Print

সারাদিন

আক্রমণাত্মক ব্যাটিং, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সেমিতে ভারত

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

সারাদিন ডেস্ক

ভারতের কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ২৪৩ রানে হারিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপের সেমিতে ওঠা নিশ্চিত করল ভারত। বিরাট কোহলি তার স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং ছেড়ে এদিন একটু রয়েসয়ে খেললেন। শচীনের রেকর্ডে ভাগ বসানো সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতও পেল ৩২৬ রানের সংগ্রহ। ভারতের বোলিং তোপে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারত পায় ২৪৩ রানের বিশাল জয়।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ রোববার (৫ নভেম্বর) আগে ব্যাট করে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারত। জবাবে ২৭.১ ওভারে ৮৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পান লুঙ্গি, রাবাদা ও মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৫০ ওভারে ৩২৬/৫। (রোহিত শর্মা ৪০, গিল ২৩, কোহলি ১০১* শ্রেয়াস ৭৭, রাহুল ৮, যাদব ২২, জাদেজা ২৯*; লুঙ্গি ৮.২-০-৬৩-১, জ্যানসেন ৯.৪-০-৯৪-১, রাবাদা ১০-১-৪৮-১, মহারাজ ১০-০-৩০-১, শামজি ১০-০-৭২-১, মার্করাম ২-০-১৭-০)

দক্ষিণ আফ্রিকা : ২৭.১ ওভারে ৮৩/১০। (ডি কক ৫, বাভুমা ১১, ডুসেন ১৩, মার্করাম ৯, ক্লাসেন ১, মিলার ১১, জ্যানসেন ১৪, মহারাজ ৭, রাবাদা ৬, লুঙ্গি ০, শামজি ৪*; বুমরাহ ৫-০-১৪-০, সিরাজ ৪-১-১১-১, জাদেজা ৯-১-৩৩-৫, শামি ৪-০-১৮-২, যদিব ৫.১-১-৭-২)

ফল : ভারত ২৪৩ রানে জয়ী।

Nagad
Nagad