প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
সারাদিন ডেস্ক
নজরদারি নেই, ব্যাটারির অ্যাসিডে বাড়ছে সহিংসতা
সৌরবিদ্যুৎ, রিকশা ও যানবাহনে ব্যাটারি ব্যবহৃত হয়। এসব ব্যাটারির ডাইলুট অ্যাসিড অনেকটা সহজলভ্য। সালফিউরিক অ্যাসিডের মতো এই অ্যাসিডের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকলেও এই ডাইলুটেড অ্যাসিডে নেই। ফলে প্রতিপক্ষকে ঘায়েল করতে এখন এই অ্যাসিডের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। সাদিয়া আক্তার (২০) মাস তিনেক আগে তাঁর স্বামীর কাছে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান। আরেকটি বিয়ের প্রস্তুতি ছিল তাঁর। এতে ক্ষুব্ধ সাবেক স্বামী সুমন শিকদার (২৬) তাঁর মুখ ও শরীরে অ্যাসিড ঢেলে দেন। গত ১৬ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলায় সাদিয়ার মায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার তদন্ত করছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) ইজারত হোসেন। গত ৬ সেপ্টেম্বর কথা হয় তাঁর সঙ্গে। তিনি অ্যাসিডের উৎস সম্পর্কে বলতে গিয়ে প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে সুমন তাঁদের বলেছিলেন, বাসার সোলার প্যানেলের ব্যাটারি কেটে তিনি অ্যাসিড সংগ্রহ করেন।মায়ের সঙ্গে বিরোধের জেরে গত ২৩ জুন সৎবাবা খোকন মিয়া অ্যাসিডে দগ্ধ করেন শিশু মারিয়া আক্তারকে (৮)। মামলার তদন্ত কর্মকর্তা (বদলি হয়ে অন্যত্র গেছেন) আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক ফজলুল হক প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে খোকন মিয়া ট্রাকের ব্যাটারি থেকে অ্যাসিড সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন। সূত্র: প্রথম আলো
বিশ্বব্যাংক-আইএমএফ’র বৈঠক শেষ
যুদ্ধ জটিলতায় ফেলছে স্বল্প আয়ের দেশগুলোকে
খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পণ্য সরবরাহ শৃঙ্খলা, মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির ওপর বিরূপ প্রভাব * মূল্যস্ফীতি হ্রাস, আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের দিকে নজর রাখার পরামর্শ-যুদ্ধের নেতিবাচক প্রভাব স্বল্প আয়ের দেশগুলোর নীতি-পরিবেশকে জটিল করে তুলছে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পণ্য সরবরাহ শৃঙ্খলা, সামষ্টিক-আর্থিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়ছে। তাই বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে স্পেনের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি ও ডিজিটালাইজেশনমন্ত্রী নাদিয়া কেলভিনো এ ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতি জটিল হওয়ায় অনেক দেশ কোভিড-১৯ মহামারি এবং অথনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পরও পুনরায় লাইনচ্যুত হয়ে পড়ছে। এটি শেষ পর্যন্ত টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করতে পারে।মরক্কোতে শনিবার বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ২টা) শেষ হয় বিশ্বব্যাংক-আইএমএফ’র বৈঠক। ওই অনুষ্ঠানে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার উপস্থিতিতে সভাপতি বক্তব্য দেন। সূত্র: যুগান্তর
আগের দিন ব্যালট চান ডিসি এসপিরা
জাতীয় সংসদ নির্বাচন
বিতর্ক এড়াতে আসন্ন দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকাগুলো বাদে সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর পরিকল্পনা নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ডিসি-এসপিরা প্রস্তাব দিয়েছেন ভোটের আগের দিন ব্যালট পাঠানোর। গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত চার বিভাগের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের এক সেশনে তারা এ প্রস্তাব দেন। এই সেশনের প্রশিক্ষক হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)। একই সময়ে ইসি সচিব উপস্থিত ছিলেন এই সেশনে।
সূত্র জানিয়েছে, শনিবার নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত’ প্রশিক্ষণের এক সেশেনে তিন সচিব প্রশিক্ষক হিসেবে ছিলেন। ওই সেশনে পুলিশের একাধিক কর্মকর্তা নির্বাচনের দিন সকালে ব্যালট পাঠানোর বিষয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। তাই তারা বিগত সংসদ নির্বাচনের মতোই ভোটের আগের দিন ব্যালট পাঠানোর প্রস্তাব দেন। পরে অনেক ডিসিও সেই প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেন এবং সমস্যা তুলে ধরেন। সূত্র: বিডি প্রতিদিন।
কপর্দকহীন থেকে কোটিপতি
ইউনিয়ন পরিষদের সদস্যপদে হেরে পরেরবার লড়েন ইউপি চেয়ারম্যান পদে; সেখানেও বড় পরাজয়। ২০০৯ সালে আর ইউনিয়নে নয়, এবার সরাসরি উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। ভোট জুটেছিল মাত্র ১৭! এমন গো-হারা হেরেও মাটি কামড়ে পড়ে ছিলেন ভোটের মাঠে। গেল জাতীয় সংসদের ভোটে সব হিসাব-কিতাব বদলে দিলেন রেজাউল করিম বাবলু। জিরো থেকে হলেন হিরো। এখন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য (এমপি)। উপজেলায় যে প্রার্থীর রয়েছে ১৭ ভোটের কলঙ্ক, জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বাক্সেই এক লাখ ৯০ হাজার ভোট! এমপি বাবলুকে এলাকার অনেকেই ডাকেন শওকত আলী গুলবাগী। তাঁর অভ্যুদয় রীতিমতো রূপকথা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও পরে দলটির আরেক নেতার প্রার্থিতা বাতিল হয়ে গেলে আসনটিতে বিএনপি প্রার্থীশূন্য হয়ে যায়। পরে ভাগ্য খোলে স্বতন্ত্র প্রার্থী বাবলুর; জোটে বিএনপির সমর্থন। বিএনপির এক ঘোষণাতেই মহাজোট প্রার্থীসহ সাতজনকে ডিঙিয়ে সংসদের পথ ধরেন বাবলু। সূত্র: সমকাল
ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ
পৌনে দুই হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলে দিনে একটি
ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ তৈরিতে ১ হাজার ৭১৪ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রায় ৭৯ কিলোমিটার দীর্ঘ এ পথটি শতভাগ সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে, যার কাজ শেষ হয় ২০১৯ সালের জুনে। ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল রেলের রাজস্ব আয় বাড়ানো। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার, রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ স্থাপন, ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং রিজিওনাল কানেক্টিভিটির নতুন ও বিকল্প রেল রুট স্থাপন। যদিও বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা এ রেলপথে বর্তমানে চলাচল করছে দিনে একটি ট্রেন। ঢালারচর এক্সপ্রেস-৭৭৯ নামের ট্রেনটি সকাল ৭টা ২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে বেলা ১১টায় রাজশাহী পৌঁছায়। একই ট্রেন (ঢালারচর এক্সপ্রেস-৭৮০) রাজশাহী থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে ঢালারচর পৌঁছায় রাত ৮টা ১৫ মিনিটে। ট্রেনটি চলে সপ্তাহে ছয়দিন। রেলওয়ের তথ্য বলছে, ‘বাংলাদেশ রেলওয়ের ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন লাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি ২০১০ সালের ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। শুরুতে রেলপথটির নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৯৮৩ কোটি টাকা। মেয়াদ ধরা হয়েছিল ২০১০ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত। তবে নির্মাণকাজের দীর্ঘসূত্রতার কারণে একাধিকবার মেয়াদ ও ব্যয় সংশোধন করা হয়। প্রকল্পটি শেষ করতে রেলওয়ের সব মিলিয়ে খরচ হয়েছে ১ হাজার ৭১৪ কোটি ৭৩ লাখ টাকা। সূত্র্র; বণিক বার্তা ।
টেকনাফ উপকূলে চলছে ঝাউগাছ নিধন
গড়ে উঠছে অবৈধ স্থাপনা
কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতের উপকূল জুড়ে চলছে ঝাউগাছ নিধন। ইতিমধ্যে অসংখ্য গাছ কর্তৃপক্ষের অগোচরে কেটে ফেলা হয়েছে। আর সে স্থানে গড়ে তোলা হয়েছে অবৈধ বসতি ও স্থাপনা। এতে সৌন্দর্য হারাচ্ছে ঝাউবন। অরক্ষিত হয়ে উঠছে বেলাভূমির তীর ও মেরিন ড্রাইভ।সূত্র জানায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভসংলগ্ন নৌকাঘাট ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। জেলেদের আসা-যাওয়া, আহরিত মাছ অবতরণসহ নানা কারণে এলাকাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে সৈকতের তীর রক্ষায় লাগানো ঝাউগাছের ভেতর গড়ে উঠছে অস্থায়ী বসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান। অসংখ্য ঝাউগাছ কেটে চা ও মুদির দোকান, ফিশিং আড়ত ঘরসহ শতাধিক স্থাপনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। কেউ কেউ এলাকাভিত্তিক ক্ষমতায় জায়গা দখল করলেও অনেকে আবার মাছ ব্যবসায়ী সমিতি নাম ব্যবহার করে ঘর স্থাপন করছেন। সূত্র: ইত্তেফাক
কৃষিপণ্যের উৎপাদন-দাম দুটোই বেড়েছে
দেশে গত ১৫ বছরে চাল, গম, ভুট্টা, আলু, ডাল ও সবজির উৎপাদন অনেকটাই বেড়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে তুলনায় দেশে দাম বেড়েছে আরও বেশি। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশে খাদ্যশস্য (চাল, গম ও ভুট্টা) উৎপাদনের মোট পরিমাণ ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টনে। ১৫ বছরের ব্যবধানে উৎপাদন হচ্ছে ভুট্টা প্রায় ৯ গুণ, আলু দ্বিগুণ, ডাল ৪ গুণ, তেলবীজ আড়াই গুণ ও সবজি ৮ গুণ। সূত্র: আজকের পত্রিকা।
‘৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ’
দুর্নীতি নিয়ে একটি খবর শিরোনাম করেছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান খবর ‘৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ’।এই খবরে বলা হয়েছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাদের ওজন মাপার একটি যন্ত্রের দাম প্রায় সাড়ে সাত হাজার টাকা। সেটা ব্যবহার করতে গিয়ে নষ্ট হয়ে যায়। সেই নিক্তি মেরামত করার বিল করা হয়েছে ৪ লাখ ১১ হাজার ৯০০ টাকা। অর্থাৎ যে দামে যন্ত্রটি কেনা হয়েছে, মেরামতে তার চেয়ে ৫৪ গুণ বেশি খরচ ধরা হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ প্রসঙ্গে সমকালের প্রধান শিরোনাম, ‘সংলাপে শর্ত জুড়ে অটল দুই দল, তবু আশা’। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের মধ্যে গুরুত্ব পেয়েছে অর্থবহ সংলাপ।তাদের এই সুপারিশকে স্বাগত জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি। সূত্র: বিবিসি বাংলা।
রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
‘পূর্ব শত্রুতার’ জেরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মোল্লা আজিজ মহাজন (৪৫) নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ছিলেন। নারুয়া ইউনিয়নের কোনা গ্রামে রোববার সন্ধ্যায় তাকে হত্যা করা হয় বলে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যার দিকে কোনা গ্রামের পশ্চিম পাড়ায় ভাইয়ের বাড়ি থেকে বাইক চালিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন আজিজ।“পথে তৈয়ব লস্করের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে ৭/৮ জন ব্যক্তি আজিজের বাইক আটকায়। তারপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আজিজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।“ সূত্র: বিডি নিউজ
সেবা দিয়ে যাচ্ছি, কে কোন দল করে বিবেচনা করি না: প্রধানমন্ত্রী
দেশের ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আই সেন্টার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা সেবা দিচ্ছি মানুষকে। এ ক্ষেত্রে কে কোন দল করে, বিবেচনা করি না। সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। খালেদা জিয়াসহ বিএনপি জামায়াতের চিন্তার দৈন্যতা আছে। যার কারণে এরা মানসিক দৈন্যতায় ভোগে। এরা ভালো কিছু চিন্তা করতে পারে না।
চিকিৎসকদের তিনি বলেন, আপনারা শুধু চিকিৎসা সেবা দিচ্ছেন না, একটা মানুষকে দেখার সুযোগ দিচ্ছেন, এটা অনেক বড় কাজ।