প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
সারাদিন ডেস্ক
গাজা এখন দুই ভাগে বিভক্ত: ইসরায়েলি বাহিনী
প্রায় এক মাস ধরে চলা সংঘাতে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কার্যত দুই ভাগ করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।
দানিয়েল বলেন, গাজা সিটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে গাজা এখন উত্তর ও দক্ষিণ—দুই ভাগে ভাগ হয়ে গেছে।গতকালই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর, ইরাক ও সাইপ্রাসে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরকালে তিনি গাজায় মানবিক সহায়তা দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। ব্লিঙ্কেনের এ সফরের পরপরই ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে গাজাকে বিভক্ত করার কথা জানানো হলো। সূত্র: দৈনিক প্রথম আলো
মাসে গড়াল গাজায় ইসরায়েলি আগ্রাসন
গাজা-ইসরায়েল সংঘাতের এক মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে অবশেষে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর প্রতিশোধ নিতে পরের দিন থেকে ভয়ংকর বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় মৃত্যুর মিছিল বাড়ছেই। যারা অঞ্চলটিতে বেঁচে আছে তারা এক মাস ধরেই মানবেতর জীবনযাপন করছে। হাসপাতাল থেকে শুরু করে শরণার্থী শিবির সব জায়গায় পালাক্রমে চলছে হামলা। এক মাসেই বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। বাদ যায়নি পশ্চিম তীরও। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এই এক মাস ধরে হামাসকে নির্মূল করার জন্য গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। পৃথিবীর ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হলো গাজা। সেখানে প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। সূত্র: বিডি প্রতিদিন ।
পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
পারমাণবিক সাবমেরিন ‘ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আরএসএম-৫৬ বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করার দাবি করেছে দেশটি। রোববার এই পরীক্ষার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের-রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরে ডুবন্ত অবস্থায় উৎক্ষেপণ করা হয়েছে। এটি হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চূড়ান্ত ধাপ। এরপরই নৌবাহিনীর ক্রুজার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বোরেই শ্রেণির কৌশলগত ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি সাবমেরিন ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ও আধুনিক টর্পেডো অস্ত্রে সজ্জিত। সূত্র: সমকাল
গাজায় ইসরাইলি বর্বরতার ১ মাস * প্রতি ১০ মিনিটে মরছে ১ শিশু
সুতোয় ঝুলছে বিশ্ব বিবেক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলার এক মাস পূর্ণ হলো রোববার! টানা এক মাসের এই বর্বর হামলায় বদলে গেছে গাজার প্রতিকৃতি। হাজার হাজার নিরীহ মানুষের গোরস্থানে পরিণত হয়েছে। সাজানো শহর থেকে হয়ে গেছে মৃত্যুপুরী। চোখ খুললেই লাশ। ছড়িয়ে-ছিটিয়ে আছে হাসপাতাল-মসজিদ, রাস্তায় কিংবা বিধ্বস্ত ঘর-সংসারের নিচে। প্রতিদিন শত শত লাশ। এত এত প্রাণনাশেও থামছে না ইসরাইল। জাতি নিধন নেশায় উন্মত্ত ইসরাইল বাহিনী ছাড়ছে না শিশুদেরও। গত এক মাসের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী, শিশু ও বেসামরিক নাগরিক। যারা বেঁচে আছেন তারা প্রতি নিঃশ্বাসে মৃত্যুর প্রহর গুনছেন। পাশে নেই কেউ। না আরব, না পশ্চিমারা-যেন বিলীন হয়ে গেছে মানবতা। সুতোয় ঝুলছে বিশ্ব বিবেক। শক্তির দাপটে ভুলে গেছে উচিত-অনুচিত বিচার! বুকফাটা আর্তচিৎকারেও মুখ খোলে না কারও!৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের পরপরই তাদের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। সেনা, নৌবহর থেকে শুরু করে পাঠিয়েছে লাখ লাখ টাকার যুদ্ধ সরঞ্জাম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে খোদ প্রেসিডেন্ট জো বাইডেনের পদভারে উদ্যম ফিরে পেয়েছে ইসরাইল। জার্মানির চ্যান্সেলর অলাফ শলৎজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সবাই শোক জানিয়ে সাহস জুগিয়ে গেছেন উড়ে এসে। অথচ সীমান্ত পার হয়ে একবার দেখতে পর্যন্ত আসেননি কেউ-কীভাবে মরছে গাজাবাসী! অসহায়-নিরস্ত্র মানুষগুলোকে কীভাবে মারছে ইসরাইল! এক মাসের মাথায় রোববার প্রথমবারের মতো পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুদ্ধবিরতির কথা মুখে আনেননি সেখানেও। যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করছেন প্রেসিডেন্ট বাইডেনও। এমনকি, ইসরাইলের সম্মতির বাইরে রাফা ক্রসিং খুলে ত্রাণ সরবরাহের আহবানটুকুও জোর গলায় বলেনি যুক্তরাষ্ট্র। সূত্র: যুগান্তর
গাজায় পারমাণবিক হামলার কথা বলা ইসরায়েলি মন্ত্রী বহিষ্কার
গাজায় পারমাণবিক বোমা হামলার কথা প্রকাশ্যে বলা ইসরায়েলি মন্ত্রীকে ক্যাবিনেট থেকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচে এলিয়াহুকে মন্ত্রী পরিষদের বৈঠক থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে গত রোববার একটি বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।বিবৃতিতে বলা হয়, এলিয়াহুর মন্তব্য ‘বাস্তবতাবহির্ভূত’। গাজার যেসব নিরীহ বাসিন্দা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছেন না, তাঁদের প্রাণ রক্ষার জন্য আন্তর্জাতিক আইন মেনে চেষ্টা করছে ইসরায়েল ও আইডিএফ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেই চেষ্টাই করে যাওয়া হবে। ইসরায়েলের কোল বারামা রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আমিচে এলিয়াহু কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। হামাসের হামলার পর ইসরায়েল যে মাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে, তাতে তিনি পুরোপুরি খুশি নন বলে সেখানে জানান। সাক্ষাৎকারে এলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, তিনি গাজার ‘সবাইকে হত্যা করতে’ সেখানে পারমাণবিক বোমা ফেলার পক্ষে কথা বলেছিলেন কি না? জবাবে এলিয়াহু বলেন, এটি একটি বিকল্প হতে পারে। সূত্র: আজকের পত্রিকা ।
যুদ্ধবিরতি নাকি মানবিক বিরতি, পার্থক্য কী?
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামাসে হামলার জবাবে ওইদিন থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। গত এক মাসে ইসরায়েলি হামলায় গাজাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৭শত এর উপরে। যাদের মধ্যে প্রায় ৪ হাজারই শিশু।ইসরায়েলি বাহিনীর হামলার ভয়াবহতায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বহু দেশ। কিন্তু যুদ্ধ বিরতি দিতে নারাজ ইসরায়েল। এমনকি গাজাতে যুদ্ধবিরতিতে সমর্থন জানায়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ও। সূত্র: দেশ রুপান্তর
নেতানিয়াহুকে বাতিলের খাতায় দিয়েছি: এরদোয়ান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক ট্র্যাজেডি ও যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলের প্রত্যাখ্যানের কথা উল্লেখ করে গত শনিবার তুরস্ক রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। পরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেসামরিক মানুষের বিরুদ্ধে ক্রমাগত হামলাসহ যুদ্ধবিরতিতে ইসরায়েলের অস্বীকৃতির কারণে গাজায় উদ্ভূত মানবিক ট্র্যাজেডির জেরে আঙ্কারা রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল তুরস্ক। এ ঘটনার চার বছর পর ২০২২ সালে আবার ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক। এখন তুরস্ক আবার রাষ্ট্রদূত প্রত্যাহার করল। আঙ্কারার সবশেষ এ পদক্ষেপে প্রতীয়মান হয়, তুরস্ক-ইসরায়েলের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বেড়ে চলছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তার সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবে। সূত্র: দৈনিক বাংলা।
গাজায় যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র, আরব নেতাদের তোপের মুখে ব্লিংকেন
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে আরব দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করছে যে যুদ্ধবিরতি হলে হামাস পুনরায় সংগঠিত হবে, এবং আবারো সাতই অক্টোবরের মতো হামলা চালাতে পারে সংগঠনটি।সেজন্য যুক্তরাষ্ট্র এখন গাজায় কোন যুদ্ধবিরতি চায় না। তবে দেশটি যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরের পর শনিবার জর্ডানের রাজধানী আম্মানে লেবানন, কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে আরব নেতাদের তোপের মুখে পড়েন মি. ব্লিংকেন। সূত্র: বিবিসি বাংলা।
ইসরায়েলের হামলায় লেবাননে ৩ শিশু নিহত, প্রতিশোধের হুঙ্কার হিজবুল্লাহর
এদিন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলেও একজন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ লেবাননে একটি গাড়িতে আঘাত হানলে তিন শিশু ও তাদের দাদী নিহত হয়। গুরুতর আহত হয়েছেন শিশুদের মা। রোববার নিহত তিনজনই মেয়ে শিশু। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। ইসরায়েলের ওই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহ।এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে চালানো হিজবুল্লাহর হামলায় রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। হিজবুল্লাহ থেকে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা শহরে গ্রাড রকেট ছোড়ার কথা জানানো হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহারের কথা স্বীকার করলো। সূত্র: বিডি নিউজ
ইসরায়েলি হামলায় আনাদোলুর সাংবাদিক হারিয়েছেন চার সন্তানসহ ৭ স্বজন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির ক্যামেরম্যান মুহাম্মদ আলাউলের চার সন্তান নিহত হয়েছে। এছাড়া তিন ভাই-বোনকে হারিয়েছেন তিনি। ওই পরিবারের বাকি সদস্যরা আহত হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনাদোলু এজেন্সি।গাজায় আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আলাউলের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ সময় তার চার সন্তান নিহত হয়। ওই সাংবাদিকসহ তার স্ত্রী, মা-বাবা ও আরেক সন্তান আহত হয়েছেন।চিকিৎসক জানিয়েছেন, আলাউলের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।এছাড়া আল-মাগাজি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগ নারী ও শিশু। শনিবার রাতের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এসব তথ্য নিশ্চিত করেন। সূত্র: বণিক বার্তা