Print

সারাদিন

সময়ের আগেই এনআইডি সার্ভার চালু

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

সারাদিন ডেস্ক

রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা পুনরায় চালু হয়েছে। তবে সময় নিয়েছিলো আরো বেশি।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সার্ভারটি চালু করা হয়েছে বলে এনআইডি অনুবিভাগ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়ে থাকে।

এর আগে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তার জন্য মঙ্গলবার সকাল থেকেই সার্ভার বন্ধ রাখা হয়েছে। সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডিসংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।

Nagad
Nagad