Print

সারাদিন

ক্ষতিগ্রস্থ গাজায় ১৫ মিলিয়ন রুপি সাহায্য দিলেন আতিফ আসলাম

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

সারাদিন ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাড়াতে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের চিকিৎসা ও খাবারের জন্য দেড় কোটি রুপি অনুদান পাঠিয়েছেন তিনি।

আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আতিফ আসলাম তার ইনস্টাগ্রামে বলেছেন, “গাজায় ইসরায়েলি হামলার যে ধ্বংসাত্মক চিত্রগুলো দেখা যাচ্ছে তা খুবই ভয়ঙ্কর, এগুলো পীড়া দিচ্ছে আমাকে।”

দশকের পর দশক হামলা ও ইসরায়েলি দলদারত্বের শিকার ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা (ফিলিস্তিনিরা) যে অসহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি অনুভব করতে পারবো না, কেননা আমি ঘটনাস্থলে নেই। আপনাদের জন্য আমার প্রার্থনায় আছে।”

এছাড়াও এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে জনকল্যাণমূলক সংস্থা আল খিদমতের এই উদ্যোগ নেটিজেনদের কাছেও দারুণ প্রশংসিত হয়েছে। সকলেই বিভিন্নভাবে গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

এর আগে আতিফ আসলাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করেছিলেন। এরপরই গাজার মানুষের সহযোগীতায় হাত বাড়িয়ে দিলেন।

Nagad
Nagad