দিকে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিত করা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হবে। সূত্র: বিডি প্রতিদিন।
পাকিস্তানে চমক দেখালেন নতুন প্রধান বিচারপতি
সুপ্রিমকোর্টের ইতিহাসে প্রথম লাইভ শুনানি
প্রথমদিনেই চমক দেখালেন পাকিস্তানের সুপ্রিমকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। দেশটির বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো লাইভ সম্প্রচার হলো সুপ্রিমকোর্টের শুনানি। এখানেই শেষ নয়, সামনের দিনগুলোতেও দেশটির গুরুত্বপূর্ণ মামলাগুলো লাইভ-স্ট্রিমিংয়ে দেখানো হবে। এমন সিদ্ধান্তই নিয়েছেন সুপ্রিমকোর্টের ‘ফুল কোর্ট’। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘পিটিভি’তে সরাসরি সম্প্রচার করা হবে মামলার রায়গুলো। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সম্পূর্ণ আদালতের (ফুল কোর্টের) বৈঠক ডাকেন। সম্প্রচারের বিষয়টি কার্যধারার শুরুর আগে বৈঠকে চূড়ান্ত করা হয়। এ লক্ষ্যে আদালতের এক নম্বর কক্ষে পাঁচটি ক্যামেরা বসানো হয়েছে। দর্শনার্থীদের গ্যালারিতে চারটি ক্যামেরা এবং বিচারকদের সামনে ও আইনজীবীদের বক্তৃতা মঞ্চে একটি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সোমবার সরাসরি এ কার্যক্রম দেখতে চোখ স্থির করে বসেছিলেন উৎসুক জনতা। জিও নিউজ।পূর্বসূরি উমর আতা বান্দিয়ালের মতো প্রধান বিচারপতির জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি নেননি তিনিও। কোনো প্রটোকল ছাড়া ব্যক্তিগত গাড়িতে পৌঁছান সুপ্রিমকোর্টে। শীর্ষ আদালতের ‘ফুল কোর্টে’ ১৫ জন বিচারপতিকে নিয়ে বৈঠকে স্টাফদের তিনি বলেছেন, সমস্যা সমাধানের আশায় সুপ্রিমকোর্টে আসেন জনগণ। ভিজিটরদের সঙ্গে অতিথির মতো আচরণ করবেন। তিনি আরও বলেন, বিচারের দরজা উন্মুক্ত থাকা উচিত। সূত্র: যুগান্তর
ভারতের বিরুদ্ধে শিখ নেতাকে হত্যার অভিযোগ ট্রুডোর
ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক শিখ নেতাকে হত্যার ‘গুরুতর অভিযোগ’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ অভিযোগ তদন্তের প্রেক্ষিতে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। খবর টরেন্টো স্টারের -গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জার। হারদ্বীপ সিং ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছিলেন। তিনি ভারতে শিখদের আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবির আন্দোলনের অন্যতম বড় নেতাও ছিলেন। ট্রুডো বলেন, হারদ্বীপের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পেয়েছে কানাডার গোয়েন্দারা।তিনি আরও বলেন, সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়টি নিয়ে তিনি কথা বলেছিলেন।কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে এটি আমাদের সার্বভৌমত্ব এবং দুই দেশের মধ্যেকার সবচেয়ে প্রাথমিক নিয়ম লঙ্ঘনের ঘটনা হবে। এ কারণে আমরা একজন শীর্ষ ভারতীয় কূতনীতিককে বহিষ্কার করেছি। সূত্র: সমকাল
জাতিসংঘ শীর্ষ আদালতের মুখোমুখি ইউক্রেন-রাশিয়া
গত বছরের আগ্রাসনের কারণ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘গণহত্যা’ সংক্রান্ত মস্কোর দাবির পরিপ্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেন গতকাল সোমবার থেকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের শীর্ষ আদালতের রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেয়ার এখতিয়ার আছে কি না তা নিয়ে হেগের শান্তি প্রাসাদে দুই যুদ্ধরত দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ আগ্রাসনের নির্দেশ দেয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিরা কিয়েভ শাসকের আক্রোশ ও গণহত্যার শিকারের যুক্তি দেখায়। আগ্রাসনের দুদিন পর রাশিয়ার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। ইউক্রেন জোরালোভাবে অস্বীকার করে যুক্তি দেখায় যে, রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গণহত্যার বিষয়টি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন। সূত্র: দৈনিক বাংলা ।
প্রতিবেদনে ক্ষুব্ধ আঙ্কারা
ইউরোপের ওপর ক্ষুব্ধ এরদোয়ান
ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে বেশ কয়েক বছর ধরেই আমেরিকা ও ইউরোপের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না তুরস্কের। এক সময়কার ইউরোপের রুগণ ব্যক্তি হিসেবে পরিচিত তুরস্ক এখন অঞ্চলটির বেশ প্রভাবশালী রাষ্ট্র। তাই কারও চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করেন না দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টে তুরস্কবিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তুরস্কের সমালোচনা করা হয়। এ ছাড়া ইউরোপীয় মূল্যবোধ থেকে ক্রমেই দূরে সরছে বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। আর এতেই ব্যাপক চটেছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের সেই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জোটটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
স্থানীয় সময় শনিবার জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রার আগে রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট জানান, প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে তুরস্ক। এমনকি পরিস্থিতি বিবেচনা করে জোটের সদস্য পদের আবেদনও প্রত্যাহার করতে পারে আঙ্কারা, এমন ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। সূত্র: কালবেলা।
৬০০ কোটি ডলার ফেরত পেল ইরান, মুক্ত ৫ মার্কিন নাগরিক
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় আজ সোমবার পাঁচ মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইরান। তাঁরা কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। তা ছাড়া এ চুক্তির আওতায় ইরানের জব্দ করা বিপুল অর্থও ফেরত দেওয়া হয়েছে।ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬০০ কোটি ডলার আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের ছয়টি অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়। সূত্র: আজকের পত্রিকা ।
চীনভীতিতে পশ্চিমাপ্রীতি!
ভারত থেকে ঔপনিবেশিকতার ছাপ ধুয়ে-মুছে সাফ করতে ব্যস্ত হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত ক্ষমতাসীন দল বিজেপি। দুইশ বছরের ব্রিটিশ শাসন, তারও আগে মুঘল শাসনের সময়ে ভারতের নানা জায়গার নাম-পরিচয়ে সংস্কৃতভাব ফুটিয়ে তুলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। এমনকি ঔপনিবেশিক শক্তির দেওয়া ‘ইন্ডিয়া’ নামের চেয়ে ‘ভারত’ নামেই যে বিজেপি স্বস্তি পায় তা আসিয়ান ও সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্র ও নামফলকেই স্পষ্ট করার চেষ্টা দেখা গেছে। ইন্ডিয়া না লিখে মোদি সরকার সব জায়গায় লিখতে চাইছে ভারত। এ ছাড়া ব্রিটিশদের করে যাওয়া আইনের সামান্য এদিক-সেদিক করে সেসব আইনের নামেও আনা হচ্ছে ভারতীয় ছাপ। অথচ মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পক্ষ নিচ্ছেন পশ্চিমাদের, যারা কি না একসময় ভারত উপমহাদেশ এবং আফ্রিকায় কায়েম করেছিল উপনিবেশ! ঔপনিবেশিকতার ছাপ ঝেঁটিয়ে বিদায় করতে চাওয়া ভারত সরকারের এই মন্ত্রীর পশ্চিমাপ্রীতির নেপথ্যে রয়েছে পরাক্রমশালী হয়ে ওঠা চীনকে মোকাবিলার কূটনীতি, যা জয়শঙ্করের বক্তব্যেই স্পষ্ট। মালায়ালাম নিউজ চ্যানেল এশিয়ানেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমা বিশ্ব মানেই খারাপ নয়। দীর্ঘ সময় ধরে যে এই ধারণা বয়ে বেড়ানো হচ্ছে, তা এবার পরিত্যাগ করা উচিত। পশ্চিমারা “খারাপ লোক” নয় এবং পশ্চিমাদের নেতিবাচক উপায়ে দেখার “সিনড্রোম” কাটিয়ে উঠতে হবে।’গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সাক্ষাৎকারে বলা জয়শঙ্করের মনোভাব তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের নিয়ে ধারণা পরিবর্তনের কথা বললেও জয়শঙ্কর সতর্কভাবে জানান, তিনি পশ্চিমাদের হয়ে ‘ব্যাটিং’ করছেন না। অর্থাৎ তিনি পশ্চিমাদের পক্ষ নিয়ে মাঠে নামেননি। সূত্র: দেশ রুপান্তর
এফ-৩৫ যুদ্ধবিমান খুঁজতে আমজনতার সাহায্য চাইল মার্কিন সেনারা
মার্কিন সেনাবাহিনীর একটি এফ-৩৫ ফাইটার জেট মাঝ আকাশে হারিয়ে যাওয়ার পর সেটিকে খুঁজে বের করতে সে দেশের সামরিক বাহিনী সাধারণ মানুষের সাহায্য চেয়েছে।ওই যুদ্ধবিমানটি হারিয়ে যাওয়ার আগে সেটির পাইলট আকাশে ‘ইজেক্ট’ করে এয়ারক্র্যাফট থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। যুদ্ধবিমানটি তখন আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে উড়ছিল। ঘটনাটি ছিল রবিবার বিকেলের।ওই জেটের পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ইজেক্ট করে নিরাপদেই প্যারাশুটে করে অবতরণ করেছিলেন বলে জানানো হয়েছে।তিনি এখন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।ফাইটার জেট বিমানটির সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জানাচ্ছেন সেটি একটি ‘মিসহ্যাপ’ বা দুর্ঘটনায় পড়েছিল। সূত্র: বিবিসি বাংলা।