Print

সারাদিন

রাজধানীতে ডিএমপি মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে ৪৫৪ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

সারাদিন. ২৬ অক্টোবর.

Nagad
Nagad