প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
সারাদিন ডেস্ক
বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তার আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার নাম দলপতি সাকিব আল হাসানের ইনজুরি। গণমাধ্যমের খবর, স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচের আগে স্ক্যান করাতে দ্বিতীয়বারের মতো সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে রোহিত-বিরাটদের সঙ্গে ম্যাচের আগে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঐচ্ছিক অনুশীলন আছে টাইগারদের। স্ক্যানে কোনো বিপদের শঙ্কা না থাকলে এই অনুশীলনে দেখা যেতে পারে সাকিবকে।
এর আগে, সাকিবের ইনজুরি নিয়ে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছিলেন, ‘শেষ ম্যাচে রান নিতে গিয়েই ব্যাথা পেয়েছিল। সাকিব চাচ্ছে খেলতে। কিন্তু সেটা নির্ভর করছে ওর ফিটনেসের উপর, শতভাগ ফিট কী না সেটির ওপর।’
তিনি আরও বলেছিলেন, ‘এখনও বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলেই সাকিব ছিটকে পড়ুক। ডাক্তার, ফিজিওদের ব্যাপারও এখানে রয়েছে। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে সাকিব ভারতের বিপক্ষে খেলে লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। যদিও ফিজিও, চিকিৎসকরা অনুমতি দেয় তাহলে অবশ্যই খেলবে। আর যদি সাকিবকে ছাড়া আমাদের খেলতে হয় তাহলে আমরা সেটিই করবো।’
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনে চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।