প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সারাদিন ডেস্ক
ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিকেলে আমিনবাজারে দলটির যে সমাবেশ হওয়ার কথা ছিল স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্স নিয়ে মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর জেরে আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।
নিপুণ রায় জানান, ‘‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, ‘আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না। আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি।’ আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশটি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামীকাল মঙ্গলবার একইস্থানে অনুষ্ঠিত হবে।’
বিএনপির সমাবেশের প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৩টায় উত্তরা থানার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে একই সময় যাত্রাবাড়ী মোড়সংলগ্ন শহীদ ফারুক সড়কে সমাবেশ হবে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন-কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সর্বত্র সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।