প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
সারাদিন ডেস্ক
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৮ বছরে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর জন্মদিনের আয়োজনটা যে ঘটা করে হবে, সেটাই স্বাভাবিক। তবে এ বছরটা শাহরুখের জন্য বিশেষ এক বছর। তাই দিনব্যাপী আয়োজনে থাকছে চমকের পর চমক।
জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল মান্নাতের সামনে। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ। হাত নাড়বেন, অপেক্ষমাণ জনতার উদ্দেশে ছুড়ে দেবেন চুমু। জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই মান্নাতের বাইরে অপেক্ষমাণ ভক্তদের জন্য দেখা দেন শাহরুখ খান। আর আজ দুপুরে ভক্তদের জন্য প্রকাশ্যে আনলেন মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার।
টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘একেবারে সাদাসিধে মানুষদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের একটি গল্প। বন্ধুত্ব, ভালোবাসা এবং একসঙ্গে থাকা…একটি সম্পর্ক যাকে স্বদেশ বলে। হৃদয়ছোঁয়া গল্পকারের হৃদয়গ্রাহী গল্প। এই যাত্রার অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আশা করছি, আপনারাও আমাদের সঙ্গে আসবেন।’
রাতে বিশেষ পার্টি
এ বছর নিজের জন্মদিন ভারতীয় সিনেমার তারকাদের নিয়ে উদ্যাপন করতে চান শাহরুখ। তাই আয়োজন করা হয়েছে বিশেষ পার্টির। অতিথি তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকার নাম। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট বলছে, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। মুম্বাইয়ের বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি।
৪ দিনব্যাপী উৎসবের ঘোষণা
প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও দাতব্য সেবার আয়োজন করেছে শাহরুখের ফ্যান ক্লাব। এর মধ্যে রয়েছে কেক কাটা, সিনেমা প্রদর্শন, বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য বিতরণ, কম্বল বিতরণ ইত্যাদি। ক্যানসার রোগী ও বৃদ্ধাশ্রমের জন্যও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে ভারতের ১০০টির বেশি শহরে শাহরুখ খানের ভক্তরা এই উদ্যাপনে শামিল হবেন।
সারাদিন. ২ নভেম্বর