Print

সারাদিন

ফিলিস্তিন মুসলমানদের গণহত্যার প্রতিবাদে জাকের পার্টির বিক্ষোভ

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

সাভার প্রতিনিধি:

ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসী হামলা ও গণহত্যার প্রতিবাদে সাভারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর জাকের পার্টিসহ সর্বস্তরের তৌহিদি জনতা। এ সময় তারা চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা সাভারের উপজেলা বাসস্ট্যান্ডে এলাকায় এ প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে সমাবেশস্থল থেকে বিক্ষোভ মিছিল বের করে সাভার মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ করেন।

এ সময় উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীরা বলেন, জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হচ্ছে। ফিলিস্তিন মুসলমানদের ওপর এ বর্বর হামলা প্রতিবাদ জানাই। সেই সাথে আমাদের দাবি অতি শীগ্রই এই যুদ্ধ বন্ধ করা হোক। সেই সাথে ফিলিস্তিনবাসীর জন্য ওষুধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হোক।

উক্ত প্রতিবাদ সভায় ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সভাপতি শামসুদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মামহমুদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদসহ জাকের পার্টির অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে সাভার মডেল মসজিদ থেকে প্রতিবাদ সমাবেশ বের করে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে জড়ো হয় তৌহিদি জনতা।

Nagad
Nagad