প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
সারাদিন ডেস্ক
বিএনপি ও জামায়াতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েছে ব্যাংক লেনদেনে। রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রমে কর্মকর্তা ও কর্মচারীদের সকাল থেকে সব ধরণের সেবা দিয়ে যাচ্ছেন। তবে অন্যান্য দিনের চেয়ে গ্রাহক উপস্থিতি তুলনামূলক অনেক কম।
রোববার (২৯ অক্টোবর) ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, দৈনিক বাংলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে। জামায়াতে ইসলামীও আলাদা করে হরতাল আহ্বান করেছে।
ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় সামনের দরজা বন্ধ থাকলেও স্বাভাবিক নিয়মেই চলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে ব্যাংকে তেমন গ্রাহক না থাকায় অধিকাংশ সেবা কাউন্টারের কর্মকর্তাকে অলস সময় কাটাতে দেখা যায়।
মতিঝিল ব্যাংক পাড়ায় রাষ্ট্র মালিকানাধীন ও বেরসরকারি ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি নেই। একই চিত্র দেখা গেছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও। এসব এলাকার ব্যাংকের অধিকাংশ কাউন্টার গ্রাহক উপস্থিতি না থাকায় খালি ছিল। তবে ব্যাংকের কর্মকর্তারা বলছেন দুপুরের পর গ্রাহক বাড়তে পারে।