প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
সারাদিন ডেস্ক
আজ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত হলো টাইগারদের। ৭ ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ২। তাই কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে। বাবর আজমদের কাছে ৭ উইকেটের হারে নিজেদের বিশ্বকাপ অবিধানে সম্ভাবনা বলে আর কিছু রইল না বাংলাদেশের।
বাংলাদেশের ব্যাটাররা ব্যাট হাতে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বোলিংও ভালো হয়নি তেমন। একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান।
শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০৪ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। ২টি উইকেট নেন হারিস এবং ১টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ ও উসামা মীর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তুলোধুনো করেন দুই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামান। দুজনের ১২৮ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সাকিবরা।
শফিককে ৬৮ (৬৯) রানে ফিরিয়ে খনিকের জন্য স্বস্তি ফেরান মেহেদী মিরাজ। এরপর বাবর আজমকেও (৯) শিকারে পরিণত করেন মিরাজ। নিজের তৃতীয় শিকার ফখর জামানকে ফেরান ৮১ (৭৪) রানে। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের ব্যাটে ভর করে ৩২.৩ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পাকিস্তান।