প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
সারাদিন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দলটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দলটি হাসপাতালে পৌঁছান বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দলটি ঢাকায় পৌঁছান।
যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।