প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
সারাদিন ডেস্ক
ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত, চার দিনে কী ঘটল
ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত আজ চতুর্থ দিনে গড়াল। গত শনিবার বিমান ও স্থলপথে ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এরপর থেকে লড়াই চলছেই। হামাসের অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। গতকাল তারা গাজা উপত্যকায় অন্তত এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। দেখে নেওয়া যাক, আজ চতুর্থ দিন পর্যন্ত কী কী ঘটল এই সংঘাতে। # ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা বাড়িয়েছে এবং হামাস যোদ্ধাদের রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ হিসেবে গাজায় খাদ্য, জ্বালানি এবং অন্যান্য রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে। যুদ্ধে উভয় পক্ষের মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৬০০–তে এসে দাঁড়িয়েছে। হামাসও গতকাল সোমবার হামলা করেছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা হলে তাদের হাতে আটক ইসরায়েলিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। যুদ্ধের তৃতীয় দিনে ইসরায়েল দক্ষিণের শহরগুলোতে হামাসের আক্রমণে নিহত বেশ কয়েক ব্যক্তির লাশ খুঁজে পায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের ‘সামরিক ও শাসন ক্ষমতা’ ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: প্রথম আলো
পূর্ব ভূমধ্যসাগরে যাচ্ছে মার্কিন রণতরি
অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই তৃতীয় দিনেও চলছে। গত শনিবার সকালে সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ইসরায়েলের আট শতাধিক নিহত এবং প্রায় আড়াই হাজার আহত হয়েছে। এর মধ্যে একটি সংগীতানুষ্ঠানে পরিচালিত হামলায় ২৬০ জন নিহত হয়। আর ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫২৬ জনের মতো নিহত এবং আড়াই হাজারের বেশি আহত হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে যাচ্ছে মার্কিন রণতরিএই যুদ্ধে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরিসহ যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। এ ছাড়া ইসরায়েলকে অতিরিক্ত যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা দিয়েছে। সূত্র: কালের কণ্ঠ
এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি
ফিলিস্তিনে হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা
ইসরায়েলে হামাসের ভয়ংকর হামলার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের কূটনীতি। ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের ভাষ্য- ইসরায়েল-হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানো হবে। এর মধ্যে এ ঘটনাকে রাশিয়ার ইউক্রেনে হামলার সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি ইউক্রেন নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে) সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে ও সেই দিন কোনো লাল রেখা (রেড লাইন) থাকবে না। এর আগে, হামাস হামলা শুরুর এক দিন পর রবিবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েল। হামাসদের হাতে বন্দি অন্তত নয় জেনারেল : ইসরায়েলের গাজা দখলের পাল্টা চাল হামাসদের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আটক কর্মকর্তাদের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে অন্তত আট উচ্চপদস্থ কর্মকর্তাকে দেখিয়ে রীতিমতো হুমকি দিয়েছে হামাস। ভিডিওতে বন্দি কর্মকর্তারাই তাদের পদমর্যাদা প্রকাশ করেছে। সূত্র: বিডি প্রতিদিন ।
চিকিৎসাও নিতে পারছে না গাজার মানুষ
ক্ষুধা-তৃষ্ণায় দিশেহারা আদিমানবরা হঠাৎ একটা শিকার ঘিরে যেমন তান্ডব নৃত্য শুরু করত কিংবা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ত শিকার শিকারে- ভয়ে কাতর অবরুদ্ধ গাজার অসহায় বেসামরিক মানুষগুলোরও ঠিক সেই দশা এখন। বুট-বুলেট-ক্ষেপণাস্ত্র, ট্যাংক-ড্রোন-বিমান হামলার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরাইলে সুপ্রশিক্ষিত বিশাল সেনাবাহিনী। শত্রু শিকারে নেমেছে। গত শনিবার থেকে ঝাঁকে ঝাঁকে বোমা ফেলছে মাত্র ৪৫ বর্গকিলোমিটারের ছোট্ট জনপদে। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে বিধ্বস্ত গাজা। এখানেই কি শেষ? একদিকে ‘ঘরে ঢুকে ঢুকে’ মারছে অন্যদিকে বন্ধ করে দিয়েছে চিকিৎসা নেওয়ার পথও-কী ভয়ংকর নিষ্ঠুরতা!প্রতিশোধের নেশায় উন্মত্ত ইসরাইল বন্ধ করে দিয়েছে গাজার বিদ্যুৎ সরবরাহ। গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকারে ডুবে আছে অবরুদ্ধ গাজার বেশির ভাগ অংশ। ইসরাইলের পরিকল্পিত ব্লাকআউটে থমকে আছে গাজার হাসপাতালগুলো। একদিকে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে রোগী অন্যদিকে বিদ্যুৎ সংকটে অচল হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা! হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় ছটফট করছে ইসরাইলের বুলেট-বোমার নৃশংস হামলায় ক্ষতবিক্ষত সাধারণ নাগরিকরা। শনিবার সন্ধ্যার পরপরই ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, তিনি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিকে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লেখেন, ‘আমি বৈদ্যুতিক সংস্থাকে গাজা স্ট্রিপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়ে আদেশে স্বাক্ষর করেছি।’ হাসপাতাল এবং চিকিৎসাকর্মীরা বলছেন, অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারেও সমস্যা সৃষ্টি হচ্ছে। নবজাত শিশু, ডায়ালাইসিস, হার্ট, শ্বাসকষ্টের রোগী এবং যারা অস্ত্রোপচারের প্রক্রিয়ায় রয়েছেন তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছেন। খান ইউনুস অবস্থিত গাজার ইউরোপিয়ান হাসপাতালের নার্স হাসান আবু সুলতান বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে হার্ট এবং সার্জারির ক্ষেত্রে। সূত্র: যুগান্তর
মিয়ানমারে শরণার্থী শিবিরে সামরিক হামলা, শিশুসহ নিহত ২৯
মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক হামলায় শিশু ও বৃদ্ধসহ ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত লোকদের একটি শিবির লক্ষ্য করে এই সামরিক হামলা চালানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছের ওই শিবিরে এই হামলা চালানো হয়।কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু বলেন, ‘আমরা শিশু ও বয়স্ক ব্যক্তিসহ ২৯টি মৃতদেহ পেয়েছি। ৫৬ জন আহত হয়েছেন।’যে ক্যাম্পে হামলা হয়েছে সেটি কেআইএ সদর দপ্তর থেকে কয়েক কিলোমিটার দূরে। কেআইএ এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে সংঘাত চলছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছেন। পাশে বাঁশ ও অন্যান্য ধ্বংসাবশেষের স্তূপ দেখা গেছে। সূত্র: সমকাল
গাজীপুর-৪: এমপি হতে তাজ পরিবারে লড়াই
গাজীপুর-৪ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাজ পরিবারের (তাজউদ্দীন আহমদ) মধ্যে সব শেষ প্রতিযোগিতা হয়েছিল ২০০১ সালে। তাজউদ্দীনের ভাই আফসার উদ্দিন আহমদ ও ছেলে তানজিম আহমদ সোহেল তাজের মনোনয়ন পাওয়ার চেষ্টা তখন স্থানীয়দের কাছে ‘চাচা-ভাতিজার লড়াই’ হিসেবে পরিচিতি পায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আবার তাজ পরিবারে মনোনয়ন পাওয়ার ‘লড়াই’ শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে, আসন্ন নির্বাচনে বর্তমান সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি ও তাঁর ফুফাতো ভাই কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ আলোচনায় আছেন। তিনি তাজউদ্দীন আহমদের ছোট বোন মরিয়ম হেলালের ছেলে। আলম ও রিমি উভয়েই এলাকায় পৃথক কর্মসূচি পালন এবং গণসংযোগ করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। সোহেল তাজের প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। সূত্র: আজকের পত্রিকা।
যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত হামাস
যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত হামাস। এমনটাই জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা ও পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান মুসা আবু মারজুক। তিনি বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত। এ সময় তিনি জানান, হামাস এরই মধ্যে এই হামলার লক্ষ্য অর্জন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এই যুদ্ধে এ পর্যন্ত আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।
ইসরায়েলের বোমায় গাজায় দুই সাংবাদিক নিহত
গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার পশ্চিম অংশের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয় যাদের মধ্যে কমপক্ষে দুজন সাংবাদিক রয়েছেন। খবর আলজাজিরার। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন সায়েদ আল তাওয়েল এবং মোহাম্মদ সোভ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই। সূত্র: দেশ রুপান্তর
পাকিস্তানে নির্যাতনের অভিযোগ আফগান নারী শরণার্থীদের
পাকিস্তানে দুর্ব্যবহার ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আফগান নারী শরণার্থীরা। বেশ কিছু আফগান অভিবাসী নারী পাকিস্তানে বসবাসের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং কখনো কখনো পুলিশি নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এই দুর্ব্যবহারের পাশাপাশি আফগান শরণার্থীদের বহিষ্কার করার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত আন্তর্জাতিক নিন্দারও জন্ম দিয়েছে।সম্প্রতি, অভিবাসীদের প্রতি পাকিস্তানি পুলিশ কর্তৃক দুর্ব্যবহারের প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এক জন সাংবাদিকসহ অন্তত তিন জন অভিবাসী নারী নিশ্চিত করেছেন যে তারা দুর্ব্যবহার এবং কিছু ক্ষেত্রে পাকিস্তানি পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। দুই সন্তানসহ সামিয়া নামের এক আফগান মহিলা সেখানে থাকার জন্য বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে প্রবেশ করা সত্ত্বেও তাকে পাকিস্তানি পুলিশ হুমকি দিয়েছে। সূত্র: ইত্তেফাক
গাজায় ব্যাপক শক্তি প্রয়োগ করা হবে, আক্রমণ সবে শুরু হয়েছে – নেতানিয়াহু
হামাসের হামলার জবাবে ইসরায়েলের সেনাবাহিনীর আক্রমণ ‘কেবল শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে হামাস হুমকি দিয়েছে যে বেসামরিক নাগরিকদের সতর্ক না করে যতবার বিমান হামলা চালানো হবে, ততবার একজন করে জিম্মি হত্যা করবে তারা। ফিলিস্তিনে স্থানীয় সময় শনিবার ভোরে শুরু হওয়া এই হামলার জের ধরে এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনে দুই পক্ষ মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে।ইসরায়েলে নিহতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ৯০০ জন। আর ফিলিস্তিনে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৭০০ মানুষ। সূত্র: বিবিসি বাংলা্