Print

সারাদিন

পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। সোমবার (৬ নভেম্বর) ভোরে পবিত্র মক্কায় তার ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী।

ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।

ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়। গতকাল মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত শেষে রাতেই তিনি মক্কার উদ্দেশে রওনা করেন।

আজ সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ইসলামে আন্তর্জাতিক নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।