প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপরও প্রয়োগ করার কথা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এই কথা জানান। তবে, নিষেধাজ্ঞায় পুলিশের কাজের গতি কমবে না বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
ফারুক হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগের কথা রয়েছে।’ তিনি জানান, এ তালিকায় কারা আছেন, তা এখনও জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের গণতন্ত্র এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক ও বিরোধী রাজনৈতিক দলের নেতাসহ সাত ক্যাটাগরির ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে, ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নামপ্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার বিষয়ে ডিসি ফারুক হোসেন আরও বলেন, ‘যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, তারা যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। তবে, এই ভিসা বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না। এতে পুলিশের কাজের গতি কমবে না।’
পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।