প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
সারাদিন ডেস্ক
বেঁধে দেওয়া সময় শেষ
শূন্য হাতে পাকিস্তান ছাড়ছে হাজারো ‘অবৈধ’ আফগান
কয়েক দশক ধরে পাকিস্তানে বাস করছিল তারা। অনেকের জন্মও সে দেশে। পাকিস্তানকেই তারা নিজের দেশ ভাবে। মাতৃভূমি হলেও কাঁটাতারের অন্য পাশে থাকা আফগানিস্তান তাদের কাছে অচেনা। তাই পাকিস্তান সরকার অবৈধ আফগানদের ‘তাড়াতে’ কোমর বেঁধে নামায় অকূল পাথারে পড়েছে বহু মানুষ। কিন্তু দেশত্যাগের বেঁধে দেওয়া সময় ফুরিয়ে যাওয়ার পর গ্রেপ্তার শুরু হওয়ায় দলে দলে আফগান সীমান্তমুখী এখন।মূলত গৃহযুদ্ধের কারণে গত কয়েক দশকে লাখ লাখ আফগান বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেয়। বছরের পর বছর থাকার পর কেউ কেউ বসবাসের বৈধতা পেয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সরায়েলি হামলা
গাজায় ‘গণহত্যার’ প্রতিবাদে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ
ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও চিলি।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নিউইয়র্ক দপ্তরের পরিচালক ক্রেইগ মখিবার। তিনি বলছেন, গাজায় ‘গণহত্যার অকাট্য প্রমাণ’ রয়েছে। গত সপ্তাহে দেওয়া পদত্যাগপত্রে জাতিসংঘের এই কর্মকর্তা লিখেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বেশির ভাগ সরকার এই নৃশংস হামলায় সম্পূর্ণভাবে জড়িত।’ক্রেইগ বলেন, ‘জেনেভা কনভেনশনের প্রতি সম্মান নিশ্চিতে চুক্তির প্রতি তাঁদের বাধ্যবাধকতাগুলো মানতে এই সরকারগুলো কেবল অস্বীকারই করছে না, বরং তারা প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে হামলায় অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আড়াল করছে।’ সূত্র: প্রথম আলো
জাবালিয়ায় ইসরায়েলের হামলা ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’: ইউনিসেফ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। শিশু হত্যা ও বন্দী করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর: আল-জাজিরা
ইউনিসেফ বলেছে, ইসরায়েলি হামলা শুরু দিন থেকে কত শিশু আহত বা নিহত হয়েছে তা জানা খুব তাড়াতাড়ি জানা যাবে। তবে গত ২৫ দিনে শুধু গাজায় ৩ হাজার ৫০০ এর বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশু হত্যা ও বন্দি করা বন্ধ করতে হবে। সূত্র: সমকাল
এবার ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে কলকাতার হাজার হাজার মানুষ
ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত প্রকট রূপ নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল এখন ওই অঞ্চলে সেনা ও ট্যাংক পাঠিয়েছে।বিশ্বের নানা প্রান্তে ইসরাইলের এ হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইসরাইলি হামলা ও ‘গণহত্যা’ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতাতেও। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) ডাকে। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে শহরের আরও অনেক জায়গায় মিছিল করেছে সিপিএমের ছাত্র সংগঠন, এসইউসি, এপিডিআরসহ আরও কিছু সংগঠন। সব মিছিল থেকেই আওয়াজ তোলা হয়েছে ইসরাইলের ভূমিকা এবং তাদের পেছনে আমেরিকার মদতের বিরুদ্ধে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র; যুগান্তর
ফিলিস্তিনি শরণার্থীর প্রথম বহর মিসর পৌঁছেছে
রাফাহ ক্রসিং দিয়ে বিদেশি নাগরিক এবং গুরুতর অসুস্থ ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে এ ক্রসিং দিয়ে খাবার ও সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে দেওয়া হলেও বিদেশি নাগরিকদের এবারই গাজা ত্যাগের সুযোগ দেওয়া হলো। গাজায় এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো ফোন ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা প্যালটেল জানিয়েছে, ‘এটি পুরোপুরি বন্ধ’ করে দেওয়া হয়েছে।গাজার ভিতরে স্থল অভিযান চালানোর সময় মঙ্গলবার ইসরায়েলের ১১ সেনা নিহত হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সংঘর্ষে ইসরায়েলের মোট ৩২৬ সেনন নিহত হয়েছে বলে দেশটি জানিয়েছে। গত কয়েকদিনের মতো গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নিশ্চিত করেছে, তারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় হামলা চালিয়েছে। ওই হামলায় হামাসের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়েছে এবং হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইডিএফ দাবি করেছে। সূত্র: বিডি প্রতিদিন ।
মূল্যস্ফীতি মোকাবিলায় ১১৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা জাপানের
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে জাপান সরকার। আজ বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানি মুদ্রায় ১৭ লাখ কোটি ইয়েন বা মার্কিন মুদ্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলারের এই প্যাকেজের ঘোষণা দেন। এই সহায়তা প্যাকেজের আওতায় বেশ কিছু ক্ষেত্রে করও কমানো হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কিশিদা সাংবাদিকদের বলেছেন, সরকারি ব্যয়ের কিছু অংশ মেটাতে চলতি অর্থবছরে সরকার বর্তমান বাজেটের সঙ্গে ১৩ লাখ ১০ হাজার কোটি ডলারের একটি সম্পূরক বাজেট দেবে।এর আগে, গতকাল বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে—জাপান সরকার সহায়তা প্যাকেজের আওতায় ১৭ ট্রিলিয়ন বা ১৭ লাখ কোটি ইয়েনেরও বেশি ব্যয় করার কথা বিবেচনা করছে। সূত্র: আজকের পত্রিকা।
দেহে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন, ৪০ দিন পর মার্কিন নাগরিকের মৃত্যু
বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে শূকরের হৃদযন্ত্র নিজের শরীরে প্রতিস্থাপন করেছিলেন মার্কিন নাগরিক লরেন্স ফসেট। তবে পরীক্ষামূলক সেই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ৪০ দিন পর মারা গেলেন তিনি। বুধাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) মারা যান তিনি। মৃত্যুকালে এই মার্কিন নাগরিকের বয়স হয়েছিল ৫৮ বছর।ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন জানায় যে, তার দেহে জিনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয় সেটি। এরপর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও সম্প্রতি হৃদযন্ত্রের কাজে কিছু সমস্যা দেখা দেয়। সূত্র: দেশ রুপান্তর
হামাসের সুড়ঙ্গে অনুপ্রবেশ: ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কের ভেতরে গোষ্ঠীটির সদস্যদের ওপর হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বিস্তৃত সুড়ঙ্গে ঢুকে সেনাদের হামলা চালানোর এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।তিন সপ্তাহ আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার প্রতিশোধে গোষ্ঠীটিকে গাজা উপত্যকা থেকে নির্মূলের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের সম্প্রসারিত স্থল হামলার অন্যতম লক্ষ্যবস্তু এখন হামাসের তৈরি বিশাল সুড়ঙ্গ। সূত্র: দৈনিক বাংলা।
রাফাহ সীমান্ত পারাপার খুলে যাওয়াসহ আরো যা ঘটছে গাজায়
গাজা-মিশর সীমান্তে থাকা রাফাহ সীমান্ত পারাপার খুলে যাওয়ার পর এ পর্যন্ত চারশোর বেশি মানুষ গাজা ত্যাগ করেছেন। টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রথমবারের মতো খুলেছে রাফাহ সীমান্ত পারাপার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজা থেকে যারা মিশরে প্রবেশ করেছেন তাদের মধ্যে ৩৩৫জন বিদেশি নাগরিক এবং ৭৬ জন গাজার আহত বাসিন্দা।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব বিদেশি নাগরিকদের মধ্যে ব্রিটিশ এবং মার্কিন পাসপোর্টধারীরাও রয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সীমান্ত পারাপার খুলে যাওয়াটা “তীব্র এবং জরুরি কূটনৈতিক তৎপরতার ফল।” সূত্র: বিবিসি বাংলা।
শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৯৫ জনেরও বেশি: হামাস
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজা ভূখণ্ডের সরকার জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ১৯৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা জানিয়েছেন।ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজায় আটকা পড়া আরও অনেক বিদেশি নাগরিক বৃহস্পতিবার অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটি ছাড়ার প্রস্তুতি নিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।
এর আগে ইসরায়েল, মিশর ও হামাসের মধ্যে হওয়া চুক্তির আওতায় বুধবার প্রায় ৮৮ জন গুরুতর আহত গাজাবাসী ফিলিস্তিনি এবং ৫০০ জনের প্রাথমিক তালিকায় থাকা অন্তত ৩২০ জন বিদেশি নাগরিক সীমান্ত পার হয়ে মিশরে প্রবেশ করেন। সূত্র: বিডি নিউজ